
৭ই মার্চ পেইচিংয়ে অনুষ্ঠিত হুয়াংফু সামরিক কলেজের সহপাঠীদের মৈত্রী সমিতির একটি আলোচনা সভায় চীনের জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক অধিবেশনে গৃহীত রাষ্ট্র- বিভক্তি বিরোধী আইনের প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়েছে ।
আলোচনা সভায় বক্তারা বলেছেন , রাষ্ট্র- বিভক্তি বিরোধী আইন তাইওয়ানের জনসাধারণ সহ সমগ্র চীনা জনগণের মৌলিক স্বার্থের সংগে সংগতি পূর্ণ । এই আইন তাইওয়ান প্রণালীর দুপারের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করবে এবং চীনের শান্তিপূর্ণ একায়ন বাস্তবায়ন ত্বরান্বিত করবে ।
হুয়াংফু সামরিক কলেজের সহপাঠীদের মৈত্রী সমিতির ভাইস চেয়ারম্যান লি ইউয়ান বলেছেন , তাইওয়ান সমস্যার সমাধান আর মাতৃভূমির একায়ন চীনের অভ্যন্তরীন ব্যাপার । এতে কোনো বিদেশী শক্তির হস্তক্ষেপ বরদাস্ত করা যায় না । দেশের সার্বভৌমত্ব ও ভূভাগীয় অখন্ডতা রক্ষা করার সংকল্প ও প্রত্যয় আমাদের আছে ।
|