মার্কিন সময় ১৫ তারিখ ফেব্রুয়ারী মাসে ডাব্লিউ এন বি এ-র সাক্রামেনটো মনার্কস দল চীনের নারী বাস্কেটবল খেলোয়াড় সুই ফেই ফেইয়ের সংগে চুক্তি স্বাক্ষর করার কথা ঘোষণা করেছে। তিনিই হলেন চীনের নারী বাস্কেটবল ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড়, যিনি ডাব্লিউ এন বি এ-তে প্রবেশ করলেন।
১৯৭৯ সালের ২৯শে জানুয়ারী সুই ফেই ফেই শান তোং প্রদেশের ছিং তাও সৈকত শহরে জম্ম গ্রহণ করেন। ১৯৯৭ সালের নভেম্বর মাসে তিনি প্রথমবার মা ইয়ে নান প্রশিক্ষিত জাতীয় নারী বাস্কেটবল দলে প্রবেশ করেছেন।সুতরাং তিনি জাতীয় দলের নতুনতম নারী বাস্কেটবল খেলোয়াড়ে পরিণত হয়েছেন।১৯৯৮ সালে এপ্রিল মাসে তিনি আবার মা ইয়ে নান প্রশিক্ষিত জাতীয় বাস্কেটবল দলে যোগ দেন এবং সে বছর ডিসেম্বর মাসে ব্যাংককে এশিয়া গেমসে তিনি রৌপ্যপদক অর্জন করেছেন। জাতীয় দলে প্রবেশ করার পর এটিই তার প্রথম কোনো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় পদক অর্জন।
১৯৯৯ সালে নভেম্বর মাসে তিনি প্রথমবার কোং লু মিং প্রশিক্ষিত জাতীয় নারী বাস্কেটবল দলে যোগদান করেছেন। তারপর তিনি অনেকবার জাতীয় দলের সদস্য হয়েছেন। ২০০০ সালে চীনের নারী বাস্কেটবল সিডনি ওলিম্পিক গেমসে যোগদান করেনি। কিন্তু ২০০১ সাল ছিল সুই ফেই ফেই -এর আন্তর্জাতিক প্রতিযোগিতার সবচেয়ে সাফল্যমন্ডিত বছর। তিনি এশিয়া চ্যাম্পিয়নশীপ,পূর্ব এশিয়া গেমস এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গেমসে আলাদা আলাদাভাবে অংশ নিয়েছেন। তিনি দু'বার শীরোপা এবং একবার রানার্স-আপ অর্জন করেছেন।সে বছরের জাতীয় গেমসে তিনি চীনের গণমুক্তি ফৌজ দলের পক্ষ থেকে চ্যাম্পিয়নশীপ অর্জন করেছেন।
২০০২ সালের সেপ্টেম্বর মাসে তিনি বিশ্বের নারী বাস্কেটবল চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবং ষষ্ঠ হয়েছেন।এক মাস পর দক্ষিণ কোরিয়ার বুশানে এশিয়া গেমসে চীনের নারী বাস্কেটবল শীরোপা অর্জন করেছে।
আট বছরের মধ্যে সুই ফেই ফেইয়ের নেতৃত্বে চীনের গণমুক্তি ফৌজ দল চারবার জাতীয় নারী বাস্কেটবল প্রথম রাউন্ডের লীগের খেলায় প্রথম হয়েছে। তিনি তিনবার শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।চলতি মৌসুমে সুই ফেই ফেই গড়পরতা প্রতিযোগিতায় ২০.৩ পয়েন্ট ,৪টি রিবাউন্ড আর ৩.১বার আসিস্ট অর্জন করেছেন।
২০০৪ সালে চীনের নারী বাস্কেটবল দল এথেন্স ওলিম্পিক গেমসে শুধু নবম হয়েছে।কিন্তু সুই ফেই ফেই গড়পরতা প্রতিযোগিতায় ১৬ পয়েন্ট আর ৬টি রিবাউন্ড অর্জন করেছেন।তিনি চীন দলের মধ্যে সবচেয়ে চমত্কার ক্রিড়া নৈপূন্য দেখিয়েছেন।
সাক্রামেনটো মনার্কস দল তাঁর চমত্কার পয়েন্ট অর্জনের সামর্থ্য আর সংগঠনিক ক্ষমতার প্রভূত মূল্য দেয়। সুই ফেই ফেই আর সাক্রামেনটো মনার্কস দলের সহযোগিতা হলো দু'পক্ষের একটি নতুন প্রারম্ভ।
|