v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-03-10 17:22:41    
চীনের নারী শ্রমিকের অধিকার সংরক্ষিত

cri
    চীনের নারী ও পুরুষ একই শ্রম ও কর্মসংস্থানের অধিকার ভোগ করেন বলে একই বেতনও পান । কিন্তু বাস্তব দৈনিক জীবনে মাঝেমাঝে নারী শ্রমিকদের বৈধ অধিকার লংঘন করার ঘটনা ঘটে । নারী শ্রমিকদের বৈধ অধিকার রক্ষা করার জন্যে চীনের ট্রেড ইউনিয়নে বিশেষভাবে নারী শ্রমিক বিষয়ক কমিটি গঠিত হয় । অধিক থেকে অধিকতর শিল্পপ্রতিষ্ঠান নারী শ্রমিকদের অধিকার রক্ষার জন্যে বিশেষ ব্যবস্থা নেয় ।

    সাম্প্রতিক বছরগুলোতে বে-সরকারী অর্থনীতি চীন দেশে দ্রুতগতিতে বিকাশলাভ করে চলেছে , বে-সরকারী শিল্পপ্রতিষ্ঠানগুলোতে কর্মরতনারীদের সংখ্যা দিনদিন বেড়ে যাচ্ছে । পূর্ব-চীনের চিযাংসু প্রদেশের নানচিং শহর এমন এক শহর যেখানে বে-সরকারী শিল্পপ্রতিষ্ঠান অপেক্ষাকৃত বেশী ।অতীতে ব্যবস্থা ও নিয়মের অপরিপূর্ণতার কারনে নারী শ্রমিকদের বৈধ অধিকার লংঘন করার ঘটনা ঘটেছিল । যেমন গর্ভধারন ও প্রসূতিকালে নারী শ্রমিকদের অধিকার কার্যকরভাবেসংরক্ষিত হয়নি । মাঝেমাঝে কর্মসংস্থানের প্রতিদ্বন্দ্বিতায় নারীদের পার্থক্য করা হত । এই সব সমস্যার পরিপ্রক্ষিতে গত বছরের শেষ দিকে নানচিং শহর বে-সরকারী শিল্পপ্রতিষ্ঠানগুলোতে নারী শ্রমিকদের অধিকার রক্ষা করার বিশেষ চুক্তি সম্পাদন করে শিল্পপ্রতিষ্ঠানের মালিকের উদ্দেশ্যে নারী শ্রমিকের অধিকার রক্ষা করার প্রতিশ্রুতিদেয়ার দাবী জানিয়েছে ।

    ফোং লিন ইয়াগ্য লিমিডিট কোম্পানি নাংচিং শহরের এক বে-সরকারী হোটেল । কোম্পানিটির শ্রমিক ও কর্মীদের মধ্যে ৮০শতাংশ নারী । কোম্পানির জেনারেল ম্যানেজার ম্যাডাম লিয়াং ইয়ুছিয়েন বলেছেন , প্রত্যেক নারী শ্রমিকের সংগে কোম্পানিটি " নারী শ্রমিকের অধিকার রক্ষা করার বিশেষ চুক্তি " স্বাক্ষর করেছে । তিনি বলেছেন , শ্রম আইন , ট্রেড-ইউনিয়ন আইন , নারী শ্রমিকের শ্রম নিরাপত্তা রক্ষা করার নিয়মবিধি এবং চিয়াংসু প্রদেশের নারী শ্রমিকের শ্রম নিরাপত্তা রক্ষা করার পদ্ধতি প্রভৃতি সংশ্লিষ্ট আইনবিধি অনুসারে আমাদের কোম্পানির বাস্তব অবস্থার সংগে সমন্বয় করে বিশেষ চুক্তিটি স্বাক্ষরিত হয় । এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক ধারা হল , একই পদে একই কাজে নারী পুরুষের সংগে সমান বেতন ভোগ করেন ।

