নামিবিয়ার নব নির্বাচিত প্রেসিডেন্ট , ৬৯ বছর বয়স্ক হিফিকেপুনেয় পোহাম্বা ২১ তারিখে রাজধানী ওয়াইন্ডহোকে শপথগ্রহণ করেছেন। ১৯৯০ সালে নামিবিয়া স্বাধীনতা হওয়ার পর সাম নুজোমার পর তিনি নামিবিয়ার দ্বিতীয় প্রেসিডেন্ট হলেন।
এ দিনে ওয়াইন্ডহোকের একটি স্টেডিয়ামে প্রেসিডেন্ট পোহাম্বার শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো ম্বেকি , জিম্বাবোয়ের প্রেসিডেন্ট রোবার্ট মুগাবে প্রমূখ বহু আফ্রিকান দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রায় ২০ হাজার নামিবিয় নাগরিক পোহাম্বার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে পোহাম্বা নামিবিয়ার ভূমি ও পুনর্কর্মসংস্থান মন্ত্রী ছিলেন, গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নামিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীনপার্টি দক্ষিণ-পশ্চিম আফ্রিকান গণ সংস্থার প্রেসিডেন্টের পদপ্রার্থী হিসেবে পোহাম্বা শতকরা ৭৬.৪ ভাগ ভোট পেয়ে নির্বাচন জয় করেছেন।
|