v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-03-04 22:05:31    
২৬ই ফেব্রুয়ারী--৪ই মার্চ

cri
১. চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন সুষম সমাজ গঠনের জন্য অবদান রাখবে

চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের দশম জাতীয কমিটির তৃতীয় অধিবেশন ৩ তারিখে বেইজিংয়ে উদ্বোধন হয়েছে। গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিং লিন উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া কার্যবিবরণীতে বলেছেন, চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন নতুন বছরে সমাজতান্ত্রীক সুষম সমাজ গঠনের জন্য অবদান রাখবে, এবং একাদশ পাঁচ সালা পরিকল্পনা আর ২০২০ সালের দীর্ঘ-মেয়াদী লক্ষ্য নির্ধারনের জন্য প্রস্তাব দেবে।

উদ্বোধনী অধিবেশনে জানা গেছে যে, গত বছরে চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন বিভিন্ন বিভাগের কাছে দেয়া চার হাজারাধিক প্রস্তাবের মধ্যে প্রায় ৮৫ শতাংশ পুরোপুরি সম্পূর্ণ হয়েছে এবং এখনো ব্যবস্থা করছে। সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ সমস্যা প্রসঙ্গে গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলন প্রায় ১০০টি গবেষণা রিপোর্ট করেছে, তা দিয়ে দেশের সংশ্লিষ্ট সংস্থার গণতান্ত্রিক এবং বৈজ্ঞানিক সিদ্ধান্ত নেয়ার জন্য গুরুত্বপুর্ণ ভিত্তি সরবরাহ করেছে।

কার্যবিবরণীতে চিয়া ছিং লিন আবার ঘোষণা করেছেন, চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন বিকাশ ত্বরান্বিতকরণকে তার প্রথম কর্তব্য হিসেবে গড়ে তুলবে, ব্যাপক জনগণের মৌলিক স্বার্থকে এই সংস্থার কাজের প্রারম্ভ এবং বাস্তবায়নের কেন্দ্র বিন্দু হিসেবে গড়ে তুলবে।

২. চীনে রেনমিনবি মুদ্রার বিনিময়ে বাধানিষেধ আরও শিথিল হবে

চীনের জাতীয় বৈদেশিক মুদ্রা তত্ত্বাবধান ব্যুরোর মহাপরিচালক কুও শুছিং ২৬ তারিখে পেইচিংয়ে বলেছেন, এ বছর চীনে আংশিক ক্ষেত্রে চীনা মুদ্রা রেনমিনবির পুঁজি খাতে বিনিময়ের ওপর বাধানিষেধ ধাপে ধাপে শিথিল করা হবে ।

কুও শুছিংয়ের কথা অনুযায়ী, চলতি বছর চীনে দেশী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বিদেশের শেয়ার বাজারে তাদের সংগৃহিত পুঁজিকে বিদেশে সংরক্ষিত রাখতে এবং তার মূল্য বজায় রাখার যথাযথা ব্যবস্থা নিতে অনুমতি দেয়া হবে, চীনে রেনমিনবি মুদ্রার ঋণপত্র ইস্যু করার জন্য আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আমদানী করা হবে, বীমা সংস্থাকে সমর্থন করা হবে এবং বহুজাতিক কোম্পানিগুলোকে বৈদেশিক মুদ্রা ক্রয় করে বিদেশে পাঠানোর অনুমতি দেয়া হবে কিনা ,তা বিবেচনা করা হবে ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চীনে ইতিমধ্যেই বিভিন্ন নিয়মিত খাতে রেনমিনবি মুদ্রার অবাধ বিনিময় বাস্তবায়িত হয়েছে, উপরন্তু পুঁজির খাতেও মাত্র ২০ শতাংশেরও কম বিষয়ে কড়াকড়ী নিয়ন্ত্রণ বজায় রাখা হয়েছে। চলতি বছরে চীনে রেনমিনবি মুদ্রা বিনিময়ের ওপর বাধানিষেধ আরও শিথিল করার পর চীন রেনমিনবিকে সম্পূর্ণ বিনিময়যোগ্য মুদ্রায় পরিণত করার লক্ষ্য অর্জনের পথে আর এক ধাপ এগিয়ে যাবে ।

