|
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চীন সফর করবেন
cri
|
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খং ছুয়েন ১০ তারিখ পেইচিংয়ে অনুষ্ঠিত নিয়মিত তথ্য জ্ঞাপন সভায় বলেছেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও শিংয়ের নিমন্ত্রণে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজ্জা রাইস এই মাসের ২০ ও ২১ তারিখে চীন সফর করবেন। সফরকালে দু'পক্ষ চীন-মার্কিন সম্পর্ক ও অভিন্ন স্বার্থ-জড়িত গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে মতবিনিময় করবে।
|
|