মার্চ মাসের ২০ তারিখ হল প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্রের বাঁধানো ইরাক যুদ্ধের দ্বিতীয় বার্ষিকী । সেদিন ইরাকে কয়েকটি সশস্ত্র সংঘর্ষ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে , এতে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে ।
ইরাকে মোতায়েন মার্কিন বাহিনী সেদিন একটি বিবৃতি প্রকাশ করে বলেছে , বাগদাদের উপকন্ঠে ইরাকের সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে ইরাকে মোতায়েন মার্কিন বাহিনীর গুলি বিনিময় হয়েছে , এতে কমপক্ষে ২৪ জন ইরাকী সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে , অন্য ৭ জন আহত হয়েছে ।
একইদিন , উত্তর ইরাকের তেল উত্পাদনকারী গুরুত্বপূর্ণ শহর কিরকুকে সড়কে একটি বোমা হামলার ঘটনা ঘটেছে , এতে কমপক্ষে ১ জন মার্কিন সৈন্য নিহত ও ৩ জন সৈন্য আহত হয়েছে ।
ইরাকের কর্মকর্তা জানিয়েছেন , ইরাকের তৃতীয় বৃহত্তম শহর মোসুলের পুলিশ দপ্তর মানবী বোমা হামলার শিকার হয়েছে । পুলিশ দপ্তরের দুর্নীতি বিরোধী বিভাগের পরিচালক পুলিশ ভবনের প্রবেশ দ্বারে বোমা হামলায় প্রাণ হারিয়েছেন , অন্য কিছু সংঘ্যক লোক আহত হয়েছে ।
গত দু'বছরে ইরাকের সশস্ত্র সংস্থা ইরাকে মোতায়েন মার্কিন বাহিনী ও ইরাকের অস্থায়ী সরকারের ওপর হামলা চালাতে থাকে , এর ফলে ১৫১০ জনেরও বেশী মার্কিন সৈন্য ও ২০০০ জনেও বেশী ইরাকী পুলিশ ও সৈন্য নিহত হয়েছে ।
|