v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-03-15 16:07:54    
ছিন, হান, ত্রিরাজ্য, চিন এবং দক্ষিণ রাজবংশ ও উত্তর রাজবংশ

cri
    ছিন রাজবংশ(খৃঃ পূঃ ২২১-২০৭): ছিন রাজবংশের সর্বপ্রথম সম্রাট শি হুয়াং তি(খৃঃ পূঃ ২৪৬-২১০) খৃঃ পূঃ ২২১ সালে ছয়িট রাজ্য যথা হান, চাও, ওয়েই, ছু, ইয়ান এবং ছি'কে জয় করে আট শত বছরেরও অধিক স্বাধীন এবং বিচ্ছিন্ন সামন্ততান্ত্রিক রাজ্যগুলোকে উচ্ছেদ করে চীনের ইতিহাসে সর্বপ্রথম এক কেন্ত্রীভূত শাসন ব্যবস্থা এবং স্বৈরতন্ত্রী সামন্ততান্ত্রিক সাম্রাজ্যের পত্তন করেন।

    এই বিশাল সাম্রাজ্যের আবির্ভাবে ভূস্বামীশ্রেণীর ঐতিহাসিক জয় সূচিত হয়। এই শ্রেণী যুদ্ধরত সাজ্যসমূহের সময়পর্বে জমির মালিকানার অধিকার প্রাপ্ত হয় এবং ক্রমশঃ সমাজের প্রধান প্রধান অর্থনীতিক শাখাগুলো করায়ত্ত করে। এই সব অধিকার পাবার পর এই শ্রেণী রাজন্যবর্গের দেশ দেশ-বিভক্তি রোধ করে নিজেদের কর্তৃত্বাধীনে একটি কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা স্থাপনের প্রয়াসী ছিল।

    সম্রাট শি হুয়াং তি পুরাতন সামন্ত জায়গীর প্রথা রদ করে প্রিফেকচার এবং জেলা স্থাপনার একটি নূতন প্রথা গ্রহণ করেন। তিনি রাজন্যবর্গের ভূমিমালিকানার প্রথা রদ করে তার স্থানে স্বাধীনভাবে জমি ক্রয়বিক্রয় প্রথা প্রচলন করেন। সমগ্র দেশকে ঐক্যবদ্ধ করার জন্য তিনি ওজন ও দৈর্ঘ্যের পরিমাপকে, মুদ্রা-ব্যবস্থাকে, আইন-ব্যবস্থাকে, লেখ্য-ভাষাকে, শকট গাড়ীর চক্রনেমীকে, পোষাক-পরিচ্ছদকে, মাস গণনা ও পঞ্জিকা প্রণয়নে অভিন্ন একক ব্যবস্থায় পরিণত করেন। পূর্ববর্তী বিভিন্ন রাজ্যের প্রাচীর, দুর্গ এবং অবরোধ ভেঙ্গে দেওয়া হয়। রাজধানী সিয়ানইয়াং (বর্তমানে শা'নসী প্রদেশের অন্তর্গত একই নামের শহর) মহানগরীতে পরিণত হয় এবং প্রশস্ত সড়ক ব্যবস্থার দ্বারা সারা দেশের মধ্যে যোগাযোগ সম্পর্ক স্থাপিত হয়। জল-পরিবহন ব্যবস্থা বর্তমান কুয়াংতোং প্রদেশ পর্যন্ত বিস্তৃত হয়। বহু সংখ্যক বাণিজ্য শহর গড়ে ওঠে এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা বণিক ও ব্যবসায়ীদের বিনা বাধায় এই সব শহরে যাতায়াত করার সহায়ক হয়।