|
 |
(GMT+08:00)
2005-03-06 18:52:21
|
লি চাওসিং : রাষ্ট্র বিভক্তি বিরোধী আইন প্রনয়ন করা চীন আর বিশ্বের স্বার্থের সংগে সংগতিপূর্ণ
cri
চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও সিং ৬ তারিখে পেইচিংয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন , রাষ্ট্র বিভক্তি বিরোধী আইন প্রনয়ন করা যেমন চীনা জনগনের স্বার্থের সংগে সংগতিপূর্ণ তেমনি বিশ্বের শান্তি আর স্থিতিশীলতার অনুকূল হবে ।
লি চাওসিং বলেছেন , চীনের জাতীয় গন কংগ্রেসের রাষ্ট্র বিভক্তি বিরোধী আইন প্রনয়ন করার উদ্দেশ্য হল , স্বাধীন তাইওয়ান -প্রয়াসীদের বিভক্তি-শক্তির হঠকারিতামূলক তত্পরতা নিয়ে তাইওয়ান প্রনালী অঞ্চলের শান্তি বানচালের চেষ্টাকেরোধ করা এবং মূলভূভাগ আর তাইওয়ান উভয়ই এক চীনের অধীনস্থ থাকার অবস্থার অপরিবর্তনরক্ষা করা । এ আইন চীনা জাতির মৌলিক স্বার্থের সংগে সংগতিপূর্ণ এবং যেমন দুই পারের সম্পর্কের স্থিতিশীলতা ও বিকাশের তেমনি এশিয়া ও প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের তথা গোটা বিশ্বের শান্তি , স্থিতিশীলতা ও সমৃদ্ধির অনুকূল । আইনটি অবশ্যই আন্তর্জাতিক সমাজের অধিক থেকে অধিকতর সমঝোতা ও সমর্থন পাবে ।
|
|
|