    ৩০ বছর বয়সী ম্যাডাম তিন ইয়ুতি হোটেলটির অতিথি রুম গ্রুপের নেতা । তিনি হোটেলে প্রায় তিন বছর ধরে কাজ করছেন । তিনি বলেছেন ,যে নারী শ্রমিকের বাড়ি নানচিং শহরের বাইরে , কোম্পানি তাদের জন্যে বিনাখরচে থাকার ব্যবস্থা করে , গ্রীষ্মকালে তাদের ঠান্ডা পানীয় সরবরাহ করে , শ্রমিকের জন্মদিনে কোম্পানি জন্মদিনের -কেক কিনে তাদের জন্মদিন পালন করে । এখানে কাজ করা যেমন চিন্তা নেই তেমনি আনন্দ পায় বলে ম্যাডাম তিন ইয়ুতি মনে করেন । তিনি বলেছেন, আমরা পুরুষ শ্রমিকের সমান বেতন পাই , এখানে কাজ করতে খুব ভাল লাগে ।

    জানা গেছে , ম্যাডাম তিনের হোটেলের মতো চিয়াংসু প্রদেশ তথা গোটা দেশের অনেক বে-সরকারী শিল্পপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট নিযমবিধি প্রনয়ন করেছে এবং নারী শ্রমিকের অধিকার রক্ষা করাকে শিল্পপ্রতিষ্ঠানের এক গুরুত্বপূর্ণ কাজ হিসেবে গ্রহন করেছে ।

    চীনে বস্ত্রবয়ন শিল্প এমন এক শিল্প যেখানে বেশী নারী শ্রমিক কাজ করেন । তাই বস্ত্রবয়ন শিল্পে নারী শ্রমিকের অধিকার রক্ষা করার কাজ বিশেষ গুরুত্বপুর্ণ । চীনের বস্ত্রবয়ন শিল্প সমিতি সূত্রে জানা গেছে , চীনের বস্ত্রবয়ন শিল্পপ্রতিষ্ঠানগুলো নারী শ্রমিক রক্ষা করার কাজকে খুব গুরুত্ব দেয় । বিশেষ করে নারী শ্রমিকের গর্ভধারন ও প্রসূতিকালে শিল্পপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী তাদের জন্য ছুটির ব্যবস্থা করে । হোপেই প্রদেশের সি চিয়াচুয়াং শহরের এক বস্ত্রবয়ন কারখানার ওয়ার্ক সোপেরবুনন শ্রমিক ম্যাডাম মা সি-আই বলেছেন , তাদের কারখানার ট্রেড ইউনিয়ন কারখানার সংগে " নারী শ্রমিকের অধিকার রক্ষা করার বিশেষ সমষ্টিগত চুক্তি স্বাক্ষর করেছে । সব নারী শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা করার জন্যে গত বছর কারখানা বিশেষভাবে অর্থ বরাদ্দ করেছে । তিনি বলেছেন, নারী শ্রমিক গর্ভধারনের সপ্তম মাসে প্রসূতী ছুটি কাটতে শুরু করেন । ছুটির সময়ে তারা আগের মতো বোনাস ও বেতন পেতে থাকেন । কারখানা আমাদের জন্যে বছরে একবার করে স্বাস্থ্য পরীক্ষা এবং নারী শ্রমিকের জন্যে বিশ্রাম-রুম ও স্নানাগার ব্যবস্থা করেছে ।

    অন্য এক বিশেষ শিল্প অর্থাতরেল পরিবহন শিল্প নারী শ্রমিকদের অধিকার রক্ষারকাজকে দিনদিন গুরুত্ব দিচ্ছে । রেলগাড়িতে চিকিত্সার অবস্থা সীমিত , দীর্ঘকাল ধরে চলমান অবস্থায় কাজ করা নারী শ্রমিকের স্বাস্থ্যের উপর কিছু কুপ্রভা ফেলতে পারে ।এজন্যে চীনের রেল শিল্পের ট্রেড ইউনিয়ন নারী শ্রমিকের স্বাস্থ্যের জন্যে বহুজাতীয় বীমা-ব্যবস্থা নিয়েছে । সাধারন গুরুতর রোগের বীমা ছাড়া নারী শ্রমিকরা গর্ভকোষ, স্তন প্রভৃতি নারীর বিশেষ রোগের বীমায়ও অংশ নিতে পারেন । অতি অল্প প্রিমিয়ামের বিনিময়ে গুরুতর রোগে আক্রান্ত হলে নারীরা বেশ ভাল ক্ষতিপুরণ পাবেন ।

