চীনে দুটি প্রদেশের সংযোগস্থলের অধিকাংশ জায়গাই দরিদ্র । হোনান প্রদেশ ও আনহুয়ে প্রদেশের সংযোগস্থলে অবস্থিত হোনান প্রদেশের সিংছাই জেলার তেন কান মহকুমার অবস্থাও তেমনি ।
একটি হোন নদী ও একটি রু নদী তেন কান মহকুমায় মিশে গিয়ে আবার বিভক্ত হয়ে মহকুমাটিকে খণ্ডবিখণ্ডিত করে তোলে । গোটা মহকুমার বিশটি গ্রামের মধ্যে আঠারোটি নদী দু'টির তীরে অবস্থিত । সাড়ে সাত হাজার একর আবাদী জমির মধ্যে আশি শতাংশই বন্যামুক্ত জলসীমার নিচে ।
তাই ভারী বৃষ্টি হলে বড় দুযোর্গ আর হাল্কা বৃষ্টি হলে ছোট দুযোর্গ দেখা দিতো । তেন কান মহকুমার হাজার হাজার অধিবাসী বংশপরম্পরায় দুযোর্গের মধ্যে দিন কাটাতেন । খাদ্যের ক্ষেত্রে গ্রামাঞ্চল থেকে ক্রয় করা খাদ্যশস্য গ্রামাঞ্চলে বিক্রয় করার উপর নির্ভর করতেন ,উত্পাদনের ক্ষেত্রে ঋণের উপর নির্ভর করতেন আর অর্থের ক্ষেত্রে ত্রাণের উপর নির্ভর করতেন । কিন্তু একবিংশ শতাব্দীতে পদাপর্ণের সময়ে তাদের ভাগ্যের আমূল পরিবতর্ন ঘটেছে।
এই বিপ্লবী পরিবতর্নের প্রভাবক হলো একটি নতুন জাতের ধানের চাষ ও শিল্পায়নের উন্নয়ন । দুই হাজার দুই সালের মার্চ মাসে সবর্দা দারিদ্র্যের অবস্থার পরিবতর্ন-প্রয়াসী তেন কান মহকুমার পার্টি কমিটি ও সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা হোনানপ্রদেশের কৃষিবিজ্ঞান আকাডেমী থেকে "স্ফটিক ৩" নামক নতুন লালিত ধানের বীজ আমদানী করেন । মহকুমার প্রধান ইউয়ান বিন সো বলেছেন , "এটি হচ্ছে একটিখুবই ভালো জাতের ধান , এর শিষ ধরার শক্তি প্রবল এবং এর গাছের স্থিতিস্থাপকের গুণ আছে , নুয়ে পড়ে না , যেনো বিশেষভাবে আমাদের বন্যাপীড়িত অঞ্চলের জন্যই লালন করা" ।
গোটা জেলার ধানের সংস্কারে তার উল্লেখযোগ্য অবদানের জন্য মহকুমার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপপ্রধান থেকে মহকুমার প্রধানের পদে উন্নীত হওয়া ইউয়ান বিন সো তখনকার আনন্দ চেপে রাখতে না পেরে সংবাদদাতাকে বলেছেন , "ওই বছর আমরা বিন লৌ গ্রামকে কেন্দ্র করে একশো সাতষট্টি একরের একটি বিশাল দৃষ্টান্তমূলক এলাকা গড়ে তুলেছি । শরত্কালে ফসল কাটার পর দেখা গেছে , একরপ্রতি উত্পাদন পরিমাণ তিন হাজার একশো আশি কিলোগ্রামে পৌঁচেছে । আমাদের এই জায়গার আগেকার উত্পাদন মান খুবই নিচু ছিলো । তিন হাজার একশো আশি কিলোগ্রাম ধানের অর্থই হলো চার হাজার ইউয়ানেরও বেশী অর্থ । ওই বছর আমাদের কৃষকদের মাথাপিছু আয় হয়েছে এক হাজার নয় শো ইউয়ান অথার্ত্ দশ বছর আগেকার পাঁচ গুণেরও বেশী"।
যখন তেন কান-বাসীরা উচ্চফলন অজর্নের জোর প্রচেষ্টা চালাচ্ছিলেন তখন নিম্ন তাপমাত্রা ও ঘনঘন বৃষ্টির আবহাওয়া দেখা দেয় । আশেপাশের ধানক্ষেতের ধানের উত্পাদন বিরাটমাত্রায় কমেছে । কিন্তু "স্ফটিক ৩"-এর একরপ্রতি উত্পাদন পরিমাণ হয়েছে দুই হাজার আটশো বিরানব্বই কিলোগ্রাম। "স্ফটিক ৩" দুলর্ভ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ।
সেই বছরেই "তেন কান"মার্কা উন্নতমানের চাল রাষ্ট্রের মার্কা ব্যুরোর নিবন্ধিত মার্কা পেয়েছে এবং হোনান প্রদেশের অক্ষতিকর উত্পাদন এলাকার স্বীকৃতি এবং রাষ্ট্রের অক্ষতিকর কৃষিজাত পণ্যের স্বীকৃতি ও খাদ্যের গুণগত মানের স্বীকৃতি পেয়েছে । তেন কান চাল প্রক্রিয়াকরণ কারখানাকে কৃষি মন্ত্রণালয় গুণগত মানের সাবির্ক ব্যবস্থাপনার লক্ষ্যমাত্রা অজর্নকারী শিল্পপ্রতিষ্ঠানের মযার্দা দিয়েছে । চীনের উন্নতমানের ধান মেলায়"তেন কান" মার্কা স্ফটিক ৩ চাল প্রথম স্থান পেয়ে স্বণর্পুরস্কার পেয়েছে ।
এখন হোনান প্রদেশের রাজধানী চেন চৌয়ের সুপারমাকের্টে প্রবেশ করলে দেখা যায় ,"তেন কান"মার্কা স্ফটিক ৩ চাল পণ্যভোগীদের সবচেয়ে বেশী সমাদর পাচ্ছে । তেন কান-বাসীরাও তাই সমৃদ্ধির পথ ধরেছেন ।
দুই হাজার চার সালে তেন কান মহকুমায় "স্ফটিক৩" ধান চাষের জমির আয়তন দ্রুত বেড়ে এক হাজার ছয়শো সত্তর একর হয়েছে । একরপ্রতি গড়পড়তা উত্পাদন পরিমাণ হয়েছে তিন হাজার তিনশো বাহান্ন কিলোগ্রাম । উচ্চফলনশীল জমির একরপ্রতি উত্পাদন পরিমাণ দাঁড়িয়েছে চার হাজার দু'শো সাতাত্তর দশমিক চার কিলোগ্রামে । শুধু তাই নয় ,"স্ফটিক৩" ধানের চাষ তেন কান মহকুমা থেকে সিংছাই জেলার ষোলো হাজার সাতশো একরের জমিতে সম্প্রসারিত হয়েছে । নান ইয়ান ,সিন ইয়ান ,চিয়াংসু প্রদেশের লিন হাই ,সানতুং প্রদেশের চিনিং ,হুনান প্রদেশের চাং চিয়া চিয়ে ইত্যাদি জায়গায়ও এই ধানের ব্যাপক চাষ হচ্ছে ।
|