চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খোং ছুয়ান ১০ তারিখে পেইচিংয়ে অনুষ্ঠিত একটি নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্র সফররত চীনের কোরিয় উপদ্বীপ বিষয়ক রাষ্ট্রদূত নিং ফু খুই আজ থেকে সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের সংগে কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা নিয়ে আলাপ-পরামর্শ শুরু করেছেন।
খোং ছুয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র সফরের সময়ে নিং ফু খুই হোয়াইট হাউসের রাষ্ট্রীয় নিরাপত্তা দফতরের এশিয়া বিভাগের দায়িত্বশীল ব্যক্তি মাইকেল গ্রিন,উত্তর কোরিয় সমস্যা বিষয়ক মার্কিন বিশেষ দূত জোসেফ দ্রেট্রানি প্রভৃতি ব্যক্তির সংগে সাক্ষাত করবেন। দু পক্ষ যত তাড়াতাড়ি সম্ভব কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সম্পর্কে ছয়পক্ষিয় বৈঠক পুনরুদ্ধারের সমস্যা নিয়ে মতবিনিময় করবে।
|