v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-03-21 11:31:10    
আন্নান জাতি সংঘের বলবর্ধন সম্পর্কে বিস্তারিত পরিকল্পনা দাখিল করেছেন(ছবি)

cri
    ২০ তারিখে জাতি সংঘের মুখপাত্রের কার্যালয় জাতি সংঘের বলবর্ধনের জন্যে মহাসচিব আন্নানের প্রণীতএকটি সংস্কার রিপোর্ট প্রকাশ করেছে । রিপোর্টে জাতি সংঘের সাধারণ পরিষদের প্রতি এই বছরের সেপটেম্বর মাসের আগে নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ সম্পর্কে সিন্ধান্ত নেয়ার আহ্বান জানানো হয়েছে ।

    জাতি সংঘের সংস্কার বিষয়ক উচ্চপদস্থ বিখ্যাত ব্যক্তিদের গ্রুপ গত বছরের শেষ দিকে নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ সংক্রান্ত যে দুটি প্রস্তাব উত্থাপন করেছে তা বিবেচনা করতে এই রিপোর্টে বিভিন্ন দেশগুলোকে তাগিদ দেয়া হয়েছে । একটি প্রস্তাবে বলা হয়েছে নিরাপত্তা পরিষদে ৬টি ভেটোবিহীণনতুন স্থায়ী সদস্য দেশ এবং ৩টি নির্বাচিত অস্থায়ী সদস্য দেশ বাড়ানো হবে । অন্য একটি প্রস্তাবে বলা হয়েছে , নিরাপত্তা পরিষদে কার্যমেয়াদ৪ বছর ,তবে পুণ:পুন: নির্বাচিত হলে পুণ:পুণ: নিযুক্ত হতে পারে এমন আটটি অর্ধ-স্থায়ী সদস্য দেশ এবং একটি অস্থায়ী সদস্য দেশ বাড়ানো হবে ।

    এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, সবচেয়ে ভাল হবে,বিভিন্ন দেশ পরামর্শের মাধ্যমে নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ সম্পর্কে সিদ্ধান্ত নেবে। মতৈক্য না হলেও নিরাপত্তা পরিষদের সংস্কার আবার স্থগিত রাখা উচিত নয় ।

    এই রিপোর্টে প্রবল দাবিও জানানো হয়েছে যে, আগামী বছরের সেপটেম্বর মাসের আগে, বিভিন্ন দেশকে সন্ত্রাসবাদের সংজ্ঞা সম্পর্কে এক মত হতে হবে এবং এই সংজ্ঞাব ভিত্তিতে"আন্তর্জাতিক সন্ত্রাস সম্পর্কিত সার্বিক চুক্তি" স্বাক্ষর করতে হবে ।

    জানা গেছে, আন্নান ২১ তারিখে জাতি সংঘের ৫৯তম সাধারণ পরিষদের সম্মেলনে এই রিপোর্ট দাখিল করবেন ।