৩. চতুর্থ অধিবেশন সমাপ্ত

চীন-মার্কিন আইন প্রনয়নকারী সহযোগিতা যুক্ত যোগাযোগ গ্রুপের দু'দিনব্যাপী চতুর্থ অধিবেশন ২৪ তারিখে পেইচিংয়ে সমাপ্ত হয়েছে।

অধিবেশনে দুদেশের প্রতিনিধিরা বলেছেন , তারা সক্রিয় মনোভাব নিয়ে আইন প্রনয়নের সংগে জড়িত বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা ত্বরান্বিত করবেন এবং যুক্ত যোগাযোগ গ্রুপের ব্যবস্থা নতুন মানে উন্নীত করবেন । দুপক্ষ চীন-মার্কিন ফৌজদারী ও আইনগত সহযোগিতা চুক্তির কার্যকরীকরণ , মাদক দমনের সহযোগিতা , পালিয়ে যাওয়া অপরাধীকে হস্তান্তর ও গ্রেফতার করা ইত্যাদি বহু আলোচ্য বিষয়েও মত বিনিময় করেছে ।

দুপক্ষের প্রতিনিধি দলের নেতারা একটি যুক্ত বিবৃতিও স্বাক্ষর করেছেন আর দুপক্ষের সহযোগিতার প্রধান বিষয়গুলো ধার্য করেছেন । তারা স্পষ্টভাবে মত প্রকাশ করেছেন যে , ভবিষ্যতে বছরে একটি করে অধিবেশন আয়োজন করা হবে আর বিস্তারিত বিষয়াদিতে সংলাপ জোরদার হবে ।

৪. চীনের আইন প্রনয়নকারী সংস্থা' সাংহাই সহযোগিতা সংস্থার বিশেষ অধিকার আর ছাড় দেয়া চুক্তির

সাংহাই সহযোগিতাসংস্থার বিশেষ অধিকার আর ছাড় দেয়া চুক্তি যে অনুমোদন করা হবে কি না , ২৬ তারিখে পেইচিংয়ে চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির অধিবেশনে তা নিয়ে অব্যাহতভাবে যাচাই করা হয়েছে।

এই চুক্তিতে শাংহাই সহযোগিতা সংস্থা ও তার স্ট্যান্ডিং প্রতিষ্ঠানের কর্মকর্তা , বিশেষজ্ঞ , সদস্য দেশের প্রতিনিধি আর স্থায়ী প্রতিনিধিদের বিশেষ অধিকার ও ছাড় দেয়া অধিকার বিষয়ে লিপিবদ্ধ করা হয়েছে । এটা এই সংস্থা ও তার কর্মকর্তাদের দায়িত্ব পালনের জন্য আইনগত নিশ্চয়তা যুগিয়েছে । চীন সরকার গত বছরের জুন মাসে এই চুক্তি স্বাক্ষর করেছে ।

চীনের রাষ্ট্রীয় পরিষদ মনে করে যে , এই চুক্তি যদি চীনের প্রনয়নকারী সংস্থার অনুমোদন পায় আর তা কার্যকরী হয় , তাহলে ভবিষ্যতে শংহাই সহযোগিতা সংস্থার অন্যান্য সদস্য দেশের সংগে চীন আরো ভালভাবে সহযোগিতা চালাবার অনুকুল হবে ।

৫. গত বছর চীনের কৃষিপণ্য আমদানী ও রপ্তানীর মোট মূল্য ৫১.৪ বিলিয়ন মার্কিন ডলার

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী , গত বছর চীনের কৃষিপণ্য আমদানী ও রপ্তানীর মোট মূল্য ৫১.৪ বিলিয়ন মার্কিন ডলার ছিল, এটা তার আগের বছরের তুলনায় ২৭ শতাংশ বেশী হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী , গত বছর চীনের কৃষিপণ্যের আমদানীর পরিমাণ রপ্তানীর চেয়ে ৪৬০ কোটি মার্কিন ডলার বেশী, আমদানী আর রপ্তানী উভয়েই একটানা ৫ বছর ধরে দ্রুত বেড়ে চলেছে ।

বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা বলেছেন, চীনের কৃষিপণ্য রপ্তানীর কাঠামোগত পুনর্বিন্যাসের গতি দ্রুততর হবার সংগে সংগে মাছ ইত্যাদি জলজাত দ্রব্য, ফলমূল, শাকসব্জী, ফুল ইত্যাদি চীনের উত্কৃষ্ট কৃষিপণ্যের আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বী ক্ষমতা দ্রুত বেড়েছে, চীনের কৃষিপণ্য রপ্তানীর মধ্যে এগুলোর অনুপাত ৫০ শতাংশ ছাড়িয়েছে এবং চীনের কৃষিপণ্য রপ্তানীর স্থিতিশীল বৃদ্ধির প্রধান শক্তি হয়ে দাঁড়িয়েছে ।

৬. পাকিস্তানের প্রধানমন্ত্রীঃ দক্ষিণ এশিয়ার উন্নয়ন দীর্ঘকালীন শান্তিপূর্ণ পরিস্থিতি দরকার

পাকিস্তানের প্রধানমন্ত্রী আজিজ ২৫ তারিখে ইসলামাবাদে ভারতীয় সংবাদ সংস্থাকে সাক্ষাত্কার দেয়ার সময়ে কাশ্মিরের বিভিন্ন পক্ষের উদ্দেশ্যে তাদের রাজনৈতিক ইচ্ছা ও বাস্তবতা দেখানোর আহ্বান জানিয়েছেন , যাতে দক্ষিণ এশিয়ার উন্নয়ন ও সমৃদ্ধির জন্য টেকসই শান্তিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করা যায়।

আজিজ বলেছেন, কেবল আঞ্চলিক শান্তি সৃষ্টি করা হলে দক্ষিণ এশিয়ার জনগণের একটি সমৃদ্ধ ও নিরাপদ ভবিষ্যতের সম্ভাবনা আছে। সেইজন্য পাকিস্তান ও ভারত দু'দেশের উচিত্ সার্বিক বৈঠক অব্যাহতভাবে চালানো। তিনি আরো বলেছেন, পাকিস্তান বরাবরই বৈঠকের বাস্তবতা দেখিয়েছে এবং আঞ্চলিক শান্তি বাস্তবায়নের সুযোগ অর্জন করতে ইচ্ছা প্রকাশ করেছে।

আজিজ আরো বলেছেন, পাক-ভারত সম্পর্কের কেন্দ্রীয় সমস্যা কাশ্মির সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান করা যায়। তিনি বিভিন্ন পক্ষের উদ্দেশ্যে পরস্পরকে সমান করে কাশ্মির সমস্যা সমাধানের উপযুক্ত উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।

৭. পাকিস্তানে মৃতুদন্ডপ্রাপ্ত পলাতক সন্ত্রাসীকে গ্রেফতার

২ তারিখে পাকিস্তানের পুলিশ দক্ষিণ অঞ্চলের বন্দর নগরী করাচীতে মৃত্যদন্ড-প্রাপ্ত একজন ভয়ংকর পলাতক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

খবরে জানা গেছে, এই সন্ত্রাসীর নাম মুহাম্মাদ সুহাইল, সে পাকিস্তানের একটি নিষিদ্ধ চরমপন্থী সংস্থার একজন সদস্য। ২০০২ সালের মে মাসে করাচির একটি হোটেলে গাড়ী বোমা বিস্ফোরণের মামলা সে দোষী সাব্যস্ত হয়েছে, এই বিস্ফোরণে ১১জন ফরাসী নাগরিক সহ ১৪জন নিহত হয়েছেন।

এছাড়া, ২০০২ সালে মুহাম্মাদ সুহাইল মার্কিন সংবাদদাতা ডানিয়েল পেরলকে অপহরণ ও হত্যা করা এবং কয়েক বার পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুসারাফকে হত্যা করার ব্যর্থ তত্পরতার সংগে জড়িত ছিল বলে সন্দেহ করা হয়।

