 পেইচিং অলিম্পিকস পরিচালনা কমিটির ভাইস-চেয়ারম্যান চিয়াং সিয়াও ইয়ুর কথা উদ্ধৃতি দিয়ে ৭ তারিখে পীপলস ডেইলিতে বলা হয়েছে, বর্তমানে পেইচিংয়ে অলিম্পিক গেমসের স্টেডিয়াম ও জিমনেসিয়াম এবং সংশ্লিষ্ট ব্যবস্থার নির্মাণ সার্বিকভাবে শুরু হয়েছে। ৩৬টি স্টেডিয়াম ও জিমনেসিয়ামের মধ্যে ৭টির নির্মাণ কাজ শুরু হয়েছে।

জানা গেছে, পেইচিং অলিম্পিক গেমসের ৩৬টি স্টেডিয়াম ও জিমনেসিয়ামের মধ্যে ৩১টি থাকবে পেইচিংয়ে । অন্য ৫টি থাকবে সহযোগিতাকারী শহরগুলোতে। পূর্ব উপকূলীয় ছিন হুয়াং তাও শহরে অবস্থিত শাখা ফুটবল প্রতিযোগিতার স্টেডিয়াম নির্মাণ গত বছর শেষ হয়েছে।

চিয়াং সিয়াও ইয়ু অনুমান করে বলেছেন, ২০০৭ সালের শেষ দিকে, পেইচিং অলিম্পিক গেমসের জন্য যাবতীয় নতুন স্টেডিয়াম ও জিমনেসিয়ামের মধ্যে নির্মাণ কাজ পর্যায়ক্রমে শেষ হয়ে যাবে। পুরনো স্টেডিয়াম ও জিমনেসিয়ামের সংস্কার ও সম্প্রসারণ প্রকল্পও মোটামুটি শেষ হয়ে যাবে।
|