বলা যায় লোকেরা নিজের পরবর্তীকালের বিয়ে অনুষ্ঠান সম্পর্কে নানা রকমের নকসা বা পরিকল্পনা নিয়েছেন। যদি আগামিকাল আপনি বিয়ে করবেন তাহলে আপনি কিধরনের বিয়ে অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছেন? কয়েক যুবকযুবতী বন্ধু তাদের পরবর্তীকালের বিয়ে অনুষ্ঠান সম্পর্কে বলেছেন:
আমার বিয়ে অনুষ্ঠান দূরদর্শীতাসম্পন্ন হওয়া দরকার। মঙ্গলগ্রহে বিয়ে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে আমি নিজেকে অভিব্যক্ত করতে পারি। মঙ্গলগ্রহ একটি অত্যন্ত রোমান্টিক গ্রহ। মঙ্গলগ্রহ থেকে আকাশ দেখতে ফ্যাকাশে লাল রং, কি দারুন সুন্দর।
আমি আশা করি আমার বিয়ে অনুষ্ঠান সাবওয়েতে অনুষ্ঠিত হবে। চিছুনলি স্টেশন থেকে তিনফুচুয়াং স্টেশন পর্যন্ত পথের প্রতিটি স্টেশন নানা প্রোগ্রাম আয়োজন করা হলে ভাল হবে।
আমি আশা করি, আমি আর আমার স্বমীর সংগে একটি গাছ লাগাব। গাছটি ঝড়-বৃষ্টির সধ্য দিয়ে বলিষ্ঠভাবে বড় হয়ে উঠতে পারে এবং মানুষের লালনপালন পেলে শুকিয়ে যাবে না।
২০০৮ সালে অলিম্পিক গেমস পেইচিংয়ে উদ্বোধন হওয়ার সেই দিনে আমরা দুজন গোলাপ ফুল আকারের হটবেলুন যোগে ধীরে ধীরে আকাশে উড্ডীন হবো। অলিম্পিক গেমস উদ্বোধন হওয়ার সেই মুহুর্তে আমাদের বিয়ে অনুষ্ঠান হবে।
যদি বসন্তকালে বা গ্রীষ্মকালে আমার বিয়ে অনুষ্ঠান হয় তাহলে সামুদ্রিক প্রানী সংরক্ষনাগারে আয়োজন করার কথা বিবেচনা করব। আর যদি শরত্কাল বা শিত্কালে আমার বিয়ে অনুষ্ঠান হয় তাহলে কফি হলে বা ফটো-গ্যালারীতে আমার বিয়ে অনুষ্ঠান আয়োজিত হবে। বিয়ের কেক হবে চকলেট কেক। টেবিলের চাদর আর ফুলের রং প্রধানতঃ চকলেট রং ছাড়াও সোনালি রং আর হলুদ রং হবে।
আমরা এক যৌথ বিয়ে অনুষ্ঠানের আয়োজন করব। আমরা এ জন্যে গর্বিত হব। আমাদের বিয়ে-অনুষ্ঠানে চীনের প্রথম নভোযাত্রী ইয়াং লিউই যদি উপস্থিত থাকেন এবং আমাদের প্রধান সাক্ষী হন তাহলে আমাদের বিয়ে-অনুষ্ঠান চীনের বৈশিষ্টসম্পন্ন এক বিয়ে অনুষ্ঠান হবে।
আমি চাই আমার বিয়ে অনুষ্ঠান এক রূপকথার বিয়ে অনুষ্ঠান হোক। বিয়ের আগে আমি কিছু জমি কিনব, জমিতে আমি নানা ধরনের ফুল বপন করব।বিয়ে অনুষ্ঠানের সেই দিন জমিতে ফুল ফুটে। আমি আমন্ত্রিত বন্ধুদের জন্যে রুপকথার ভিতরের অতি সুন্দর আর আকর্ষণয় চরিত্রের মুখোশের ব্যবস্থা নেব। যখন বর উপস্থিত হন তখন আমি যাদু-লাঠি দিয়ে তাকে স্পর্শ করি যাতে তিনি সুন্দর রাজকুমারে পরিনত হন। আমরা স্বামীস্ত্রী দুজন হাত হাতে রেখে সবুজ ঘাসে হাটাহাটি করি, পায়ের নিচে নদীর কলকল শব্দ শুনি, কানে ভেসে আসে বন্ধুদের হর্ষধ্বনি, প্রকৃতির বাতাস, পাখি আর ঝিঁঝিপোকার আওয়াজ। এত সময়ে আমরা বিয়ের উপহার বিনিময় করি। আমরা আমাদের নিজের বানানো ঘাসের আংটি বিনিময় করি। যখন আমি ঘাসের আংটি পরি তখন আমি অনুভব করব যে আমি বিশ্বে সবচেয়ে সুখী নববধু, আমাদের প্রেম ঘাসের আংটির মতো চিরসবুজ হবে।
আমি জমিতে গোলাপ ফুল বপন করব। আমার জন্যে অপেক্ষমান আমার প্রেমিকা দেবীর মতো আকাশ থেকে নেমে আসবেন বলে আমি আশা করি।
|