৮. নেপালের নিরাপত্তা বাহিনী ও সরকার বিরোধী সশস্ত্র মধ্যে শক্তির সংঘর্ষে বহু লোক নিহত

১ তারিখে নেপালের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা রাজধানী কাটমন্ডুতে বলেছেন, ২৮ তারিখে নেপালের বাহিনী আর সরকার বিরোধী সশস্ত্র শক্তির মধ্যে রাতে নেপালের পশ্চিমাঞ্চলে সংঘর্ষ ঘটেছে, তাতে প্রায় ৭০জন নিহত হয়েছেন।

এই কর্মকর্তা বলেছেন, সেদিন রাতে নেপালের নিরাপত্তা বাহিনীর সৈন্যরা বারদিয়া অঞ্চলের একটি গ্রামে সরকার বিরোধী সশস্ত্র শক্তির ব্যারিকেড সরানোর সময়ে, সরকার বিরোধী সশস্ত্র শক্তির আকস্মিক আক্রমণের মুখে পড়েছে পেয়েছে। নেপালের নিরাপত্তা বাহিনী অবিলম্বে পাল্টা জবাব দিয়েছে, তাতে ৭০জনেরও বেশী সরকার বিরোধী সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর তিনজন সৈন্য সংঘর্ষে নিহত হয়েছেন, ১২জন আহত হয়েছেন। ১ তারিখ ভোরে নেপালের সরকারী বাহিনী সংঘর্ষ অঞ্চলে সরকার বিরোধী সশস্ত্র শক্তির উপর নির্মূলীকরণ অভিযান চালিয়ে বিপুল অস্ত্রশস্ত্র ও বোমা উদ্ধার করেছে।

২৬ তারিখে নেপালের সরকার বিরোধী সশস্ত্র শক্তি এক ঘোষণায়, ১৩ তারিখে কার্যকরযোগ্য সড়ক অবরোঠ প্রত্যাহার করেছে, কিন্তু অব্যাহতভাবে সরকারের নিরাপত্তা বাহিনীর ওপর আঘাত হানছে।

৯. ভারতের বৈদেশিক মুদ্রার মজুদের পরিমাণ ১৩০ বিলিয়ান মার্কিন ডলার পৌঁছেছে

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ২৬ তারিখে প্রকাশিত ইস্তাহারে বলা হয়েছে, ১৮ তারিখ পর্যন্ত এই দেশের বৈদেশিক মুদ্রার মজুদের পরিমাণ ১৩২.৯৬ বিলিয়ান মার্কিন ডলার ছাড়িয়েছে।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এই দেশের বৈদেশিক মুদ্রার মজুদের পরিমাণ এর আগে সপ্তাহের চেয়ে ২.৯৮ বিলিয়ান মার্কিন ডলার বেড়েছে। তা ছাড়া, আন্তর্জাতিক অর্থ তহবিল সংস্থায় ভারতের মজুদের নগদও ১.৪১ বিলিয়ান মার্কিন ডলারে পৌঁছেছে।

বিশ্লেষকরা মনে করেন, রপ্তানীর বিপুল মাত্রা বাড়ানো এবং বিপুল পরিমাণের বিদেশী পুঁজির প্রবেশেই হচ্ছে সম্প্রতি ভারতের বৈদেশিক মুদ্রার মজুদের পরিমাণ বাড়ার প্রধান কারণ।

১০. চীন, দক্ষিণ কোরিয়া আর যুক্ত রাষ্ট্রেরছ'পক্ষীয় বৈঠক আবার শুরু করার আহবান

চীনের উপ পররাষ্ট্র মন্ত্রী উ দা উয়ে ৩ তারিখে সিউলে যথাক্রমে দক্ষিণ কোরিয় কর্মকর্তা আর কোরিয় উপদ্বীপের পারমানবিক সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকে অংশগ্রহণকারী মার্কিন প্রতিনিধি দলের নেতা , দক্ষিণ কোরিয়াস্থ মার্কিন রাষ্ট্রদূত খ্রীস্টোফার হিলের সংগে সাক্ষাত করেছেন । তিন পক্ষ একযোগে এই আশা প্রকাশ করেছে যে , যত তাড়াতাড়ি সম্ভব ছ'পক্ষীয় বৈঠক আবার শুরু করা হবে ।

