|
 |
(GMT+08:00)
2005-03-21 11:13:08
|
 |
টুলকারেম হস্তান্তর সম্পর্কে ফিলিস্তিন ও ইস্রাইল কোনো চুক্তি স্বাক্ষর করে নি
cri
ফিলিস্তিনী নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা ২০ তারিখ সন্ধায় স্বীকার করেছেন যে, জর্দান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনের স্বায়ত্তশাসিত শহর টুলকারেম হস্তান্তর সম্পর্কে ফিলিস্তান ও ইস্রাইল কোনো চুক্তি স্বাক্ষর করে নি । ইস্রাইল ফিলিস্তিন পক্ষের কাছে এই শহরের নিরাপত্তা নিয়ন্ত্রণের ক্ষমতার হস্তান্তর স্থাগিত রেখেছে । দ্বিপাক্ষিক নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণকারী টুলকারেম অঞ্চলের একজন ফিলিস্তিনী কর্মকর্তা বলেছেন,আলোচনা যে ব্যর্থ হয়েছে তার প্রধান কারণ হচ্ছেএইযে,ফিলিস্তিনের কাছে টুলকারেমের কিছু গ্রামের নিরাপত্তা নিয়ন্ত্রণের ক্ষমতা হস্তান্তর করতে ইস্রাইল পক্ষ প্রত্যাখ্যান করেছে । ইস্রাইল পক্ষ এই বিতর্কিত এলাকায় সামরিক অভিযান চালানোর অধিকার বজায় রাখতে চায়, যাতে যে সব ফিলিস্তিনী জংগীদের উপরে ইস্রাইলের নিরাপত্তা বিভাগ গ্রফতারী পরোয়ানা জারী করেছে তাদের তল্লাশকরা যায় । দু'পক্ষ এক মত হয়েছে যে, আগামী কয়েক দিনের মধ্যে হস্তান্তর নিয়ে আবার আলোচনা করবে । সম্প্রতি ফিলিস্তিন ও ইস্রাইলের স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, ইস্রাইল পক্ষের ধীরে ধীরে ফিলিস্তিনের কাছে জর্দান নদীর পশ্চিম তীরে অবস্থিত৫টি শহরের নিরাপত্তা নিয়ন্ত্রণের ক্ষমতা হস্তান্তর করা উচিত ।
|
|
|