v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-03-04 14:40:54    
একটি নতুন জাতের ধান একটি মহকুমার ভাগ্য বদলে দিয়েছে

cri
    চীনে দুটি প্রদেশের সংযোগস্থলের অধিকাংশ জায়গাই দরিদ্র । হোনান প্রদেশ ও আনহুয়ে প্রদেশের সংযোগস্থলে অবস্থিত হোনান প্রদেশের সিংছাই জেলার তেন কান মহকুমার অবস্থাও তেমনি ।

    একটি হোন নদী ও একটি রু নদী তেন কান মহকুমায় মিশে গিয়ে আবার বিভক্ত হয়ে মহকুমাটিকে খণ্ডবিখণ্ডিত করে তোলে । গোটা মহকুমার বিশটি গ্রামের মধ্যে আঠারোটি নদী দু'টির তীরে অবস্থিত । সাড়ে সাত হাজার একর আবাদী জমির মধ্যে আশি শতাংশই বন্যামুক্ত জলসীমার নিচে ।

    তাই ভারী বৃষ্টি হলে বড় দুযোর্গ আর হাল্কা বৃষ্টি হলে ছোট দুযোর্গ দেখা দিতো । তেন কান মহকুমার হাজার হাজার অধিবাসী বংশপরম্পরায় দুযোর্গের মধ্যে দিন কাটাতেন । খাদ্যের ক্ষেত্রে গ্রামাঞ্চল থেকে ক্রয় করা খাদ্যশস্য গ্রামাঞ্চলে বিক্রয় করার উপর নির্ভর করতেন ,উত্পাদনের ক্ষেত্রে ঋণের উপর নির্ভর   করতেন আর অর্থের ক্ষেত্রে ত্রাণের উপর নির্ভর করতেন । কিন্তু একবিংশ শতাব্দীতে পদাপর্ণের সময়ে তাদের ভাগ্যের আমূল পরিবতর্ন ঘটেছে।

    এই বিপ্লবী পরিবতর্নের প্রভাবক হলো একটি নতুন জাতের ধানের চাষ ও শিল্পায়নের উন্নয়ন । দুই হাজার দুই সালের মার্চ মাসে সবর্দা দারিদ্র্যের অবস্থার পরিবতর্ন-প্রয়াসী তেন কান মহকুমার পার্টি কমিটি ও সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা হোনানপ্রদেশের কৃষিবিজ্ঞান আকাডেমী থেকে "স্ফটিক ৩" নামক নতুন লালিত ধানের বীজ আমদানী করেন । মহকুমার প্রধান ইউয়ান বিন সো বলেছেন , "এটি হচ্ছে একটিখুবই ভালো জাতের ধান , এর শিষ ধরার শক্তি প্রবল এবং এর গাছের স্থিতিস্থাপকের গুণ আছে , নুয়ে পড়ে না , যেনো বিশেষভাবে আমাদের বন্যাপীড়িত অঞ্চলের জন্যই লালন করা" ।

    গোটা জেলার ধানের সংস্কারে তার উল্লেখযোগ্য অবদানের জন্য মহকুমার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপপ্রধান থেকে মহকুমার প্রধানের পদে উন্নীত হওয়া ইউয়ান বিন সো তখনকার আনন্দ চেপে রাখতে না পেরে সংবাদদাতাকে বলেছেন , "ওই বছর আমরা বিন লৌ গ্রামকে কেন্দ্র করে একশো সাতষট্টি একরের একটি বিশাল দৃষ্টান্তমূলক এলাকা গড়ে তুলেছি । শরত্কালে ফসল কাটার পর দেখা গেছে , একরপ্রতি উত্পাদন পরিমাণ তিন হাজার একশো আশি কিলোগ্রামে পৌঁচেছে । আমাদের এই জায়গার আগেকার উত্পাদন মান খুবই নিচু ছিলো । তিন হাজার একশো আশি কিলোগ্রাম ধানের অর্থই হলো চার হাজার ইউয়ানেরও বেশী অর্থ । ওই বছর আমাদের কৃষকদের মাথাপিছু আয় হয়েছে এক হাজার নয় শো ইউয়ান অথার্ত্ দশ বছর আগেকার পাঁচ গুণেরও বেশী"।

    যখন তেন কান-বাসীরা উচ্চফলন অজর্নের জোর প্রচেষ্টা চালাচ্ছিলেন তখন নিম্ন তাপমাত্রা ও ঘনঘন বৃষ্টির আবহাওয়া দেখা দেয় । আশেপাশের ধানক্ষেতের ধানের উত্পাদন বিরাটমাত্রায় কমেছে । কিন্তু "স্ফটিক ৩"-এর একরপ্রতি উত্পাদন পরিমাণ হয়েছে দুই হাজার আটশো বিরানব্বই কিলোগ্রাম। "স্ফটিক ৩" দুলর্ভ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ।

    সেই বছরেই "তেন কান"মার্কা উন্নতমানের চাল রাষ্ট্রের মার্কা ব্যুরোর নিবন্ধিত মার্কা পেয়েছে এবং হোনান প্রদেশের অক্ষতিকর উত্পাদন এলাকার স্বীকৃতি এবং রাষ্ট্রের অক্ষতিকর কৃষিজাত পণ্যের স্বীকৃতি ও খাদ্যের গুণগত মানের স্বীকৃতি পেয়েছে । তেন কান চাল প্রক্রিয়াকরণ কারখানাকে কৃষি মন্ত্রণালয় গুণগত মানের সাবির্ক ব্যবস্থাপনার লক্ষ্যমাত্রা অজর্নকারী শিল্পপ্রতিষ্ঠানের মযার্দা দিয়েছে । চীনের উন্নতমানের ধান মেলায়"তেন কান" মার্কা স্ফটিক ৩ চাল প্রথম স্থান পেয়ে স্বণর্পুরস্কার পেয়েছে ।

    এখন হোনান প্রদেশের রাজধানী চেন চৌয়ের সুপারমাকের্টে প্রবেশ করলে দেখা যায় ,"তেন কান"মার্কা স্ফটিক ৩ চাল পণ্যভোগীদের সবচেয়ে বেশী সমাদর পাচ্ছে । তেন কান-বাসীরাও তাই সমৃদ্ধির পথ ধরেছেন ।

    দুই হাজার চার সালে তেন কান মহকুমায় "স্ফটিক৩" ধান চাষের জমির আয়তন দ্রুত বেড়ে এক হাজার ছয়শো সত্তর একর হয়েছে । একরপ্রতি গড়পড়তা উত্পাদন পরিমাণ হয়েছে তিন হাজার তিনশো বাহান্ন কিলোগ্রাম । উচ্চফলনশীল জমির একরপ্রতি উত্পাদন পরিমাণ দাঁড়িয়েছে চার হাজার দু'শো সাতাত্তর দশমিক চার কিলোগ্রামে । শুধু তাই নয় ,"স্ফটিক৩" ধানের চাষ তেন কান মহকুমা থেকে সিংছাই জেলার ষোলো হাজার সাতশো একরের জমিতে সম্প্রসারিত হয়েছে । নান ইয়ান ,সিন ইয়ান ,চিয়াংসু প্রদেশের লিন হাই ,সানতুং প্রদেশের চিনিং ,হুনান প্রদেশের চাং চিয়া চিয়ে ইত্যাদি জায়গায়ও এই ধানের ব্যাপক চাষ হচ্ছে ।