v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-03-21 22:55:13    
তুংকুয়াং মসজিদ

cri

    চীনে ইসলাম ধর্মের প্রচলন শুরু হয়েছে ১ হাজার ত শো বছর আগে। চীনে ছিংহাই প্রদেশ এমন একটি অঞ্চল, যেখানে ইসলাম ধর্ম ব্যাপক প্রসার লাভ করেছে। এই প্রদেশে সাত লক্ষেরও বেশি মুসলমান আর ১ হাজার ৪ শোরও বেশী মসজিদ আছে। শুধু রাজধানী সিনিন্ শহরেই ১ লক্ষ ৩০ হাজার মুসলমান আর ৪৮টি মসজিদ আছে। তাহলে বর্তমানে ওখানে মুসলমানদের জীবনযাপন কেমন চলছে আর তাঁদের ধর্মীয় স্বাধীনতা কেমন করে সংরক্ষিত করা হচ্ছে?

    তুংকুয়াং মসজিদ সিনিন শহরের হুই জাতি অধ্যুষিত এলাকায় অবস্থিত। ছিংহাই প্রদেশে এই মসজিদটাই সবচাইতে পুরানো এবং স্থাপত্য নিদর্শনের দিক থেকে অদ্বিতীয় মসজিদ। এটা উত্তর-পশ্চিম চীনের চারটি বৃহত্তম মসজিদের অন্যতমও। মসজিদটি নির্মান করা হয়েছে চীনের মিং রাজবংশ আমলে। এ পর্যন্ত তা ছ'শো বছরেরও বেশি সময় পুরানো। ছিং রাজবংশ আমলের শেষ দিকে আগুণ ধরায় মসজিদটি ধ্বংস হয়েছিল। ১৯১৪ সালে মসজিদটি পুনঃনির্মান করা হয়। ১৯৪৬ সালে সুসংবদ্ধ মেরামত করার ফলে মসজিদটির মেঝের আয়তন আগের চেয়ে আরো বড় হয়েছে। এখন মসজিদটির মেঝের আয়তন ২০ হাজার বর্গ মিটারেরও বেশি হয়েছে। প্রতি শুক্রবার পবিত্র জুমার নামাজ পড়ার জন্য দশ হাজারেরও বেশি মুসলমান মসজিদটিতে আসেন। এবং প্রতি বছর যখন ইদুল-ফিতর আর ইদুজোহার ছুটি পালিত হয়. তখন নামাজ আদায় করার জন্য মসজিদটিতে মুসলমানদের সংখ্যা আশি থেকে নব্বই হাজারে দাঁড়ায়।

  

  বড় ও স্বচ্ছ অভ্যর্থনা কক্ষে মসজিদটির প্রশাসনিক পরিমদের চেয়ারম্যান মা সাহেব সর্বপ্রথমে মসজিদটি প্রসংগেবর্ণনা করেছেন। তার পর সিনিন শহরের মুসলমানদের জীবনযাপনের অবস্থা সম্বন্ধে বলতে গিয়ে তিনি আরো বলেছেন, গোটা ছিংহাই প্রদেশে ৭ লক্ষেরও বেশি মুসলমান আছেন। শুধু সিনিন শহরেও ১ লক্ষ ৩০ হাজার মুসলমান আছেন। এখানকার ব্যাপক মুসলমানরা সুখী আর স্থিতিশীল জীবনযাপন করছেন। গত কয়েক বছরে তাদের জীবনযাত্রার মান লক্ষনীয়ভাবে উন্নত হয়েছে। ১৯৪৯ সালে নয়া চীন প্রতিষ্ঠিত হবার পর , বিশেষ করে সংস্কার ও উন্মুক্ততা প্রবর্তিত হবার পর থেকে পার্টির সংখ্যালঘু জাতি ও ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা বিষয়ক নীতি আরো ভালভাবে বাস্তাবায়িত হয়েছে। ব্যাপক মুসলমানরা পুরোপুরিভাবে ধর্ম বিশ্বাসের স্বাধীনতা ভোগ করেছেন। পার্টির ধর্ম বিশ্বাস নীতি আর অন্যান্য ধর্মাবলম্বী ও জাতির সংগে মুসলমানদের সম্পর্ক প্রসংগে মা সাহেব বলেছেন, সাধারণতঃ বলতে গেলে বর্তমানে আমাদের সংখ্যালঘুজাতি বিষয়ক নীতি খুব ভালভাবে কার্যকরী করা হচ্ছে। ব্যাপক মুসলমানরা দেশপ্রেমিক আর ধর্ম বিশ্বাসের স্বাধীনতাকে গুরুত্ব দেন। তারা অন্যান্য জাতির সংগে সহাবস্থানে থাকেন এবং স্বচ্ছল সমাজ গড়ে তোলার জন্য যথাসাধ্য প্রচেষ্টা চালাচ্ছেন।

 

