চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া বাও ১৪ তারিখে পেইচিংয়ে অনুষ্ঠিত একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন, থাইওয়ান সমস্যার সমাধান চীনের অভ্যন্তরীণ ব্যাপার। চীন কোনো বিদেশকে তাতে হস্তক্ষেপ করতে দেবে না। কিন্তু চীন কোনো বিদেশী হস্তক্ষেপকে ভয়ও করে না।
সংবাদদাতাদের প্রশ্নের উত্তর দেয়ার সময় ওয়েন চিয়া বাও বলেছেন, বিশ্বে শুধু একটি চীন আছে। এখন মূলভূভাগ ও থাইওয়ানের একীকরণ বাস্তবায়িত না হলেও এক চীনের বাস্তবতার লেশমাত্র পরিবর্তন হয় নি। এটাই হচ্ছে থাইওয়ান প্রণালীর বর্তমান অবস্থা। তিনি বলেছেন, তিনি অশান্তিপূর্ণ উপায়ে থাইওয়ান সমস্যার সমাধান দেখতে চান না। লেশমাত্র আশা থাকলেও তিনি রাষ্ট্রের শান্তিপূর্ণ একীকরণ ত্বরান্বিত করার যথাসাথ্য প্রচেষ্টা করবে।
চীনের সামরিক শক্তি সম্পর্কে সংবাদদাতাদের প্রশ্নের উত্তর দেয়ার সময় ওয়েন চিয়া বাও জোর দিয়ে বলেছেন, চীন আত্মরক্ষামূলক প্রতিরক্ষানীতি অবলম্বন করে। তিনি বলেছেন, গত এক শো বছরে চীন কখনো একজন সৈন্যও অন্য কোনো দেশের এক ইঞ্চিভূমি দখল করতে পাঠায় নি। ওয়েন চিয়া বাও আরো বলেছেন, অন্যান্য দেশের সংগে চীনের সামরিক শক্তির বেশী ব্যবধান আছে। তাই চীনের সামরিক শক্তি জোরদার করা অন্য কোনো দেশের পক্ষে হুমকি হয়ে দাঁড়াবে না।
|