২০ তারিখ পাকিস্তানের ' দি নেশন্' পত্রিকার খবরে প্রকাশ , ১৯ তারিখ সন্ধ্যায় বেলুচিস্তানে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটার ফলে কমপক্ষে ৫০জন নিহত আর এক শোরও বেশী লোক আহত হয়েছে । পাকিস্তানের সরকার বিরোধী সশস্ত্র শক্তি 'বেলুচিস্তান মুক্তি বাহিনী' এই বিস্ফোরনের জন্য দায়ী বলে ঘোষনা করেছে ।
খবরে প্রকাশ , এবারের বোমা বিস্ফোরন ঘটেছে বেলুচিস্তানের রাজধানী কুয়েটার ৩৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত একটি সীমান্ত অঞ্চলে । বিস্ফোরনের সময়ে প্রায় ২০ হাজার লোক স্থানীয় একটি ধর্মীয় উদযাপনী তত্পরতায় অংশ নিচ্ছিলেন । যাদের অবস্থা গুরুতর , তাদের নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে । স্থানীয় পর্যাপ্ত চিকিত্সার অভাবের দরুণ নিহতদের সংখ্যা সম্ভবতঃ আরো বাড়বে বলে আশংকা করা হচ্ছে ।
|