   গত কয়েক বছরে বহিঃবিশ্বের দিকে উন্মুক্ততা আর অর্থনীতিকে আরো তেজিয়ান করে দেয়ার নীতি আরো বেশি কার্যকরী করার ফলে এই অঞ্চলে মুসলমানরা তাদের বুদ্ধি ও পরিশ্রমের উপর নির্ভর করে সমাজের জন্য প্রচুর সম্পত্তি সৃষ্টি করেছেন। তাদের মধ্যে বহু প্রসিদ্ধ শিল্পপতি দেখা দিয়েছে। সিনিন শহরে এমন কয়েক জন শিল্পপতি আছেন, যাদের পূঁজি ১০ কোটি ইউয়ানের উপরে দাঁড়িয়েছে। তারা সমাজের দাতব্য ব্রতেও নিয়োজিত। এই প্রসংগে মসজিদটির প্রধান ইমাম বলেছেন, সংস্কার ও উন্মুক্ততা প্রবর্তিত হবার সংগে আমাদের এই অঞ্চলে বহু শিল্পপতি ব্যক্তি মালিকানাধীন শিল্পগোষ্ঠী দেখা দিয়েছে। তারা গরীবদের সাহায্য করতে ইচ্ছুক। মুসলমানদের বড় বড় ছুটিতে তারা গরীবদের ময়দা উপহার দেন। মুসলমান শিল্পপতিদের প্রযত্নে ব্যাপক মুসলমান জনসাধারণও পরিশ্রমের মাধ্যমে আয়-উপার্জনের প্রচেষ্টা চালাচ্ছেন। তারাও সমাজের উপকারের প্রতিদান দিতে চান। এখন অধিক থেকে অধিকতর স্থানীয় মুসলমানরা বিভিন্ন অঞ্চলে ব্যবসা করেন বা এই অঞ্চলে নানা রকমের পার্শ্ববৃত্তি শিল্প চালান। বর্তমানে ব্যাপক মুসলমানদের জীবনযাত্রার মান দিন দিন উন্নত হচ্ছে।

    মুসলমানদের মক্কায় হজ পালন প্রসংগে মুসজিদটির প্রধান ইমাম আবেগের সংগে বলেছেন, ব্যাপক মুসলমানদের জীবনযাত্রার মান উন্নত হবার সংগে সংগে গত কয়েক বছরে ছিংহাই প্রদেশ আর সিনন শহরে প্রতিবছর হজযাত্রী হিসেবে বিপুলসংখ্যক মুসলমান মক্কায় যান। ১৯৪৯ সালে নয়া চীন প্রতিষ্ঠিত হবার আগে মক্কায় হজযাত্রা করতে যাওয়া তো সহজ ব্যাপার নয়। তখন সিনিন শহরে মাও কয়েকজন হজযাত্রী মক্কায় যেতেন। হজ পালনের জন্য তিন বছর লাগতো। প্রথমে তিব্বতে যেতে হতো। ঘোড়ায় চড়ে দিনে তিরিশ কিলোমিটার যেতে হতো। তিব্বতে পৌঁছার পর নেপাল যাওয়ার কথা ছিল। অবশেষেই তারা সৌদি আরবে পৌঁছতে পারতেন। এখন সৌদি আরবে যাওয়ার জন্য অনেক সুবিধা হয়েছে। যারা হজ পালন করতে গেছেন, তাদের মধ্যে যেমন বৃদ্ধবৃদ্ধা, তেমনি অল্পবয়সী আর মহিলাও আছেন। মক্কায় হজ পালনের মাধ্যমে একদিকে চীনে ধর্ম বিশ্বাসের স্বাধীনতা আর বিভিন্ন জাতির সমতা দেখানো হয়েছে, অন্যদিকে চীনের মুসলমান আর বিদেশী মুসলমানদের মধ্যেকার উপলদ্ধি ও সৌহার্দ্যময় আদান-প্রদানও প্রতিফলিত হয়েছে।

 

   জানা গেছে, চীনে ইমাম প্রশিক্ষণের জন্য ১১টি ইসলামী ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্যে ছিংহাই প্রাদেশিক ইসলামী ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে এই মসজিদেই। এই ইনস্টিটিউটে ছিংহাই প্রদেশের নানা অঞ্চলে মসজিদের জন্য বিপুলসংখ্যক ইমামকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। মসজিদের প্রধান ইমাম বলেছেন, প্রাদেশিক ইসলামী ইনস্টিটিউট রাষ্ট্রীয় পরিষদের অধীনস্থ ধর্ম ব্যুরোর অনুমোদনে স্থাপন করা হয়েছে। প্রশিক্ষণের কাজ চালাবার জন্য প্রতিবছর সরকার অর্থবরাদ্দ করে। গত ১৫ বছরে ইনস্টিটিউটে ইমান প্রশিক্ষণের জন্য মোট ২৫টি প্রশিক্ষণ কোর্স চালু হয়েছে। তাদের আরবী, চীনা আর ইমলামী আচার-ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এখন ইমাম প্রশিক্ষণ কোর্স ইংরেজি শোখানোর ব্যবস্থাও বন্দোবস্ত করা হচ্ছে।

    আরো ছবি