v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-03-18 16:19:57    
"কৃষক পরিবারের সমৃদ্ধি,কৃষক পরিবারের অধ্যয়ন ,কৃষক পরিবারের আনন্দ ,কৃষক পরিবারের সৌন্দয্য" তত্পরতা নতুন নীল নকশা আঁকছে

cri
    চীনের গৃহযুদ্ধকালে লংমার্চের সময়ে চীনের কমিউনিষ্ট পার্টির চুন ই সম্মেলন ,চার চারবার ছি সুই নদী পার হওয়া এবং লাউ সান কুয়ান যুদ্ধ ইত্যাদির জন্য বিশ্ববিখ্যাত চীনের কুয়েচৌ প্রদেশের চুন ই সাম্প্রতিক বছরগুলোতে কৃষকদের "ধনী হতে চাওয়া ,অধ্যয়ন করতে চাওয়া ,আনন্দিত হতে চাওয়া ও সুন্দর হতে চাওয়ার" আশা আকাংক্ষার সংগে সংগতি রেখে সক্রিয়ভাবে চীনের পশ্চিমাঞ্চলের গ্রামাঞ্চলের স্বচ্ছল জীবন গড়ে তোলার পথ অনুসন্ধান করছে । সেখানে এখন যে "কৃষক পরিবারের সমৃদ্ধি ,কৃষক পরিবারের অধ্যয়ন , কৃষক পরিবারের আনন্দ , কৃষক পরিবারের সৌন্দয্য" তত্পরতা চলছে তা গ্রামাঞ্চলের আত্মিক সভ্যতা নিমার্নের একটি উজ্জ্বল দৃশ্যে পরিণত হয়েছে ।

    সাতাশে অক্টোবর বিকেলে সংবাদদাতা কুয়েচৌ প্রদেশের সান হে টাউনের লিয়াং ছুন গ্রামে এসে দেখেছেন , প্রত্যেক পরিবারের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন । জিনিসপত্র সুশৃংখলভাবে সাজানো রয়েছে । ফ্লাওয়ার বেডে আর দেয়ালের উপরে বিভিন্ন রঙের ওষুধের গুণ সম্পন্ন চীনা পিয়নি , ক্রিস্যানথম্যাম ও কক্সকোম ফুল সৌন্দয্যের প্রতিযোগিতা চালিয়ে ফুটে রয়েছে । কয়েকজন বুড়োবুড়ী আবাসিক এলাকার পাথরের আসনে বসে আরামে রোদ পোহাচ্ছেন এবং উচ্চমানের সড়কে ছুটন্ত যানবাহনগুলো দেখছেন ।

    এই দৃশ্য এক বছর চার মাস আগেও কল্পনা করা যেতো না । বুড়ো থাও কো উ বলেছেন ,"অতীতে এই জায়গাটা ছিলো এবড়োখেবড়ো পংকিল ,পা বাড়ানোর উপায়ই ছিলো না ।" পরিবেশটা খুবই খারাপ ছিলো বলে যদিও নতুন বাড়ী নিমার্নের সামর্থ্য গ্রামবাসী থাও কো চু'র ছিলো তবুও তিনি জীর্ণ শীর্ণ পুরোনো ঘরেই থেকেছিলেন । গ্রামবাসীদের উচ্চমানের সড়কের রেলিং ব্যবস্থা অপসারণ ও বিদ্যুতের ফি দিতে অস্বীকার করা ইত্যাদির অবস্থাও মাঝে মাঝে ঘটতো ।

