 কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০ তারিখে বলেছে, ১৯ তারিখ রাতে রাজধানী দোহায় একটি প্রেক্ষাগৃহের রেস্তোরাঁয় সংঘটিত গাড়ি বোমা বিস্ফোরণে একজন বৃটিশ নিহত এবং ১২জন আহত হয়েছে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, যে গাড়ি বিস্ফোরিত হয়েছে, সে গাড়ির অধিকারী একজন মিশরী পুরুষ । কিন্তু এ পুরুষ ১৯ তারিখ সকাল থেকে এখনও নিখোঁজ। কাতারের একজন কর্মকর্তার কথা উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, এটি সম্ভবতঃ একটি আত্মঘাটি বোমা বিস্ফোরণের ঘটনা।
উল্লেখ্য, ১৯ তারিখ রাতে, উত্তর দোহায় একটি বৃটিশ স্কুলের প্রেক্ষাগৃহের রেস্তোরাঁয় একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিলো। ঘটনাস্থলে বিদেশী-সহ অনেক দর্শক নাটক দেখছিলেন।
|