চীনের প্রেসিডেণ্ট হু চিনথাও ২০ তারিখে পেইচিংয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইসের সঙ্গে সাক্ষাত করার সময়ে বলেছেন, তাইওয়ান সমস্যার সুষ্ঠু সমাধান এখনও হচ্ছে চীন-মার্কিন সম্পর্কের সুষ্ঠু আর স্থিতিশীল উন্নয়নের চাবিকাঠি।
তিনি বলেছেন , সম্প্রতি জাতীয় গণকংগ্রেসের অনুমোদিত "রাষ্ট্রবিভক্তি-বিরোধী আইন" হলো স্বাধীন তাইওয়ানপন্থী তত্পরতা খর্ব করা, তাইওয়ান প্রণালী অঞ্চলের শান্তি ও স্তিতিশীলতা সুরক্ষা করার একটি আইন ।
তিনি আশা করেন প্রেসিডেণ্ট বুশ বহু বার ঘোষিত একচীন নীতিতে অবিচল থাকবেন , তিনটি চীন-মার্কিন যুক্ত ইস্তাহার এবং "স্বাধীন তাইওয়ানপন্থীদের "বিরোধিতা করার প্রতিশ্রুতি মেনে চলবেন এবং এই বিচ্ছিন্নতাবাদীদের প্রতি কোনো ভুল সংকেত দেবেন না ।
রাইস বলেছেন , তাইওয়ান প্রণালীর পরিস্থিতির শান্তি এবং তাইওয়ান সমস্যার শান্তিপূর্ণ সমাধান মার্কিন স্বার্থের সংগে সংগতিপূর্ণ। একচীন নীতিতে অবিচল থাকার মার্কিন মতাধিষ্ঠানের পরিবর্তন হবে না ।
|