    " কৃষক পরিবারের সমৃদ্ধি ,কৃষক পরিবারের অধ্যয়ন ,কৃষক পরিবারের আনন্দ ,কৃষক পরিবারের সৌন্দয্য" তত্পরতা প্রবতর্নের পর সান হে টাউনের লিয়াং ছুন গ্রাম উচ্চমানের সড়ক ব্যবস্থাপনা বিভাগ ও বিভিন্ন স্তরের সরকারের সক্রিয় সমথর্ন পেয়েছে । শুধু গ্রামমুখী রাস্তা আর পরিবার ও পরিবারের মধ্যে সংযোগ সাধনকারী রাস্তাগুলোই পরিপাটি ও পরিষ্কার সিমেন্টের রাস্তায় পরিণত হয় নি ,বরং সত্তর শতাংশেরও বেশী কৃষক পরিবার মিথেন গ্যাসের গর্ত'ও তৈরী করেছে এবং থইলেট ও চুল্লি সংস্কার করেছে । কিছু কিছু গ্রামবাসী সুন্দর ফ্লাওয়ার বেড'ও নিমার্ন করেছেন । এখন থাও কো চু পরিবারের জীর্ণ শীর্ণ পুরোনো বাড়ীর স্থলাভিষিক্ত হয়েছে সুন্দর দোতলা পাকা বাড়ী । গ্রামের ব্রোডকাস্টিং রুম এই পাকা বাড়ীতেই অবস্থিত । ব্রোডকাস্টিং রুম রোজ তিনবার গ্রামবাসীদের জন্য সংবাদ ও সংগীত প্রচার করে । থাও কো চু স্বেচ্ছায় এবং বিনামূল্যে ব্রোডকাস্টিং রুমকে এই সুযোগ দিয়েছেন । সান হে টাউনের লিয়াং ছুন গ্রাম'ও অতীতের "সমস্যা-জর্জরিত গ্রাম" থেকে অল্প বিখ্যাত "সভ্য গ্রামে" পরিণত হয়েছে ।

    বুড়ো থাও কো উ বলেছেন ,"এখন আমার বয়স তিয়াত্তর হয়েছে । আমি কল্পনাও করি নি যে ,আমি শহুরেদের জীবন যাপন করতে পারবো । জুতো না ভিজিয়ে পথ চলতে পারবো ,দূর থেকে পানি বয়ে না এনে পানি খেতে পারবো , জ্বালানি-কাঠ ব্যবহার না করে ভাত রান্না করতে পারবো , সবর্ত্রই পরিষ্কার পরিচ্ছন্ন হবে , দাবা খেলার জায়গাও থাকবে । সত্যিই চমত্কার ।"

    চুন ই শহরের ইউ ছিন জেলায় "কৃষক পরিবারের সমৃদ্ধি , কৃষক পরিবারের অধ্যয়ন , কৃষক পরিবারের আনন্দ , কৃষক পরিবারের সৌন্দয্য" তত্পরতার সূচনা । দুই হাজার এক সালের মার্চ মাসে ইউ ছিন জেলার পাটির্কমিটি ও সরকার গ্রামাঞ্চলের "তিনটি প্রতিনিধিত্বের চিন্তাধারা" অধ্যয়নের প্রক্রিয়ায় এই তত্পরতার সূত্রপাত করে । তারা প্রতিটি পরিবারের জন্য একটি ধনী হওয়ার পথ খোঁজা ,একটি প্রশস্ত বাড়িঘর তৈরী করা ,একসেট ভালো আসবাবপত্র ও গাহর্স্থ বৈদ্যুতিক সামগ্রি কেনা ,একাধিকটি ব্যবহারিক প্রযুক্তি আয়ত্ত্ব করা , একধরণের উত্তম জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা , একধরণের স্বাস্থ্যকর ও হিতকর সাংস্কৃতিক ও ক্রীড়াগত সখ গড়ে তোলা ইত্যাদির "আটটি এক প্রকল্প" এবং বিদ্যুতের ব্যবস্থা , সড়কের ব্যবস্থা , পানির ব্যবস্থা , টেলিফোনের ব্যবস্থা , বেতার ও টেলিভিশনের ব্যবস্থা আর টয়লেটের সংস্কার ,চুল্লির সংস্কার ,পরিবেশের সংস্কার আর সাংস্কৃতিক ও ব্রোডকাস্টিং রুমের নিমার্ন ,ক্রীড়া ও চিত্তবিনোদন ব্যবস্থার নিমার্ন ইত্যাদির "পাঁচটি ব্যবস্থা তিনটি সংস্কার তিনটি নিমার্নের" লক্ষ্যমাত্রা প্রনয়ন করে । পার্টি ও সরকারের ক্যাডারদের সক্রিয় পরিচালনায় কৃষকদের বুদ্ধি ও পরিশ্রমের মাধ্যমে লো চিয়া ফো ,তা থুন ,ছিয়াও তি ইত্যাদির পরীক্ষামূলক গ্রাম আর সেই সব গ্রামের প্রতিটি পরিবারের চেহারা বদলে গেছে ।

