v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-03-18 08:51:11    
চাপ

cri
    আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে " চাপ"। সময় কেটেছে বলে আপনাদের সংগে বলার বিষয় দিন দিন বেশী, তাই এখন থেকে অনুষ্ঠানে আপনাদের সংগে কি বিষয় নিয়ে কথা বলবো, এটা হচ্ছে আমার সবচেয়ে বড়ো চাপ। তাই, আশা করি,আরো বেশী আমাকে সাহায্য করবেন এবং আমাকে আপনাদের পছন্দের বিষয় বলবেন।

    আমি বিশ্বাস করি, আমাদের প্রত্যেকে ভিন্ন ধরনের চাপ আছে। যেমন, ছাত্র-ছাত্রীদের পরিক্ষার সময়ে চাপ আছে। কারণ, তারা আশা করেন, পরিক্ষায় আরো ভালো ফলাফল অর্জন করবেন। তাই, পরিক্ষার প্রস্তুতি হিসেবে তারা প্রত্যেকে প্রতিদিন খুব ভালোভাবে পড়া-লিখা করেছে। আমার মনে আছে, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি পরিক্ষা উপলক্ষে ভোরে ২ ঘন্টা পর্যন্ত আমি আমার ক্লাসমেটের সংগে পড়া-লিখা করতাম। পাশ করার পর, আমরা আরেকটি চাপের সম্মুখীন হই, তা হচ্ছে কর্মসংস্থানের চাপ। কারণ প্রত্যেকে আশা করেন, নিজের পছন্দ সহ একটি ভালো পেশা খুজেঁ পারেন। তাই, এর প্রক্রিয়ায় আমরা অনেক চাপের সম্মুখীন হই। কাজ করার পর, আমরা আশা করি, আরো ভালোভাবে কাজ সম্পন্ন করবো, তাই প্রতিদিন আমরা কাজের ভেতর নতুন দাবি সম্মুখীন হই এবং এর জন্যে প্রচেষ্টা চালাই। তাই আমি মনে করি, আমাদের প্রত্যেকের মনে স্বপ্ন আছে, বাসনা আছে, বলে আমাদের চাপও আছে। আমি মনে করি, এই চাপ হচ্ছে মিষ্টি চাপ। আমাদের জীবনে অবশ্য তেতো চাপ আছে। একটি গানের পর, আমি এই সম্পন্ধে কিছু বলবো।

    আমাদের জীবনে একটি তেতো চাপও আছে। তা হচ্ছে জীবনের চাপ। আমি মনে করি, এই চাপ হচ্ছে তেতো চাপ। কারণ, এর মধ্যে আমরা বাধ্য হয়ে জীবনের চাপের সম্মুখীন হই। যেমন অনেক দরিদ্র অঞ্চলের জনগণ, প্রতিদিন হাড়ভাংগা পরিশ্রম করেন, শুধু সেপরিবার বেচেঁ থাকার জন্যে। কাজকর্মে তাদের সুখ খুবই কম। তাদের কাছে বেতনটাই মূল কথা। তাদের কাজ বেছে নেয়ার সুযোগ নেই। জীবন তাদের জন্যে অনেক বেশী চাপ বয়ে এনেছে। তাই, আমার মনে হয় এই ধরনের চাপ খুব তেতো। আপনারা কি আমার সংগে এক মত? আশা করি, যত তাড়াতাড়ী সম্ভব আপনাদের মতামত জানতে পারবেন।

    হয়তো আমাদের চাপ হালকা, হয়তো আমাদের চাপ ভারী, কিন্তু আমি মনে করি, আমাদের হাসি-খুশী মন নিয়ে এসব চাপ মোকাবেলা করা উচিত। কারণ ,জীবনে আমরা অনেক অনেক অসুবিধার সম্মুখীন হই, নানা ধরণের দীর্ঘস্থায়ী চাপ থাকে, তাই আমাদের নিজস্ব হাসি-খুশীর পরিবেশ সৃষ্টি করতে হবে। সেসময়ে, আমি বিশ্বাস করি, আপনাদের মনের আকাশ দিন দিন নীল হবে, পানি দিন দিন আরো স্বচ্ছ হবে, ফুল দিন দিন আরো সুন্দর হবে। তাই সেসময়ে সকল চাপ মিষ্টি অনুমূতিতে পরিণত হবে। আমি মনে করি, যখন আমরা বরাবরই এই মন নিয়ে চাপের সম্মুখীন হই, তাখন আমাদের মন আরো আনন্দপূর্ণ হবে এবং যে কোনো অসুবিধা আমরা অতিক্রম করতে পারবো।

    অনুষ্ঠান যারা শুনছেন,তারা অসুবিধার সম্মুখীন সম্মুখীন তলে দয়া করে আমাদের বা আপনাদের বন্ধুদের কাছে বলবেন। কারণ, আমরা সবাই আপনাদের দীর্ঘকালীন বন্ধু।