v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-03-11 14:47:15    
আধুনিক ওলিমপিক গেমসের প্রতিষ্ঠাতা

cri

    ওলিমপিক কমিটির দ্বিতীয় মেয়াদের চেয়ারম্যান বিইয়ে দ্য গুবেইডান একজন ফরাসী নাগরিক ।১৮৬৩ সালের পয়লা জানুয়ারী তিনি জম্ম গ্রহণ করেন। তিনি হলেন আধুনিক ওলিমপিক গেমসের প্রতিষ্ঠাতা। বিশ্ববিদ্যালয় থেকে স্ন্যাতক হওয়ার পর তিনি সামরিক আর রাজনৈতিক জগতে প্রবেশ করে বড় লোক হওয়ার সুযোগ ত্যাগ করেন । তিনি ইতস্তত না করে শিক্ষা আর ক্রিড়া সংক্রান্ত গবেষণার কাজে আত্ননিয়োগ করেন ।তিনি এক মনে প্রাচীন ওলিমপিক গেমসের মহান ব্রত পুণপ্রতিষ্ঠার কাজে ঝাঁপিয়ে পড়েন।তিনি অজস্র কষ্ট সহ্য করে সারা ইউরোপ সফর করতেন ।তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত কয়েকটি ম্যাগাজিনে তিনি প্রবন্ধ লিখে প্রাচীন ওলিমপিক ক্রিড়া প্রচার করতেন এবং ঐক্য,মৈত্রী আর শান্তি শিরোনামে আধুনিক ওলিমপিক ক্রিড়ার প্রস্তাব উপষ্হাপন করেন ।

    ১৮৯২ সালে ফ্রানসের ক্রিড়া সোসাইতির যৌথ কমিটি প্রতিষ্ঠার তৃতীয় বার্ষিকী উপলক্ষে ফরাসী সরকারের নামে প্যারিসে একটি সম্মেলের আয়োজন করা হয়।এই সম্মেলনে গুবেইডান প্রথম বারের মতো আনুষ্ঠানিকভাবে তাঁর আধুনিক ওলিমপিক ক্রিড়া প্রতিষ্ঠার প্রস্তাব প্রকাশ্যে উপষ্হাপন করেন ।১৮৯৪ সালের জুন মাসে তিনি প্যারিস আন্তর্জাতিক ক্রিড়া সম্মেলনের সভাপতিত্বের ভার গ্রহণ করেন ।তাঁর উদ্যোগে আন্তর্জাতিকওলিমপিক কমিটি প্রতিষ্ঠিত হয় এবং তাঁর প্রণীত প্রথম ওলিমপিক সংবিধান গৃহীত হয়।এই সম্মেলনে তিনি প্রথম মেয়াদের মহা-সচিব নির্বাচিত হন ।১৮৯৬ সালে তিনি ভিকেলাসের স্হলাভিসিক্ত হয়ে আন্তর্জাতিক ওলিমপিক কমিটির চেয়ারম্যান পদে ২৯ বছর ধরে অধিষ্ঠিত হাকার কার্যমেয়াদে ওলিমপিক ব্রতের জন্যে তিনি অজস্র কল্যাণকর কাজ করেছিলেন ।

    ওলিমপিক গেমসে অংশ গ্রহণকারী ক্রিড়াবিদের সংখ্যা তিনশো থেকে তিন হাজারে বেড়েছে। প্রতিযোগিতার ইভেন্ট ৪৩টি থেকে ১৩১টিতে প্রসারিত হয়েছে। আন্তর্জাতিক কমিটির সদস্য দেশগুলোর সংখ্যা ১৪ থেকে ৪৫য়ে উন্নীত হয়েছে । তা ছাড়া ,অতীতে নারীরা ওলিমপিক গেমসে যোগ দিতে পারতেন না । তিনিই এই নিষেধাজ্ঞা ভেংগে দেন। আন্তর্জাতিক ওলিমপিক গেমসের সংসলিষ্ট দলিলপত্র ,সংবিধান এবং নিয়মবিধি সম্পূর্ণ করার জন্যে তিনি অনেক গুদূনর প্রসারী প্রস্তাব আর পরিকল্পনা উপষ্হাপন করেন । যার ফলে ওলিমপিক ক্রিড়ার প্রবল বিকাশ তরান্বিত হয়েছে। ১৯৩৭ সালের দোসরা সেপ্টেন্বর তিনি অসুস্থ হয়ে জেনিভায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।তার অনুরোধে তাঁর হ্নত্পন্ড ওলিমপিক গেমসের উত্সস্থানের মাটির নীচে রাখা হয়েছে এবং তাঁর মৃতুদেহ আন্তর্জাতিক সদর দফতর কার্যষ্হান সুইজার ল্যাণডের লোসানে কবর সমাধিস্থ হয়েছে ।