v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-03-22 15:11:42    
ছিং রাজবংশের ইতিকথা (২)

cri
    সদ্যপ্রাপ্ত রাজনৈতিক ক্ষমতাকে সুদৃঢ় করার জন্য শি হুয়াং তি রাজ্যের বিভিন্ন লোকের হাতে যে সব অস্ত্রশস্ত্র ছিল তা সংগ্রহ করে ধ্বংস করান । তিনি তাঁর অধিকৃত ছয়টি রাজ্যের কোন কোন পূর্বতন রাজাদের এবং সম্ভ্রান্তবংশীয় ধনী ব্যক্তিদের সীমান্ত এলাকায় নির্বাসিত করেন ও অন্যান্যদের রাজধানী সিয়ান ইয়াং-এ বসবাস করতে বাধ্য করেন । পুরাতন অভিজাত সম্প্রদায়ের সাংস্কৃতিক চিন্তাউত্খাত করার প্রয়াসে খৃঃপূঃ ২১৩ সালে শি হুয়াং তি প্রকাশ্যে বিরাট  সংখ্যক পুস্তক পুড়িয়ে ফেলেন । তবে এই পুস্তক-দগ্ধ যজ্ঞে চিকিত্সাশাস্ত্র , জ্যোতির্বিদ্যা এবং কৃষিশিক্ষা বিষয় পুস্তকসমূহকে রেহাই দেওয়া হয় । আর যে সকল পন্ডিত ও বিদ্যার্থীরা নতুন শাসন ব্যবস্থার বিরোধিতা করেন অথবা যারা বর্তমানকে আক্রমণ করে প্রাচীনের প্রশংসা করেন তাদের জীবন্ত কবর দেওয়া হয় ।

    শি হুয়াং তি এবং তাঁর উত্তরাধিকারী দ্বিতীয় সম্রাট (রাজত্বকাল খৃঃপূঃ ২০৯--২০৭) উভয়েই বিবেকহীনভাবে জনগণের শ্রমশক্তি নিজেদের কার্যসাধানে প্রয়োগ করেন । তাঁরা কৃষকদের নিকট থেকে এমনকি দুই--তৃতীয়াংশ পর্যন্ত উত্পাদিত শস্য খাজনা হিসেবে আদায় করেন । এর ফলে কৃষকদের জমি জমিদার এবং ব্যবসায়ীদের হস্তগত হয় । এই সম্রাটদ্বয় ৩০০,০০০ মানুষকে চীনের মহাপ্রাচীর নির্মাণ করতে বাধ্য করান , এবং ৫০০,০০০লোককে লিংনানে (কুয়াংতোং) সেনা শিবিরে পাঠান । রাজপ্রাসাদ এবং শি হুয়াং তি'র সমাধি নির্মাণের জন্য ৭০০.০০০লোক নিয়োগ করা হয় এবং অগণিত লোককে বাধ্যতামূলকভাবে রাস্তা নির্মাণের কাজে নিয়োগ করা হয় । গুরুতর করভার এবং বাধ্যতামূলক শ্রমদানের ফলে কৃষকেরা নিজেদের জমি চাষ করার সময় পেত না এবং মহিলাদুরূহ হয়ে ওঠে । ফলস্বরূপ , খৃঃপূঃ ২০৯ সালে ছেন শেং (খৃঃ পূঃ ?--২০৮) এবং উ কুয়াং ( খৃঃ পূঃ--২০৮) -এর নেতৃত্বে কৃষকেরা বিদ্রোহ ঘোষণা করেন । বিদ্রোহী কৃষকেরা কেবলমাত্র নিড়ানি এবং মৃগুরের সাহায্যে ছিন রাজবংশের শাসনের অবসান ঘটায় ।