v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-03-10 20:18:39    
লিউ ইয়েন দোং: এক দেশ দু' ব্যবস্থার নীতিতে অব্যাহতভাবে প্রবল জীবনীশক্তি দেখা দিচ্ছে

cri

    চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস-চেয়ারম্যান লিউ ইয়েন দোং ৯ তারিখে পেইচিংয়ে বলেছেন, হংকং ও ম্যাকাও চীনের কোলে ফিরে আসার পর থেকে অঞ্চল দুটির রাজনীতি খুব স্থিতিশীল, অর্থনীতি এবং সমাজ খুব সমৃদ্ধিশালী। বাস্তবতা থেকে প্রতিফলিত হয়েছে , এক দেশ দুই সমাজ ব্যবস্থার নীতি পুরোপুরি সঠিক । এতে অব্যাহতভাবে প্রবল জীবনীশক্তি দেখা দিয়েছে।

    লিউ ইয়েন দোং চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বার্ষিক অধিবেশনে অংশগ্রহণকারী হংকং এবং ম্যাকাও অঞ্চলের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রতিনিধিদের জন্যে আয়োজিত একটি সম্বর্ধনানুষ্ঠানে বলেছেন, হংকং এবং ম্যাকাও চীনের কোলে ফিরে আসার পর থেকে , এ দু'টি অঞ্চলের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রতিনিধিরা হংকং এবং ম্যাকাওয়ের সমৃদ্ধি আর স্থিতিশীলতা বজায় রাখার জন্যে অনেক বেশী ফলপ্রসূ কাজ করেছেন। হংকং এবং ম্যাকাওয়ের স্বদেশবাসীরা সক্রিয়ভাবে চীনের অভ্যন্তরভাগের অর্থনৈতিক নির্মানকে সমর্থন করেছেন এবং তাতে অংশ নিয়েছেন। রাষ্ট্রের সংস্কার আর মুক্তদ্বার নীতি এবং আধুনিকায়ন ব্রতে হংকং এবং ম্যাকাও চীনের অভ্যন্তরভাগের সংগে আদান-প্রদান ও সহযোগিতা ত্বরান্বিত করার জন্যে সক্রিয় অবদান রেখেছেন।

    লিউ ইয়েন দোং বলেছেন, বাস্তবতা থেকে প্রতিফলিত হয়েছে যে, যদি পুরোপুরিভাবে এবং সঠিকভাবে এক দেশ দুই ব্যবস্থার নীতি উপলব্ধি এবং অনুসরণ করে, বিশেষ প্রশাসনিক অঞ্চলের মৌলিক আইন অনুযায়ী , হংকংবাসীদের দ্বারা হংকং শাসন ও ম্যাকাওবাসীদের দ্বারা ম্যাকাও শাসন নীতিতে বিপুল ঐক্য বাস্তবায়ন করে, হংকং এবং ম্যাকাওয়ের দীর্ঘকালীন সমৃদ্ধি ও স্থিতিশীলতা কার্যকরভাবে নিশ্চিত করতে পারবে।