    ইউ ছিনের অভিজ্ঞতা চুন ই শহরের পার্টি কমিটি ও সরকারের নিবিড় দৃষ্টি কাড়ে এবং গ্রামাঞ্চলের আত্মিক সভ্যতা নিমার্নের একটি প্রধান কাজ হিসেবে সারা শহরে জনপ্রিয় করে তোলা হয় ।

    চুন ই শহরের পার্টি কমিটির সম্পাদক ফু চুয়ান ইয়াও বলেছেন ,"স্বচ্ছল জীবন বলতে কি বোঝায়? এখন ষোলোটি লক্ষ্যমাত্রা করা হয়েছে । কিন্তু কৃষকরা সে সব কোয়িফিশন্ট বোঝেন না । আর'কৃষক পরিবারের সমৃদ্ধি,কৃষক পরিবারের অধ্যয়ন ,কৃষক পরিবারের আনন্দ ,কৃষক পরিবারের সৌদয্য'তত্পরতায় এই সব লক্ষ্যমাত্রার বিষয়বস্তু মোটামুটিভাবে অন্তর্ভুক্ত রয়েছে । তার উপর বুঝতে ,মনে রাখতে আর পরিচালনা করতে কৃষকদের কোনো অসুবিধা হয় না ।" বিভিন্ন স্তরের পার্টি ও সরকারের সংস্থা ,সামাজিক সংগঠন আর শিল্পপ্রতিষ্ঠানের প্রতি এই তত্পরতার দাবি হলো লাল ফৌজের জনগণকে ভালবাসার বিপ্লবী ঐতিহ্য সম্প্রসারিত করে দাযিত্ব নিয়ে আবেগ নিয়ে ভাল ভাল প্রস্তাব নিয়ে পুজি নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে কৃষকদের জন্য ভাল বাস্তব কাজ করা ।

    মেই থান জেলার মেই চিয়াং টাউনের লান চিয়াং গ্রামে গ্রামবাসী ওয়ান হোন কো'র বাড়ীর আঙিনায় তখনো কুলগাছ সতেজে বেড়ে উঠছিল । নবনিমির্ত ফ্লাওয়ার বেডে তখনো ফুল ঘাস লাগানো হয় নি । আর তার বাড়ীর দরজার সামনের দুটো শাকসব্জীর চাঁদোয়া বিশেষভাবে লোকের দৃষ্টি কাড়ে । ওয়ান হোন কো বলেছেন ,দুই হাজার তিন সালের অক্টোবর মাসে লান চিয়াং গ্রামে "কৃষক পরিবারের সমৃদ্ধি ,কৃষক পরিবারের অধ্যয়ন ,কৃষক পরিবারের আনন্দ ,কৃষক পরিবারের সৌন্দয্য" তত্পরতা সূচিত হবার পর জেলার সাহায্যদাতা ইউনিটের সহায়তায় তিনি প্রায় একদশমাংশ একরের এই দুটো শাকসব্জীর চাঁদোয়া তৈরী করেন । প্রতিটি চাঁদোয়া থেকে আয় হয় তিন হাজার ইউয়ানেরও বেশী । ছুতোরের কাজ আর ছেলের বাইরে গিয়ে মজুরি খাটা ইত্যাদির আয় নিয়ে তার পরিবারের তিনজন সদস্যের মাথাপিছু আয় দশ হাজার ইউয়ানেরও বেশী । ওযান হোন কো'র পরবর্তী পরিকল্পনা হচ্ছে চুল্লির সংস্কার ও পরিবেশের শোভাবধর্ন । তিনি গবের সংগে বলেছেন ,"আগামী বছর আপনারা আবার দেখতে আসুন ,আমার এখানটা অবশ্যই শহরের চেয়েও আরামদায়ক হবে ।"

    লান চিয়াং গ্রামের সাহায্যদাতা ক্যাডাররা কৃষক পরিবারের অবস্থার সব খবর রাখেন । ক্যাডার চাং চে চি বলেছেন ,গ্রামের নয়টি পরিবার ইতিমধ্যে ষোলোটি আগে-পাকা শাকসব্জীর চাঁদোয়া তৈরী করেছে । অথর্নৈতিক ফলপ্রসূতা স্পষ্ট । বতর্মানে আরো দশ বারোটি পরিবার আবেদন জানিয়েছে । পরবর্তীকালের কর্তব্য হবে শাকসব্জী সমিতি গঠন করা ,চাষাবাদ নিয়মমাফিক করা ,সবুজ শাকসব্জী ও প্রাকৃতিক শাকসব্জীর দিকে বিকশিত হওয়া ,আওতা বাড়ানো এবং লান চিয়াং মার্কা বের করা ।

