১৮ তারিখে আন্তর্জাতিক সমাজ অব্যাহতভাবে নানা পদ্ধতিতে চীনের জাতীয় গণ কংগ্রেসের গৃহীত "রাষ্ট্র-বিভক্তি বিরোধী আইনের" সমর্থন করেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন এক দিন রাতে ফ্রান্সের প্রেসিডেন্ট ভবনে ফ্রান্স, জার্মানী, স্পেনের নেতাদের যৌথ উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংবাদদাতাদের প্রশ্নের উত্তর দেয়ার সময়ে বলেছেন, চীনের "রাষ্ট্র-বিভক্তি বিরোধী আইন" প্রণয়ন করে ভূভাগীয় এবং সার্বভৌমত্বের অখন্ডতা রক্ষা করাকে রাশিয়া সমর্থন করে।
ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বের্লুস্কোনিএবং উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী গিয়ানফ্রান্কো ফিনি রোমায় আলাদা আলাদাভাবে সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও শিংয়ের সঙ্গে বৈঠক করার সময়ে পুনর্বার ইতালি সরকার অব্যাহতভাবে এক চীনের নীতিতে অবিচল থাকার কথা ঘোষণা করেছেন।
কাম্পুচিয়ার রাজা নোরদম সিহামনি এবং প্রাক্তন রাজা নোরোদম সিহানুক সংযুক্ত বিবৃতি প্রকাশ করে ব্যক্ত করেছেন, কাম্পুচিয়া দৃঢ়ভাবে চীনের জাতীয় গণ কংগ্রেসের গৃহীত "রাষ্ট্র-বিভক্তি বিরোধী আইন"কে সমর্থন করে।
থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রণালয় ব্যক্ত করেছে, থাইল্যান্ড এক চীনের নীতিতে অবিচল থাকবে, দৃঢ়ভাবে মনে করে যে তাইওয়ান সমস্যা চীনের অভ্যন্তরীণ ব্যাপার।
|