 চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের উপপরিচালক ওয়াং জাই সি ১৫ ই মার্চ পেইচিংয়ে বলেছেন, রাষ্ট্র- বিভক্তি বিরোধী আইন চীনা জনগণের অভিপ্রায়ের সংগে সংগতিপূর্ণ
রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের আয়োজিত একটি সংবাদ সম্মেলনে তিনি আরো বলেছেন , গত কয়েক বছরে স্বাধীন তাইওয়ান- প্রয়াসী শক্তির বিচ্ছিন্নতাবাদী তত্পরতা ক্রমশই বিষম আকার ধারণ করেছে , তাই চীনের বিভিন্ন মহলের জনগণ ও প্রবাসী চীনারা আইনের জোরে বিচ্ছিন্নতাবাদী তত্পরতা রোধের আহবান জানিয়েছেন। রাষ্ট্র- বিভক্তি বিরোধী আইন প্রণয়ন দেশবিদেশের চীনাদের পূর্ণ সমর্থন পেয়েছে ।
তিনি আরো বলেছেন , সদ্যসমাপ্ত জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক অধিবেশনে রাষ্ট্র- বিভক্তি বিরোধী আইন সুষ্ঠুভাবে গৃহীত হয়েছে , এর বিপক্ষে একটি ভোটও পড়ে নি । এই থেকে বোঝা যায় যে , এই আইনে চীনের ১৩০ কোটি মানুষের আশা-আকাংক্ষা প্রতিফলিত হয়েছে ।
|