২১ তারিখে দক্ষিণ কোরিয়ার " ডোং-আ ডেইলি" পত্রিকার একটি সম্পাদকীয়তে বলা হয়েছে, ঐতিহাসিক সমস্যা সঠিকভাবে উপলব্ধি করতে না পারার দরুন , জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদেশ হবার যোগ্যতা জাপানের নেই ।
সম্পাদকীয়টিতে উল্লেখ করা হয়েছে, প্রতিবেশী দেশগুলোর সংগে ভূভাগের সার্বভৌমত্ব নিয়ে বিরোধ নিষ্পত্তির ব্যাপারে জাপান এখনও সাম্রাজ্যবাদী আমলের ধ্যানধারণা থেকে মুক্ত হয় নি। জাপান অতীতে যে আগ্রাসী হামলা চালিয়েছিল ,সেই সম্পর্কে নিজের দোষ স্বীকার করে নি,বরং এই জঘন্য ইতিহাসকে সুন্দর প্রলেপ দেয়ার অপপ্রয়াস চালাচ্ছে। যদি জাপান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যে পরিণত হয়, তাহলে সে জাতিসংঘের নীতি অনুসরণ করে আন্তর্জাতিক সমাজে সক্রীয় অবদান রাখতে পারবে কি-না, তা খুবই সন্দেহজনক।
সম্পাদকীয়টিতে জোর দিয়ে বলা হয়েছে, জাপান নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হলে আন্তর্জাতিক সমাজের জন্য অবদান রাখা তো দূরের কথা , বরং আন্তর্জাতিক বিরোধ তীব্রতর করে তুলবে। দক্ষিণ কোরিয়া যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জাপানের স্থায়ী সদস্যপদ লাভের বিরোধিতা করে তার প্রধান কারণ এটাই।
|