চীনের উপপ্রধান মন্ত্রী উ ই , রাষ্ট্রীয় কাউন্সিলার থাং চিয়া স্যুয়েন আর পররাষ্ট্র মন্ত্রী লি চাও সিং ২১ তারিখে পেইচিংয়ে আলাদা আলাদাভাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রাইসের সঙ্গে সাক্ষাত্ করেছেন । সাক্ষাতের সময়ে উ ই বলেছেন , চীনের কাছে যুক্ত রাষ্ট্রের হাইটেক পণ্য রফতানি বাড়ানো আর দ্বিপাক্ষিক বানিজ্যের মোটামুটি ভারসাম্য বাস্তবায়িত করার জন্য চীন পক্ষ মার্কিন পক্ষের সঙ্গে মিলিতভাবে প্রচেষ্টা চালাতে ইচ্ছুক ।
রাইস বলেছেন , মার্কিন পক্ষ দুদেশের নিরন্তর বিকাশমান বানিজ্যিক সম্পর্কের ওপর মনোযোগ দেয় । মার্কিন পক্ষ উভয় পক্ষের বিস্তারিত ব্যবস্থা নেয়ার মাধ্যমে দুদেশের বানিজ্যিক সম্পর্কের নিরন্তর সম্প্রসারণের অপেক্ষায় রয়েছে ।
সাক্ষাতের সময়ে থাং চিয়া স্যুয়ান আর লি চাও সিং এই আশা প্রকাশ করে বলেছেন , মার্কিন পক্ষ কার্যকরভাবে এক চীন নীতিতে অবিচল থাকবে , স্বাধীন তাইওয়ান প্রয়াসী শক্তির সংকল্পের বিরোধীতা করবে আর তাদের কাছে কোনো ভুল সংকেত পাঠাবে না ।
|