v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-03-14 19:32:24    
চীনের জাতীয় খেলা টেবিল টেনিস

cri
    টেবিল টেনিস খেলার জন্ম হয়েছিলো ইউরোপে। কিন্তু কেন চীনা লোক তাকে জাতীয় খেলা হিসেবে গণ্য করে? এই বিষয়ে বলতে গেলে ১৯৫৯ সালে ফিরে যেতে হবে। ১৯৫৯ সালে ২৫তম বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতায় চীনের খেলোয়াড় রণ গুও তেয়েন পুরুষ এককে চ্যাম্পীয়ন হয়েছিলেন, যার ফলে তিনিই চীনের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্ব চ্যাম্পীয়নশীপ অর্জন করেছিলেন।

    ১৯৬১ সালে পেইচিংয়ে ২৬ তম বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিলো। তখন থেকে চীনে টেবিল টেনিস একটি জনপ্রিয় খেলায় পরিণত হয়। ২৬ তম বিশ্ব টেনিস প্রতিযোগিতায় চীনের শায়ান জে ডং আর ছৌ জন হয়ে যথাক্রমে পুরুষ চ্যাম্পীয়নশীপ অর্জন করেছিলো। চীনের টেবিল টেনিস দলের চমত্কার সাফল্য চীনের জাতীয় চেতনাকে ব্যাপকভাবে অনপানিত করে তুলেছিলো , উপরন্তু তখন থেকে টেবিল টেনিস খেলা চীনে জনপ্রিয় হয়ে উঠে। অনেক পাথমিক ইস্কুল আর মাধ্যমিক ইস্কুল টেবিল টেনিস খেলার টেবিল কিনেছিলো। শহরাঞ্চলের গলিগুলোতে তথবা বড় বড় উঠানগুলোতে ইট আর সিমেন্টের তৈরী টেবিল দেখা দেয়। চীনের শহরাঞ্চলের বেশির ভাগ শিশু অপেশাগত ক্রিড়া ইস্কুলগুলোতে টেবিল টেনিস কোর্স চালু হয় ,দক্ষ কোচরা ছাত্র-ছাত্রীদেরকে প্রশিক্ষণ দেন। চীনের ওলিম্পিক কমিটি আর তার অধীনস্থ সংস্থাগুলো কোনো শহরে পাথমিক ইস্কুলগুলোকে টেবিল টেনিস বিশিষ্ট ক্রিড়া ইস্কুল বলে আখ্যা দিয়েছে। এ সব ইস্কুলের প্রতিনিধি দলের মধ্যে মাঝেমাঝে প্রতিযোগিতা চালানো হয়। তা ছাড়া, আরো বেশী দেশ ব্যাপী প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। যেমন চীনের জাতীয় প্রতিযোগিতা ,চীনের যুবক-যুবতী , কিশোর -কিশোরী প্রতিযোগিতা এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী টেবিল টেনিস প্রতিযোগিতা। এমন কি বিকলাংদেজ জন্যেও শহর পর্যায়ের অথবা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সুতরাং চীনে টেবিল টেনিস খুবই জনপ্রিয়।

    বর্তমানে চীনা টেবিল-টেনিস খেলোয়াড়দের মান এবং তাদের রেকর্ড পৃথীবির সবচেয়ে সামনের সারিতে রয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক টেবিল-টেনিস ফেডারেশন প্রকাশিত নাম-তালিকায় চীনের লিও গুও লিয়েন আর ওয়াং নান যথাক্রমে পুরুষ আর নারীদের প্রথম স্থান অধিকার করেছেন। কোচ ছেন শি লিনের নেতৃত্বে চীনের খেলোয়াড়রা বিশ্ব প্রতিযোগিতায় দুবার সকল সাতটি ইভেন্টের চ্যাম্পীয়নশীপ অর্জন করেছেন।

    চীনের জাতীয় খেলা টেবিল টেনিস সম্বন্ধে একটি গল্প প্রচলিত আছে। সেটা হলো বিশ্ব বিখ্যাত "টেবিল টেনিস কূটনীতি" । ১৯৭২ সালে জাপানে অনুষ্ঠিত ৩১তম বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতা শেষ হওয়ার পর , চীনের প্রয়াত নেতা মাও জে ডুং ,চৌ আন লাই'র সিদ্ধান্তে চীন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের টেবিল-টেনিস দলকে চীন সফরের আমন্ত্রন জানিয়েছিলো। তখনকার মার্কিন প্রেসিডেন্ট নিক্সন হোয়াইট হাউসে চীনের টেবিল টেনিস দলের সকল খেলোয়াড় সংগে সাক্ষাত করেছিলেন। চীন আর মার্কিন যুক্তরাষ্ট্রের টেবিল টেনিস দলের সফর-বিনিময় হওয়ার পর চীন আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সূচনা হয়েছে। আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির চেয়ারম্যান সামারাঞ্চের আমন্ত্রনে ওলিম্পিক গেমসে দুবার নারী এককের চ্যাম্পীয়নশীপ বিজয়ী চীনের তেং য়া পিন লোজানে প্রদর্শনী খেলা দেখিয়েছেন এবং চেয়ারম্যান সামারাঞ্চের সংগে খেলেছিলেন।চীনের জাতীয় খেলা টেবিল টেনিস চীনের জনগণ আর বিশ্বের বিভিন্ন দেশের জনগণের মধ্যেকার মিলন সূত্রে পরিণত হয়ে গেছে।

    সারা পৃথীবিতে চীনের জাতীয় খেলাকে আরো জনপ্রিয় করে তোলার জন্য চীনের ওলিম্পিক কমিটি ,চীনের টেবির টেনিস সমিতি সর্বদাই যখাসাধ্য প্রচেষ্টা চালিয়েছে। চীনের টেবিল টেনিস সমিতি এক সময় অনেক শ্রেষ্ঠ কোর্চকে বিশ্বের বিভিন্ন জায়গায় পাঠিয়েছে প্রশিক্ষণ দেয়ার জন্য চীনের টেবিল টেনিস দলের বর্তমান সাধারণ ছে জেন হুওয়া আর তাঁর আগের সাধারণ কোর্চ শি শাও ফাও পর পর ইউরোপে প্রশিক্ষণ দিতে গিয়েছিলেন। তা ছাড়া, চীনের কিছু কিছু বিশ্ব চ্যাম্পীয়ন অবসর নেয়ার আগে অথবা পরে বিদেশে টেবিল-টেনিস খেলতে যান। তাঁরা স্থানীয় টেবিল টেনিসকে উন্নত করার ক্ষেত্রে অবদান রেখেছেন।