v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-03-14 19:14:40    
তাহিলংপো মন্দির

cri
    তিব্বতের কেন্দ্রস্থলে অবস্থিত তাহিলংপো মন্দির সম্বন্ধে আপনাদের কিছু বলা হবে । চীনের ইতিহাসে পানচেন লামাদের বাসস্থান হিসেবে এই মন্দির পরিদর্শনের জন্য বহু ধর্মাবলম্বী আসেন । কিছু দিন আগে অন্যান্য ধর্মাবলম্বীদের মতো একই অনুগত মনোবল পোষণ করে সংবাদদাতা ইটখাজে শহরের দক্ষিণাংশের নিমা পাহাড়ের পাদদেশে অবস্থিত তাহিলংপো মন্দিরে গিয়েছিলেন ।

    সেদিন যখন সংবাদদাতা তাহিলংপো মন্দিরে সাক্ষাত্কার নিতে গেলেন , তখন বৃষ্টি পড়ছিল । সেদিন ছিল রবিবার , মন্দিরে লামারা ছুটি কাটাচ্ছিলেন , এখানে আসা ধর্মাবলম্বীদের ভীড়ও কম ছিল । মন্দিরের এই দুর্লভ শান্ত পরিবেশ সংবাদদাতাকে এমন একটি সুযোগ দিয়েছে , যার মাধ্যমে সংবাদদাতা বিস্তারিতভাবে পাহাড়ের পাদদেশে নির্মিত তিব্বতী বৌদ্ধ ধর্মের এই মহান স্থাপত্য উপভোগ করেছেন ।

    ১৪৪৭ খ্রীষ্টাব্দে প্রথম দালাই লামার পরিচালনায় তাহিলংপো মন্দির নির্মিত হয় । তার পর এটা পানচেন লামাদের বাসস্থানে পরিনত হয়েছে । এখন মন্দিরে পঞ্চম থেকে নবম পানচেন লামার স্মৃতির উদ্দেশ্যে প্যাগোডা আর ভবন নির্মিত হয়েছে । এটা তিব্বতের দক্ষিণাংশের ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্রে পরিনত হয়েছে। মন্দিরের সামনের বিশাল মহাচত্বর থেকে মন্দিরটি সম্পূর্ণভাবে দেখা যায় । তাহিলংপো মন্দিরের কাঠামো খুবই সুশৃংখল । নীচের দিকে সাদা রংয়ের তিব্বতী অধিবাসীদের বাড়িঘরে মন্দিরের লামাদের বাসস্থান। উপর দিক লাল রংয়ের বুদ্ধ ভবন ও প্যাগোডা । সর্বোচ্চ স্থান তো সোনালী টালী ভবন । দূর থেকে উঁচু সোনালী ছাদ দেখা যায় । সোনালী আলো মন্দিরের সর্বত্রই ছড়িয়ে পড়েছে ।

    বৃষ্টি পড়ায় সংবাদদাতার কিছুটা ঠান্ডা লাগল । কিন্তু তাতে সংবাদদাতার তাহিলংপো মন্দিরের রহস্য অনুসন্ধানের কৌতুহল কমে নি । পাথুরে পথ বেয়ে সংবাদদাতা তাহিলংপো মন্দিরের বৃহত্তম মন্দিরের বৃহত্তম বৌদ্ধ ভবন--ছামবা ভবনে গেলেন । ওখানে বিশ্বের বৃহত্তম ছাম্বা বুদ্ধ মূর্তি উপাসনা করা হয় । চীনের অভ্যন্তরস্থলে ছামবা বুদ্ধকে মৈত্রেয়াবুদ্ধও বলে । বৌদ্ধ ধর্মে এটা বিশ্বের ভবিষ্যত পরিচালনা করে । লামা লুসানদাওয়া বলেছেন ,

    এই বুদ্ধ মূর্তি তৈরীর জন্য ২ লক্ষ ৩০ হাজার কিলোগ্রাম ব্রন্জ আর ৫ শো কিলোগ্রাম সোনা ব্যবহার করা হয়েছে । ৩০ মিটার উঁচু এই বুদ্ধ মূর্তি ১৯১৪ সালে প্রতিষ্ঠিত হয় । ছামবা বৌদ্ধ ভবনে উপাসনা করার জন্য বেশীর ভাগ ধর্মাবলম্বী সপরিবারে আসেন । তারা বুদ্ধ মূর্তির সামনে উপাসনা ছাড়া মাখন ল্যাম্পের জন্য মাখনও উপহার দেন । বুদ্ধ মূর্তির সামনে মোট সাতটি মাখন ল্যাম্প আছে । দুজন লামা মাখন ল্যাম্পের ভিতরে মাখন দেয়ার দায়িত্ব পালন করেন । তাদের ব্যস্ততা দেখে সংবাদদাতা ভবনের গুরু-গম্ভীর ধর্মীয় পরিবেশের জন্য মুগ্ধ হয়েছেন ।

