চীন সরকার উপহার হিসেবে চীনের বৃহত্ খাদ্য উত্পাদনকারী জেলাকে পুরস্কার হিসেবে ৫.৫ বিলিয়ন ইউয়ান রেনমিনপি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
১০ তারিখে দশম জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক অধিবেশনের সংবাদ সম্মেলনে চীনের উপ-অর্থমন্ত্রী জু জি কাং বলেছেন, চীনে এখন প্রায় ৮০০টি বৃহত্ খাদ্য উত্পাদনকারী জেলা আছে, সেগুলোর উত্পাদনের পরিমান সারা দেশের মোট খাদ্য উত্পাদনের পরিমানের ৬০ শতাংশ। দীর্ঘদিন ধরে এসব জেলার উত্পাদিত বিপুল খাদ্যশস্য চীনের খাদ্যের চাহিদা পূরণ সুনিশ্চিত করেছে, সারা দেশের অর্থনীতির উন্নয়নের জন্য অবদান রেখেছে। এতে চীনের অর্থ বিভাগ ৫.৫ বিলিয়ন ইউয়ান রেনমিনপি দিয়ে এই ৮০০টি জেলাকে পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে খাদ্য উত্পাদন স্থিতিশীল হয় এবং দেশের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত হয়।
|