২০ তারিখে মার্কিন সংবাদ-মাধ্যমের খবরে প্রকাশ, লিবিয়ার কাছে উত্তর কোরিয়ার পারমাণবিক উপকরণ রপ্তানী সম্পর্কে যুক্তরাষ্ট্রের এশীয় মিত্রদেশগুলোর কাছে মার্কিন কর্মকর্তার তথ্যজ্ঞাপন বিভ্রান্তিমূলক।
"ওয়াশিংটন পোস্ট"পত্রিকা বলেছে, উত্তর কোরিয়ার ওপর চাপ দেয়ার জন্য হোয়াইট হাইসের কর্মকর্তা চলতি বছরের প্রথম দিকে এশীয় মিত্রদেশগুলোর কাছে ব্রিফিং করার সময়ে অভিযোগ করেছেন যে, উত্তরকোরিয়া লিবিয়ার কাছে পারমাণবিক উপকরণ রপ্তানি করেছে।
কিন্তু মার্কিন গোয়েন্দা কর্মকর্তা হোয়াইট হাইসের এই অভিযোগ অস্বীকার করে মন্তব্য প্রকাশ করেছেন যে, এটা গোয়েন্দা বিভাগের রিপোর্টের সংগে সংগতিপূর্ণ নয়। ওয়াকিবহাল গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, উত্তরকোরিয়া পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়ামের সমৃদ্ধকরণে ব্যবহার্য রাসায়নিক পদার্থ সরবরাহ করেছে, পাক-পক্ষ আবার এই পদার্থকে লিবিয়ার কাছে রপ্তানী করেছে। কিন্তু যুক্তরাষ্ট্র প্রমাণ পায় নি যে, উত্তরকোরিয়া এই খবর জানে ।
জানা গেছে , হোয়াইট হাউস এ প্রসংগে মন্তব্য করতে অস্বীকার করেছে, কিন্তু বুশ-সরকারের আচরণ সম্পর্কে যুক্তরাষ্ট্রের এশীয় মিত্রদেশগুলোর সন্দেহ ও উদ্বেগ বেড়েছে। অতএব উত্তরকোরিয়া গত মাসে ছয-পক্ষীয় বৈঠক বর্জন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
|