    ৫৩ বছর বয়সের ওযাংহোং একজন রেল শ্রমিক । দুবছর আগে তিনি স্তন-ক্যান্সারে আক্রান্ত হন । চিকিত্সার জন্যে বিরাট খরচ হবে । নারী শ্রমিকদের জন্যে ট্রেড ইউনিয়ন নেয়া বিশেষ রোগের বীমা ব্যবস্থার কল্যানে তার আর্থিক বোঝা অনেক কমেছে । তিনি বলেছেন , অপারেশনের পর চিকিত্সার জন্যে৩০ হাজার রেনমিনপি লাগবে । এর আগে আমি ৩৬ রেনমিনপি দিয়ে নারী শ্রমিকের বিশেষ রোগের বীমা কিনেছি বলে আমি ১০ হাজার রেনমিনপির ক্ষতিপূরন পেয়েছি , বীমাটিতে আমি উপকার পেয়েছি ।

    চিকিত্সা লাভের পর ম্যাডাম ওয়াংয়ের স্বাস্থ্য অনেক ভাল হয়েছে । এখন তিনি পুনরায় কাজ শুরু করেছেন ।

    গর্ভধারন, দুধ খাওয়ানো আর ঋতু-স্রাব নারীদের বিশেষ শারিরীক বৈশিষ্ট্য , তাই কিছু ক্ষেত্রে তাদেরকে পুরুষের তুলনায় বিশেষ রক্ষা করতে হবে । চীনের সংশ্লিষ্ট আইনে নারী শ্রমিকের অধিকার রক্ষা করার কয়েকটি ব্যবস্থা নেয়ার দাবী জানানো হয়েছে । নিখিল চীনের সাধারণ ট্রেড ইউনিয়নের নারী শ্রমিক বিষয়ক বিভাগ নারী শ্রমিকের বিশেষ অধিকার রক্ষা করার দায়িত্ব বহন করে । নারী শ্রমিক বিষয়ক বিভাগের ম্যাডাম চিন ইং জানান যে , এ কয়েক বছরে চীনের নারী শ্রমিকের অধিকার রক্ষা করার কাজে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে , কিন্তু এর সমস্যা কমও নয় । তিনি বলেছেন , এবছরগুলোতে নারী শ্রমিকের অধিকার রক্ষা করার কাজ ভাল চলছে , বিশেষ করে রাষ্ট্রায়াত্ত শিল্পপ্রতিস্ঠানগুলোতে এই কাজ এক নিয়মিত ব্যবস্থায় পরিনত হয়েছে । কিন্তু এমন কিছু ব্যক্তিগত মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান আছে সে শিল্পপ্রতিষ্ঠানগুলোর নারী শ্রমিকের অধিকার রক্ষিত হয়নি । এখন আমাদের প্রধান কর্তব্য হল নারী শ্রমিকের বৈধ অধিকার ও বিশেষ স্বার্থ রক্ষা করা এবং শ্রমবিভাগকে সংশ্লিষ্ট আইন পরিপূর্ণ করতে তাগিদ দেয়া ও শিল্পপ্রতিষ্ঠানকে তত্ত্বাবধান করা ।

    গত বছর নিখিল চীন সাধারন ট্রেড ইউনিযন স্পষ্টভাষায় চীনস্থ বৈদেশিক পূঁজিবিনিয়োজিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্যে ট্রেড ইউনিয়ন গঠন করার দাবী জানিয়েছে । ম্যাডাম চিন বলেছেন , এক্ষেত্রের কাজ জোরদার হবার পর চীনের নারী শ্রমিকের অধিকার রক্ষার কাজ আরও সম্প্রসারিত হবে ।