চীনের ভূ-সম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী লি ইউয়ান ৭ তারিখে পেইচিংয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেছেন, চীনের ভুমি ব্যবস্থা মিতব্যয়ী করতে হবে। এই বছর চীন অব্যাহতভাবে কড়াকড়িভাবে ভুমি সরবরাহ নীতি পালন করবে।
সাংবাদদাতাদের প্রশ্নের উত্তর দেয়ার সময়ে লি ইউয়ান বলেছেন, মানুষ বেশি এবং ভুমি কম এই অবস্থা হচ্ছে চীনের মৌলিক অবস্থা, চীনের ভুমি প্রশাসনকে ভুমির মিতব্যয়কে অগ্রাধিকার দিতে হবে। এই বছর থেকে চীনের ভূ-সম্পদ মন্ত্রণালয় অব্যাহতভাবে কড়াকড়িভাবে ভুমি প্রশাসন চালাতে থাকবে।
তিনি উল্লেখ করেছেন, ভুমি প্রশাসন দেশের খাদ্য-নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি ও পরিবেশের নিরাপত্তার সংগে সংশ্লিষ্ট। কড়াকড়িভাবে ভুমি প্রশাসন চালানো অর্থনৈতিক কাঠামোর সুবিন্যস্ততা এবং অর্থনীতির বৃদ্ধির জন্যে কল্যাণকর।
|