আজকের অনুষ্ঠানে আমরা একটি নতুন বিষয় সম্বন্ধে কিছু বলবো। এই বিষয় হচ্ছে পড়া-লিখা। এই বিষয় সবার কাছেই খুবই পরিচিত। কারণ, আমরা প্রতিদিন পড়া-লিখা করি। ছোটবেলায় আমরা স্কুলে গিয়ে পড়া-লিখা করেছি। তাই আমি মনে করি, পড়া-লিখা সম্পর্কে আপনাদের সবার নানা ধরণের মতামত আছে, তাই দয়া করে চিঠি বা ইমেইলের মাধ্যমে আমাদের বলবেন।
আমি মনে করি, আমাদের জীবনে আমরা প্রধানত : তিনটি উপায়ে পড়া-লিখা করি।
প্রথমত: বই থেকে পড়া-লিখা করি। ছোটবেলা থেকে আমরা প্রতিদিন বই পড়ি। বই হচ্ছে একটি বিরাট সম্পদ। এতে আমরা বিশ্বের বিভিন্ন দেশের ইতিহাস, ভাষা, বিজ্ঞান ও প্রযুক্তি আর যৌক্তিকতা শিখেছি। আমি মনে করি, বিজ্ঞান হচ্ছে ভালো জীবনের মৌলিক ভিত্তি। যদি আপনি আপনার জীবনের অবস্থা পরিবর্তন করতে চান, তাহলে ভালোভাবে পড়া-লিখা করা উচিত। কারণ, আপনারা নতুন কাজ খুঁজে বের করার প্রক্রিয়ায়,বৈচিত্র্যময় বিজ্ঞান আপনার জন্যে আরো বেশী সুযোগ সরবরাহ করবে। তাই, আমি আন্তরিকভাবে আশা করি, সবাই পড়া-লিখার ওপর যথাযথ গুরুত্ব দেবেন।
বই থেকে পড়া-লিখা করা ছাড়াও, আমরা কাজকর্মে পড়া-লিখা করতে চাই। এখন হচ্ছে একটি তথ্যের যুগ। বিজ্ঞান ও প্রযুক্তি দ্রুত উন্নত হয়েছে, তাই যদি আমরা নিজের কাজ ভালোভাবে সম্পন্ন করতে চাই, তাহলে আমাদের অব্যাহতভাবে পড়া-লিখা করতে হবে। যেমন, এখন আমরা শুধু বেতারের মাধম্যে অনুষ্ঠান প্রচার করছি তা নয়, বরং ওয়েইবসাইটের মাধ্যমেও আপনাদের কাছে আরো বেশী তথ্য সরবরাহ করছি। এর জন্যে আমাদের অনেক নতুন ওয়েইবসাইটের জ্ঞান শিখতে হয়েছে। আমি বলতে চাই, সমাজের উন্নয়নের সংগে সংগে কাজের দায়িত্ব দিন দিন বড়ো হয়েছে। তাই, আমরা আপনাদের আরো ভালো অনুষ্ঠান আর আরো বেশী তথ্য উপহার দিতে চাই, আমাদর বিভিন্ন মহলের প্রযুক্তি শিখতে হবে। আমি বিশ্বাস করি, অনেক অনেক লোক আমাদের মতো। আমি জানি না, আপনারা আমার এই মতামতে রাজী কিনা?
পড়া-লিখার তৃতীয় উপায় হলো: অন্যজনের কাছে পড়া-লিখা করা। প্রাচীন চীনের একজন পন্ডিত গুন চি এমন কথা বলেছেন, তা হলো: তিন জনের মধ্যে একজন হলেন আমার শিক্ষক। তার অর্থ হলো: প্রত্যেকের নিজস্ব বৈশিষ্ট্য আছে এবং প্রত্যেকজনের কলা-কৌশল ভিন্ন, তাই তিন জনের মধ্যে একজনের কৌশল আমি জানি না, তিনি হলেন আমার শিক্ষক। আমি মনে করি, এই কথা খুব সঠিক। কারণ বাস্তব জীবনে আমাদের প্রত্যেজনের সুখ ভিন্ন। আমাদের চাওয়া-পাওয়াও ভিন্ন। পছন্দ অপছন্দও এক নয়। কিন্তু অপছন্দের কৌশল হয়তো আমরা শিখি না। তাই আমাদের আশে-পাশের প্রত্যেকজন হলেন আমাদের শিক্ষক। জ্ঞান-বিজ্ঞানের সমুদ্রে, অনেক কিছুই আমরা জানি না, তাই আন্তরিকভাবে পড়া-লিখা করা, আমাদের প্রত্যেকজনের জন্যে খুবই গুরুত্বপূর্ণ।
আমার প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো প্রস্তাব থাকলে, দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি, আপনাদের সাহায্যে আমাদের অনুষ্ঠান দিন দিন আরো ভালো হবে। আমাদের বিষয় দিন দিন বৈচিত্র্যময় হবে এবং অনুষ্ঠানটি আরো বেশী শ্রোতার কন্ঠ শুনতে পারে।
|