১৬ তারিখে প্রকাশিত চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান থেকে জানা গেছে, এই বছরের প্রথম দুই মাসে চীন কৃষি খাতে যে পরিমান পুঁজি বিনিয়োগ করেছে তা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ৭০ শতাংশ বেড়েছে।
পরিসংখ্যান থেকে জানা গেছে, প্রথম দুই মাসে চীন শহরাঞ্চলের স্থাবর পরিসম্পত্খাতে ৪২০ বিলিয়ন রেন মিন বি'রও বেশী পুঁজি বিনিয়োগ করেছে। তা গত বছরের একই সময়ের চেয়ে ২৪.৫ শতাংশ বেশী।
অন্যান্য শিল্পের তুলনায় কৃষিখাতে পুঁজি বিনিয়োগের বৃদ্ধি মাত্রা সব চেয়ে বেশী। আর বিভিন্ন শিল্পের মধ্যে, কয়লা খনন, তেল প্রক্রিয়াকরণ, বিদ্যুত্ ইত্যাদি শিল্পে পুঁজি বিনিয়োগের বৃদ্ধি অপেক্ষাকৃত দ্রুত। কিন্তু লৌহ ইস্পাত ইত্যাদি খাতে পুঁজি বিনিয়োগ পরিষ্কারভাবে কমেছে।
|