চীন আর দক্ষিণ কোরিয়া উভয় পক্ষ মনে করে যে , ছ'পক্ষীয় বৈঠকের কাঠামোতে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের দ্বিপাক্ষিক সংলাপ খুবই গুরুত্বপূর্ণ । তা অব্যাহতভাবে চালাতে হবে ।

চীন আর যুক্ত রাষ্ট্র উভয় পক্ষ মনে করে যে , ছ'পক্ষীয় বৈঠক কোরিয় উপদ্বীপের পারমানবিক বিমুক্ততা বাস্তবায়নের কার্যকর পথ। উভয় পক্ষ আরো আশা করে যে , যত তাড়াতাড়ি সম্ভবছ'পক্ষীয় বৈঠক আবার শুরু করা হবে । হিল এই মত প্রকাশ করেছেন যে , উত্তর কোরিয়ার সংগে যুক্ত রাষ্ট্রের শত্রুতা নেই। যুক্ত রাষ্ট্র ছ'পক্ষীয় বৈঠকের কাঠামোতে কোরিয় পক্ষের সংগে একাগ্রচিত্তে সংলাপ করতে ইচ্ছুক ।

১১. ইরানের জারান্দে ভূ-কম্পে প্রায় ৬১২জন নিহত

২৬ তারিখে ইরানের প্রেসিডেন্ট খাটেমি বলেছেন, ইরানের মধ্য ও দক্ষিণাংশের জারান্দ অঞ্চলে ২২ তারিখ ভোরে রিক্টার স্কেলে ৬.৪ মাত্রা ভূমিকম্পে ৬১২ জন নিহত এবং প্রায় ১৫০০জন আহত হয়েছেন।

ইরানের জাতীয় টেলিভিশনের খবরে জানা গেছে, দুর্গত অঞ্চলে সফরকালে খাটেমি এই ঘোষণা করেছেন।

খবরে জানা গেছে, ভূমিকম্পে নিহত লোকের মধ্যে ৩২% শিশু । ভূমিকম্পে জারান্দ শহরের কাছের ৪০টি গ্রাম গুরুত্বরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো কোনো গ্রাম বিধ্বস্ত হয়েছে, এবং মোট ৮০০০টি বাড়িঘর ধ্বংস হয়েছে।

ইরান ভূমিকম্প প্রবণ অঞ্চলে উপস্থিত, শুধু বিংশ শতাব্দীতেই ২০বার প্রবল ভূমিকম্পের ঘটনা ঘটেছে, তাতে একলক্ষ ৭০ হাজার জন নিহত হয়েছেন।

১২. "তামাক নিয়ন্ত্রণের কাঠামোগত চুক্তি" বলবত্

সারা বিশ্বের তামাক ও তামাকজাত দ্রব্য সীমিত রাখার জন্যে বিশ্বের প্রথম চুক্তি---"তামাক নিয়ন্ত্রণের কাঠামোগত চুক্তি" ২৭ তারিখে বলবত্ হয়েছে । এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রথম আন্তর্জাতিক আইনের বাধ্যতামূলক শক্তি-সম্পন্ন বিশ্বব্যাপী চুক্তি এবং তামাক সংক্রান্ত প্রথম বিশ্বব্যাপী বহুপাক্ষিক চুক্তি ।

"তামাক নিয়ন্ত্রণের কাঠামোগত চুক্তি" ২০০৩ সালের মে মাসে জেনিভায় অনুষ্ঠিত ৫৬তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহিত হয়েছে । এ পর্যন্ত ১৬৭টি দেশ চুক্তিটি স্বাক্ষর করেছে । বর্তমানে ৫৭টি দেশ এই চুক্তি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে ।

চীন সরকার সক্রীয়ভাবে"তামাক নিয়ন্ত্রণের কাঠামোগত চুক্তি" সম্পাদনের প্রক্রিয়ায় অংশ নিয়েছে এবং ২০০৩ সালের ১০ই নভেম্বর এই চুক্তি স্বাক্ষর করেছে ।