পিপলস ডেইলি পত্রিকার ১৭ তারিখের খবর, সম্প্রতি দক্ষিণ-পশ্চিম চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পর্যটক বিভাগ থেকে জানা গেছে, ২০০৪ সালে তিব্বতে মোট ৩০ হাজার কৃষক ও পশুপালক পর্যটনশিল্পে প্রবেশ করেছেন। এবং পর্যটকদের অভ্যর্থনা জানানোর পরিসেবায় অংশ নিয়েছেন।
পরিসংখ্যান থেকে জানা গেছে, গত বছর তিব্বত মোট ১২ লক্ষ পার্সন-টাইমসেরও বেশি দেশী-বিদেশী পর্যটককে অভ্যর্থনা জানিয়েছে। পর্যটনজাত মোট আয় হয়েছে দেড় বিলিয়ন রেন মিন পি। পর্যটকদের অভ্যর্থনা জানানোর পরিসেবায় অংশ গ্রহণকারী কৃষক ও পশুপালকদের মাথা পিছু বর্ধিত আয় হয়েছে ২হাজার ৩'শ' রেন মিন পি'রও বেশী।
জানা গেছে, তিব্বতের পর্যটন উন্নয়নের সামগ্রিক পরিকল্পনা অনুযায়ী, ২০২০ সাল পর্যন্ত, তিব্বতে ৪ লক্ষ লোক পর্যটনশিল্পে কাজ করবেন। পর্যটনশিল্পে নিয়োজিত লোকদের সংখ্যা তিব্বতের মোট শ্রমশক্তির ৪ ভাগের ১ ভাগ হবো।
|