    ছামবা বৌদ্ধ ভবন ছেড়ে সংবাদদাতা পঞ্চম পানচেন লামার প্যাগোডা ভবনে পরিদর্শন করতে গেলেন । এই প্যাগোডা ভবনে যাওয়ার জন্য একটি সংকীর্ণ আর খাড়া কাঠের সিড়ি অতিক্রম করা প্রয়োজন । সিড়ি দিয়ে বেরিয়ে আসার পর একটি ছোট প্রাঙ্গন আছে । তার সামনেই পঞ্চম পানচেন লামার প্যাগোডা । এর দুপাশে একটি বারান্দা আছে । বড় ভবনের দরজার সামনের বারান্দার উপরে একটি ব্রোন্জেরঘন্টা টাঙ্গানো হয় । পর্যটকরা হাতে এই ঘন্টা আন্দোলিত করলে ঢংঢং ঘন্টাধ্বনি শোনা যায় । ঘন্টাধ্বনি এই ছোট প্রাঙ্গনে বেজে উঠলো । টিপ টিপ বৃষ্টিধ্বনির সংগে সংগে মন্দির আরো শান্ত আর রহস্যময় হয়ে উঠলো । সংবাদদাতা পঞ্চম পানচেন লামার প্যাগোডা ভবনে এসে দেখলেন , ভবনে বিরাটাকারের স্বর্ণ প্যাগোডা আছে । প্যাগোডার উপরে বসানো হয়েছে না না রকমের মুক্তা । ভবনের চার দিকের দেয়ালে তিব্বতী বৌদ্ধ ধর্মের চিত্র টাঙ্গানো হয় । ধর্মাবলম্বীরা প্যাগোডার সামনে অনুগতভাবে উপাসনা করলেন ।

    সংবাদদাতা মন্দিরের পুরাকীর্তি সুরক্ষা বিভাগের তোজিছিরেনের সাক্ষাত্কার নিয়েছেন । তাঁর বয়স ষাটের কাছাকাছি , দেখতে সুশিক্ষিত । তার পরনে একটি কাষায় , পিঠে কুঁজের মতো আছে , কেশ পক্ক হয়েছে , ভদ্রতা বেশী । তিনি সংবাদদাতাকে শুভেচ্ছা জানালেন , এবং চেয়ারে বসতে দিলেন , তিনি মন্দিরের পুরাকীর্তি সুরক্ষা সম্বন্ধে আমাকে বর্ননা করলেন ,

    ১৯৬১ সালে তাহিলংপো মন্দির দেশের পুরাকীর্তি সুরক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ইউনিট বলে ধার্য করা হয়েছে । মন্দিরে বিপুল পরিমান মূল্যবান পুরাকীর্তি সংরক্ষিত রয়েছে । গত কয়েক বছরে মন্দিরে মেরামত আর মজবুত করার কাজ চালাবার জন্য কেন্দ্রীয় সরকার প্রতি বছর অর্থ বরাদ্দ করে । কিছু মূল্যবান পুরাকীর্তি আর বাড়িঘর ভাল অবস্থায় সংরক্ষিত রয়েছে ।

    পঞ্চম পানচেন লামার প্যাগোডা ভবনের সামনে বসে সংবাদদাতা বৃষ্টিতে টং টং ঘন্টাধ্বনি শুনলেন । ভবনের দেয়ালের চিত্র আর এই প্রবীণ লামাকে দেখে সংবাদদাতা এক ধরনের ভীষণ শান্তি বোধ করলেন । এই শান্ত অনুভূতির জন্য সংবাদদাতা এই জায়গা খুব পছন্দ করলেন । সামনের প্যাগোডা , দেয়াল চিত্র , ঘন্টাধ্বনি , বৃষ্টিধ্বনি , ধর্মীয় গ্রন্থ পাঠ আর মাখন ল্যাম্পের সুগন্ধে সংবাদদাতা আত্মহারা হয়েছেন । কাষায় পরা এই সব লামাকে সংবাদদাতার ভাল লেগেছে । তিনি বিশ্বাস করেন , তাহিলংপো মন্দির পরিদর্শনে আসা বহু পর্যটক সংবাদদাতার মতো মন্দিরের রহস্যময় ও গভীর ধর্মীয় পরিবেশের জন্য মুগ্ধ হয়েছেন । 

    ইভান তেপারমান একজন মার্কিন পর্যটক । নিজের অভিজ্ঞতা সম্বন্ধেবলতে গিয়ে তিনি বলেছেন ,

    আমি এখানে আসার পর তিব্বত বিষয়ক অনেক তথ্য পেয়েছি। আমি মনে করি , চীন সরকার তিব্বতের আঞ্চলিক সংস্কৃতি ভালভাবে সংরক্ষণ করেছে । এই মন্দিরের বাড়িঘর ভাল অবস্থায় সংরক্ষিত আছে । তিব্বতী জাতির বহু ঐতিহ্যিক রীতিনীতি এখনো সংরক্ষিত রয়েছে । স্থানীয় লোকেরা যা যা ভাবেন , তা করতে পারেন । তোজেছিরেন লামা সংবাদদাতাকে মহাচত্বর পর্যন্তএসে বিদায় জানালেন । তখন বৃষ্টি থেমেছে । তোচেছিরেনের ছায়া ধীরে ধীরে মন্দিরের ভবনের পেছনে অদৃশ্য হয়ে গেল । সংবাদদাতার কানে আবারও টিপ টিপ বৃষ্টিধ্বনি শোনা যাচ্ছিল । মনের শান্তি আর বুদ্ধের প্রতি আনুগত্য সংবাদদাতা কোনদিনই ভুলে যাবেন না ।