v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-03-22 15:16:25    
তুর্কমেনিস্তানের সংক্ষিপ্ত পরিচিতি

cri
    তুর্কমেনিস্তানের শতকরা আশি ভাগ ভুভাগই মরুভূমি । আশখাবাদ তার রাজধানী ।

    তুর্কমেনিস্তান তেল ও প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ । তেল ও প্রাকৃতিক গ্যাস শিল্প তুর্কমেনিস্তানের জাতীয় অর্থনীতির স্তম্ভ । অনুসন্ধান চালিয়ে জানা গেছে যে , তুর্কমেনিস্তানের মজুত প্রাকৃতিক গ্যাসের পরিমান ২২৮ লক্ষ কোটি ঘন মিটার । এটা পৃথিবীর মজুত প্রাকৃতিক গ্যাসের মোট পরিমানের এক চতুর্থাংশ । তুর্কমেনিস্তানের মজুত তেলের পরিমান ১২ বিলিয়ন টন । তুর্কমেনিস্তানে তেলের চেয়ে পানির দাম বেশী । এক লিটার গ্যাসোলিনের দাম ০.০৮ মার্কিন ডলার । কিন্তু দেড় লিটার মিনেরাল পানির দাম ০.৪২ মার্কিন ডলার ।

    সোভিয়েত ইউনিয়ান ভেঙ্গে যাওয়ার পর তুর্কমেনিস্তান সরকার উন্নয়ন সাধনের যে পথ বেছে নিয়েছে তা তুর্কমেনিস্তানের বাস্তাব অবস্তার সঙ্গে সংগতিপূর্ণ । তুর্কমেনিস্তানের ক্ষমতাসীন গণতান্ত্রিক পার্টির রাজনৈতিক কমিটির প্রথম সম্পাদক মোশায়েভ একটি সাক্ষাতকারে চীনের সাংবাদিকদের জানিয়েছেন , তুর্কমেনিস্তানের পক্ষে শ্রেষ্ঠ গণতন্ত্রের অর্থ এই যে , জনসাধারণ সুখী জীবন যাপন করতে পারেন। বাস্তব অবস্থার ভিত্তিতে তুর্কমেনিস্তান ধাপে ধাপে সংস্কার অভিযান চালাচ্ছে ।

    গত কয়েক বছরে শক্তি সম্পদের প্রাধান্যকে কাজে লাগিয়ে তুর্কমেনিস্তান সরকার খনিজ সম্পদ প্রক্রিয়াকরণ শিল্প , হাল্কা শিল্প ও বস্ত্রবয়ন শিল্পের উন্নতি সাধনের যে কার্যকরী ব্যবস্থা নিয়েছে তার জন্য তুর্কমেনিস্তানের অর্থনীতির দু অঙ্কের বৃদ্ধিহার বজায় রাখা সম্ভব হয়েছে ।২০০৩ সালের তুলনায় ২০০৪ সালে তুর্কমেনিস্তানের জি ডি পির পরিমান ২১.৪% বেড়ে ১৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে । তুর্কমেনিস্তানের মাথা পিছু উত্পাদন মুল্য ৩০০০ মার্কিন ডলারের কাছাকাছি ।

       তুর্কমেনিস্তান সরকার জনসাধারণের কল্যান নিশ্চিত করা নীতি অনুসরণ করছে । তুর্কমেনিস্তান সরকার বিনামুল্যে নাগরিকদের পানি, বিদ্যুত, প্রাকৃতিক গ্যাস ও লবন সরবরাহ করে এবং কমদামে স্বল্প বেতনভোগী নাগরিকদের নির্দিষ্ট পরিমানের ময়দা , মাংস , মাখন ও চিনি সরবরাহ করে । তুর্কমেনিস্তান সরকার বাড়িঘর , পরিবহন ,টেলিযোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে নাগরিকদের নানা রকম সুযোগ সুবিদা দেয় । তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে তিন কক্ষ বিশিষ্ট এক বসতবাড়ীর বার্ষিক ভাড়া মাত্র পাঁচ মার্কিন ডলার । প্রথম সম্পাদক মোশায়েভ জানিয়েছেন ,২০০৪ সালে তুর্কমেনিস্তানের জাতীয় আয়ের ৬২% সামাজিক নিশ্চয়তা বিধানখাতে ব্যয় করা হয়েছে চলতি সালে জাতীয় আয়ের ৫৮% সামাজিক নিশ্চয়তা বিধানখাতে ব্যয় করা হবে ।

    তুর্কমেনিস্তানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের রাজনীতি গবেষণাগারের পরিচালক সিমেংলা বলেছেন , তুর্কমেনিস্তানের পক্ষে " স্বাধীনতা " ও " নিরপেক্ষতা " একটি পাখীর দু পাখার মত এবং তা তুর্কমেনিস্তানের অস্তিত্ব ও উন্নয়নের ভিত্তি ।

    তুর্কমেনিস্তান একটি ছোটো দেশ । তার আয়তন মাত্র চার লক্ষ একানববই হাজার বর্গমিটার । লোকসংখ্যা প্রায় ৬০ লক্ষ । ১৯৯১ সালের অক্টোবর মাসে স্বাধীনতা ঘোষনার পর তুর্কমেনিস্তান নিরপেক্ষ পররাষ্ট্র নীতি অনুসরন করে আসছে। তুর্কমেনিস্তান কোনো সামরিক জোট বা গোষ্ঠীতে যোগদান করে না । তুর্কমেনিস্তান সমতার ভিত্তিতে সকল দেশের সঙ্গে তার সৌহার্দ্যময় ও সহযোগিতামুলক সম্পর্ক উন্নত করার পক্ষপাতী ।    ১৯৯৫ সালের ডিসেম্বর মাসে জাতি সংঘের অধিবেশনে গৃহীত একটি প্রস্তাবে তুর্কমেনিস্তানকে চিরস্থায়ী নিরপেক্ষ দেশের মর্যাদা দেয়া হয়েছে ।