v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-03-11 21:30:28    
পযর্টনশিল্প উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধির পথ ধরা

cri
    সি থৌ চেই অথার্ত্ পাথরের গ্রাম হচ্ছে দক্ষিণপশ্চিম চীনের কুয়েচৌ প্রদেশের পু ই জাতির একটি গ্রাম । অতীতে আবাদী জমির খুবই অভাব এবং প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বলে সি থৌ চেই বরাবরই ছিলো একটি অত্যন্ত দরিদ্র গ্রাম । গত দশ বছরে আশেপাশের অনেক গ্রামের সংগে একত্রে স্থানীয় স্বতন্ত্র প্রাকৃতিক পরিবেশ ও সম্পদের প্রাধান্য কাজে লাগিয়ে সক্রিয়ভাবে পযর্টনশিল্পের উন্নয়ন ঘটানোর ফলে গ্রামটির চেহারা ও গ্রামবাসীদের জীবনযাত্রার অবস্থা অনেকটা বদলে গেছে ।

    এঁকেবেঁকে পাহাড়ী পথ বেয়ে সংবাদদাতা ও পযর্টকরা গাড়ীতে করে সি থৌ চেই গ্রামে পৌঁছান । জানা গেছে ,এই গ্রামের চারশো বছরের ইতিহাস আছে । গোটা গ্রামের পাঁচশো আশিজনেরও বেশী অধিবাসীর মধ্যে প্রায় আশি শতাংশই পু ই জাতির লোক । গ্রামের মধ্যে ঢুকলে চোখে পড়ে সব বসতিই পাথরের তৈরী । গোটা গ্রামই একটি পাথরের রাজ্য । এই সময়ে একজন বুড়োর গানের আওয়াজ সংবাদদাতার মনোযোগ কাড়ে ।

    গায়কের নাম লি ছিয়ান সেন । বয়স ছেষট্টি বছর । তিনি হচ্ছেন গ্রামের "প্রবীণ লি'র পুরাকীর্তি উদ্যানের" মালিক । একশো বগর্মিটারের বেশী জায়গা জুড়ে নিমির্ত এই পুরাকীর্তি উদ্যানে চারশো'রও বেশী পুরাকীর্তি প্রদশির্ত হচ্ছে । প্রবীণ লি বলেছেন ,

"এখানে আমাদের পু ই জাতির বিভিন্ন ক্ষেত্রের সংস্কৃতি,প্রধানত ঐতিহ্যিক আসবাবপত্র ,উত্পাদন হাতিয়ার ,সূচিকর্ম আর ঐতিহ্যিক পোশাক ও শিল্পকর্ম প্রদশির্ত হচ্ছে ।"

    পুরাকীর্তি উদ্যান একটি পরিষ্কার পরিচ্ছন্ন আঙিনায় অবস্থিত । প্রবীণ লি বলেছেন,এখানে বেড়াতে আসা অধিকাংশ লোক তার এই পুরাকীর্তি উদ্যান দেখতে আসেন । রোজ কমপক্ষে ত্রিশ থেকে পঞ্চাশজন আর বেশীরপক্ষে শ'খানেক পযর্টকের সমাগম হয় এইখানে ।

    পুরাকীর্তি উদ্যানে শিল্পকর্ম বিক্রিও হয় । টিকেটের আয় নিয়ে প্রবীণ লি'র মাসিক আয় হয় এক হাজার ইউয়ানেরও বেশী । তিনি বলেছেন , তার পরিবারের আয় গ্রামের মাঝারী পযার্য়ের ।

    প্রবীণ লি'র বাড়ী থেকে বেরিয়ে এসে সংবাদদাতা পাথরের সংকীর্ণ পথ বেয়ে সামনে এগোতেই হাঁস-মুর্গীর ডাক শুনতে পান । কিছুক্ষণ পর সংবাদদাতা আরেকটি পরিবারের দোতলা পাকা বাড়ীতে ঢোকেন । এই পরিবারের কর্তার নাম ফেন ছুয়েন ইউ । তিনি বিয়ের পরও বাবা-মা আর ছোটো ভাইয়ের সংগে থাকেন । তিনি সংবাদদাতাকে বলেছেন , অতীতে গ্রামে কোনো পাকা সড়ক ছিলো না । তার পরিবার স্বয়ংসম্পূর্ণ ক্ষুদে কৃষকের জীবনযাপন করতো । তখন গোটা পরিবার সারা বছর কঠোর পরিশ্রম করেও মাত্র কোনোমতে অন্নের সমস্যা সমাধান করতে পারতো । গত শতাব্দীর নব্বইয়ের দশকের প্রথমদিকে গ্রামে পযর্টনশিল্পের উন্নয়ন শুরু হয় এবং পাকা সড়ক নিমির্ত হয় । তার বাড়ীর অবস্থান মন্দ নয় , নদীর তীরে ,প্রাকৃতিক দৃশ্যও বেশ সুন্দর । তাই তারা পযর্টকদের অভ্যথর্না জানাতে শুরু করেন । গোড়ার দিকে পযর্টকদের শুধু চা সরবরাহ করতেন ,ছোটোখাটো ব্যবসা করতেন । ধীরে ধীরে সঞ্চয় বাড়ার ফলে তার পরিবার গ্রামের প্রথম রেস্তোরাঁ খোলে ।

    প্রথমদিকে রেস্তোরাঁয় ব্যবহৃত চাল নিজ পরিবারের চাষ করা এবং শাকসব্জী নিজ বাড়ীর আঙিনায় উত্পাদিত । কিন্তু এখন অতিথিদের সংখ্যা বেড়েছে , তাদের অভ্যথর্না জানাতেই গোটা পরিবার ব্যস্ত , আর চাষাবাদের সময় নেই । তাই তারা অন্যান্য পরিবারের কাছ থেকে জ্বালানি কাঠ , চাল , তেল , লবণ ইত্যাদি কিনতে শুরু করেছেন । এখন চাষাবাদ না করলেও তার পরিবার রেস্তোরাঁ চালিয়ে প্রতি বছর দশ থেকে বিশ হাজার ইউয়ান উপাজর্ন করতে পারে ।

জানা গেছে , প্রত্যেক পযর্টক শুধু বিশ ইউয়ান খরচ করেই গ্রামবাসীদের পরিচালিত রেস্তোরাঁয় দুই বেলা পু ই জাতির স্বাদের সুন্দর সুন্দর খাবার খেতে পারেন ।

    সমৃদ্ধ পযর্টনশিল্প উন্নয়নের মাধ্যমে সি থৌ চেই গ্রামের অধিবাসীদের জীবন বছরের পর বছর আরো সচ্ছল হয়ে উঠছে । শুধু সি থৌ চেই নয় , তার আশেপাশের গ্রামগুলোর অধিবাসীদের অবস্থাও তথৈবচ । চেন সান গ্রামের দায়িত্বশীল ব্যক্তি লি লিয়াং পিন বলেছেন ,গ্রামবাসীদের শুধু আয়ই বাড়ে নি ,তাদের জীবনযাত্রার মানও উন্নত হয়েছে । এখন গ্রামের অধিকাংশ পরিবারে টেলিফোন ,টেলিভিশন ও কলের পানির ব্যবস্থা হয়েছে । মোবাইলফোন গ্রামবাসীদের অপরিহায্য টেলিযোগাযোগের হাতিয়ারে পরিণত হয়েছে । গ্রামের স্বাস্থ্য ব্যবস্থাও আগের চেয়ে অনেক উন্নত হয়েছে ।