চীনের অর্থমন্ত্রী চিন রেন ছিং ৯ তারিখ পেইচিংয়ে বলেছেন, আগামী বছরে চীনে কৃষকদের উপর আরোপিত করগুলো মোটামুটি বাতিল হবে, তাতে দেশের কর -জনিত আয় প্রায় ৮০ বিলিয়ন ইউয়ান রেনমিনপি কমে যাবে।
দশম জাতীয় গণ কংগ্রেসের তৃতীয় অধিবেশনের সংবাদ সম্মেলনে চিন রেন ছিং এই কথা ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, যে কর আয় কমানো হবে তা কেন্দ্রীয় অর্থ ও স্থানীয় অর্থ বিভাগ একসঙ্গে বহন করবে, কেন্দ্রীয় অর্থ বিভাগ প্রায় ৮০ শতাংশ বহন করবে।
|