লেবাননের বিরোধী দল, সামজিক অগ্রগতি পার্টির চেয়ারম্যান জুমব্লাট ১৯ তারিখে বেরুটে বলেছেন, বিরোধী দল সরকারের সমর্থনকারী দলের সঙ্গে বৈঠক করবে না।
একই দিনে অনুষ্ঠিত বিরোধী দলীয় সম্মেলনে তিনি এ কথা বলেছেন। তিনি বলেছেন, লেবাননের সংসদীয় সদস্যের অধিকাংশ সরকারকে সমর্থন করে। তাদের ইচ্ছে অনুযায়ী একটি সরকার গঠন করা যায়। যে সরকার বিরোধী দলের কোন দাবিই রাখে না সেই সরকারের সাথে যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না।
জুমব্লাট লেবাননের নিরাপত্তা বিভাগের দায়িত্বশীল ব্যক্তিদেরকে পদচ্যুত করাতে অবিচল। তিনি সতর্ক করে বলেছেন , প্রেসিডেণ্ট লাহুদ ও নিরাপত্তা বিভাগের দায়িত্বশীল ব্যক্তিরা পদত্যাগ না করলে লেবাননে আরো হামলা ও হত্যার ঘটনা ঘটতে পারে।
|