চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়েনছাও ২২ তারিখে পেইচিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রাইস সমপ্রতি যে চীনসফর করেছেন তাতে ইতিবাচক সাফল্য পাওয়া গেছে, এটা চীন-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নযন ত্বরান্বিত করার অনুকূল।
চীনা পররাষ্ট্র মন্ত্রী লি চাওসিংয়ের আমন্ত্রণে রাইস ২০ থেকে ২১ তারিখ পর্যন্ত চীন সফর করেছেন । মুখপাত্র লিউ বলেছেন, রাইসের এবারকার সফর হলো একটি গঠনমূলক কুটনৈতিক সফর । চীন পক্ষ মার্কিন পক্ষের সংগে একত্রে দুদেশের নেতাদের অর্জিত মতৈক্য বাস্তবায়িত করার সক্রীয় প্রয়াস চালাতে , সংলাপ , পারস্পরিক আস্থা ও সহযোগিতা জোরদার করতে , অভিন্ন স্বার্থজড়িত সমস্যার যথাযথ নিষ্পত্তি করতে এবং চীন-মার্কিন গঠনমূলক সহযোগিতার সম্পর্ক অনবরত সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক ।
মুখপাত্র লিউ আরও বলেছেন, চীন সফরকালে রাইস আশা প্রকাশ করেছেন, চীন পক্ষ তাইওয়ান প্রণালীর উত্তেজনাময় পরিস্থিতি প্রশমিত করার ব্যবস্থা নেবে, পক্ষান্তরে চীন যে " রাষ্ট্রবিভক্তি বিরোধী আইন" প্রণয়ন করেছে ,তা-ই হচ্ছে দুই তীরের সম্পর্ক উন্নযন , তাইওয়ান প্রণালীর পরিস্থিতি প্রশমনের জন্য চালানো গুরুত্বপূর্ণ প্রয়াস। তিনি বলেছেন, উত্তেজনাময় পরিস্থিতি দেখা দেয়ার প্রধান কারণ হলো, অল্পসংখ্যক "স্বাধীন তাইওয়ানপন্থী ব্যক্তি চীনকে বিভক্ত করার অপচেষ্টা করছে , তাই এই সমস্যা সমাধানের মূল বিষয় হলো: এই সব ব্যক্তিকে তাদের বিচ্ছিন্নতাবাদী তত্পরতা বন্ধ করতে হবে ।
|