    "বীর নদী,সুস্বাদু মদ নদী ও প্রাকৃতিক নদী" বলে পরিচিত ছি সুই নদীর অববাহিকার আত্মিক সভ্যতার দৃষ্টান্ত এলাকা হিসেবে ছি সুই নদীর অববাহিকার রেন হুয়াই শহর ,ছি সুই শহর ও সি সুই জেলার বিশটি মহকুমা ও ছত্রিশটি গ্রামে দুই হাজার তিন সাল থেকে "কৃষক পরিবারের সমৃদ্ধি ,কৃষক পরিবারের অধ্যয়ন ,কৃষক পরিবারের সৌন্দয্য"তত্পরতা সাবির্কভাবে জনপ্রিয় করে তোলা হয়েছে । বতর্মানে বিভিন্ন স্তরের সরকার ও বিভাগ কৃষিকে সাহায্যদানের বিশটিরও বেশী প্রকল্পের বন্দোবস্ত করেছে । আগে পাকা শাকসব্জী ,বাঁশ ও কাঠ প্রক্রিয়াকরণ ,গবাদি পশু লালন ইত্যাদি বেশ কিছু কৃষিশিল্প প্রাথমিকভাবে গড়ে উঠেছে । দেড় শো কিলোমিটার দীর্ঘ সবুজ বাঁশের বারান্দার নিমার্নের প্রাকৃতিক ফলপ্রসূতা পরিলক্ষিত হয়েছে । দু'শোটি'রও বেশী গ্রামীন গ্রন্থাগার ও পাঠাগার আর সাংস্কৃতিক ও ক্রীড়ার ব্যবস্থা পরিকল্পনাধীন ও নিমার্নাধীন রয়েছে ।

    পরিসংখ্যান অনুযায়ী , দুই হাজার চার সালের জুলাই মাস পযর্ন্ত গোটা চুন ই শহরে সাতশো বিশটিরও বেশী দৃষ্টান্ত এলাকা প্রতিষ্ঠিত হয়েছে । এই সব এলাকায় অন্তভুর্ক্ত রয়েছে একশো ছিয়াশিটি মহকুমার তিন লক্ষ চল্লিশ হাজারেরও বেশী গ্রামীন জনসংখ্যা । অর্থবিনিয়োগের মোট পরিমাণ আটশো বিশ বিলিয়ন ইউয়ানেরও বেশী । এর মধ্যে তিনশো সত্তর বিলিয়ন ইউয়ানেরও বেশী অর্থ গ্রামবাসীরা নিজেরাই যোগাড় করেছেন । এক হাজার নয় শো কিলোমিটারেরও বেশী দীর্ঘ রাস্তা ও এগারো হাজার আট শো'রও বেশী মিথেন গ্যাসের গর্ত নিমির্ত হয়েছে । প্রায় একাত্তর হাজারেরও বেশী কৃষক পরিবারে কলের পানির ব্যবস্থা হয়েছে । প্রায় সাতাশ হাজার কৃষক পরিবারে টেলিফোনের ব্যবস্থা হয়েছে । কয়েক শোটি গ্রন্থাগার ও পাঠাগার আর সাংস্কৃতিক ও ক্রীড়ার ব্যবস্থা নিমির্ত হয়েছে ।

    বতর্মানে গ্রামাঞ্চলের স্বচ্ছল জীবন গড়ে তোলার সংগে ঘনিষ্ঠভাবে সম্পকির্ত "কৃষক পরিবারের সমৃদ্ধি ,কৃষক পরিবারের অধ্যয়ন ,কৃষক পরিবারের আনন্দ ,কৃষক পরিবারের সৌন্দয্য" তত্পরতা চুন ই'র বিভিন্ন অঞ্চলে প্রাণবন্তভাবে চলছে । প্রবীণ বিপ্লবী ঘাঁটি এলাকার ক্যাডার ও জনসাধারণ নিজেদের কঠোর পরিশ্রমের মাধ্যমে পশ্চিম চীনের সবচেয়ে সুন্দর নতুন গ্রামের নীল নকশা আঁকছেন ।