v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-03-04 13:48:06    
চীন গল্ফ সেরাদের প্রতিযোগিতা

cri
    চীনের মূল ভূভাগের পক্ষে গল্ফ একটি নতুন ক্রীড়া।ইউরোপে গল্ফের জম্ম ১৮ তম শতাব্দীর শুরুতে গল্ফ অন্যান্য অঞ্চলে প্রচলিত হয়। ১৯৮৪ সালে চীনের মূল ভূভাগে গল্ফ খেলা শুরু হয়। তখন পেইচিং, সাংহাই এবং সেনজেন প্রভৃতি জায়গায় পর পর গল্ফ ক্লাব এবং গল্ফ কোর্স গড়ে তোলা হয়েছে।যার ফলে এই ক্রীড়া চীনে সংগঠনিক আর পরিকল্পিতভাবে বিকাশের পথ বেয়ে চলেছে।১৯৮৬ সালে সিউলে অনুষ্ঠিত এশিয় গেমসে চীনের গল্ফ খেলোয়াড়রা প্রথম বার আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেন।এর পর বিভিন্ন প্রতিযোগিতা একটানা আয়োজনের ফলে চীনের গল্ফ খেলোয়াড়ের সংখ্যা অনবরত বেড়েছে এবং প্রতিযোগিতার মানও অনবরত উন্নত হয়েছে।

    এবারকার চীন গল্ফ তারকা প্রতিযোগিতায় বিশ্ব আর চীনের নাম-করা খেলোয়াড়রা যোগ দিয়েছেন। তাদের মধ্যে আছেন বিশ্বের ছয় নম্ব খেলোয়াড় ক্যানাডার খেলোয়াড় মাইক ভেইর, বিশ্বের এক নম্ব নারী খেলোয়াড় সুইডেনের আন্নিকা সোরেনস্টাম এবং বিশ্বের চার নম্ব খেলোয়াড় দক্ষিণ কোরিয়ার গ্রেস পার্ক।এই তিন জন বিদেশী খেলোয়াড় যোগ্য খেলোয়াড়। চীনের এক নম্বর গল্ফ খেলোয়াড় তাদের প্রশংসায় পঞ্চমুখ ।তার পার্টনার নারী খেলোয়াড় আন্নিকা সোরেস্টাম প্রসংগে তিনি বলেছেন,

    আন্নিকা সোরেস্টাম সত্যই একজন ভাল খেলোয়াড়।তার চমত্কার নৈপুণ্য থেকে দেখা যায় তিনি বিশ্বের এক নম্বর হবার যোগ্য গল্ফ খেলোয়াড়। আপনারা সবাই দেখেছেন খেলার সময় তিনি খুব ভাল নৈপুণ্য দেখিয়েছেন।আমার অনেক শিখবার আছে।

    যদিও গল্ফ চীনে দ্রুত গতিতে বিকশিত হচ্ছে, তবু চীনা খেলোয়াড়দের যোগ্যতা বিশ্বের শ্রেষ্ঠ খেলোয়াড়দের সংগে তুলনা করতে পারে না।তবে ব্যবধান স্বীকার করার সংগে সংগে চীনের ক্রীড়া মহল সক্রিয়ভাবে বিকাশের রণনীতি প্রণয়ন করছে।যাতে এই ইভেন্টে চীনা খেলোয়াড়দের মান যত তাড়াতাড়ি সম্ভব উন্নত করা যায়।চীনের ওলিম্পিক কমিটির ভাইস চেযারম্যান শিও তিয়েন ব্যাখ্যা করে বলেছেন, গল্ফেরসফটওয়্যার , হার্ডওয়্যার এবং নবীন খেলোয়াড়দের তৈরী করার দিকে বিশেষভাবে মনোযোগ দেয়া আমাদের বিকাশের রণনীতি।তা ছাড়া, চীনের অন্যান্য ক্রীড়া ক্ষেত্রে যে সাফল্য অর্জিত হয়েছে তার সদ্ব্যবহার করা উচিত।তিনি বলেছেন,

    আমাদের এক দিকে গল্ফ কোর্সের ব্যবস্থা উন্নত করতে হবে, অন্য দিকে জনসাধারনের মধ্যে গল্ফের জ্ঞান জনপ্রিয় করতে হবে।ব্যাপক সংখ্যক শ্রেষ্ঠ নবীণ খেলোয়াড়েরকে বিশেষ প্রশিক্ষণ দিতে হবে।তাদেরকে উচ্চ মানে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়ার সংযোগ দিতে হবে।কারণ এ সবই চীনের গল্ফের সার্বিক মান উন্নত করার জন্য কল্যাণকর।এ ব্যাপারে চীনের অন্যান্য ক্রীড়া ক্ষেত্রে অনেক সাফল্যজনক অভিজ্ঞতা অর্জিত হয়েছে।আমার মনে হয় , এ সব অভিজ্ঞতা গল্ফে ব্যবহার করা যায়। আমার বিশ্বাস, ভবিষ্যতে গল্ফ ইভেন্টে আমরা লক্ষণীয় সাফল্য অর্জন করতে পারবো।

    গত ২০ বছরের প্রয়াসে, চীনের গল্ফের উত্পাদন শিল্প মোটামুটি রুপ পেয়েছে ।অসম্পূর্ণ পরিসংখ্যাণ অনুযায়ী, বর্তমানে চীনে দু 'শোরও বেশী গল্ফ কোর্স নির্মাণ করা হয়েছে।গল্ফ অনুরাগীদের সংখ্যা ৪৫ লক্ষের বেশী।আন্তর্জাতিক গল্ফ সমিতির পরিসংখ্যাণ অনুযায়ী, বর্তমানে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের পর পৃথিবীর দ্বিতীয় বড় গল্ফ সামগ্রী উদপানকারী দেশে পরিণত হয়েছে।এর আগে জাপান দ্বিতীয় স্থানে ছিল। আগামী তিন বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গিয়ে এই বাজারের ৭০ শতাংশ শেয়ার দখল করা হবে বলে আশা করা হচ্ছে।গল্ফের হার্ডওয়্যার ব্যবস্থা ধাপে ধাপে সম্পূর্ণ হওয়ার সংগে সংগে চীনের গল্ফ সমিতির দৃষ্টি জনসাধারনের সমাদর লাভ এবং নবীণ খেলোয়াড় সৃষ্টির দিকে নিবদ্ধ হয়েছে।চীনের গল্ফ সমিতির উপ মহাসচিব লি ইয়াং বলেছেন,

    আগামী কয়েক বছরে নবীন খেলোয়াড়দের তৈরী করা , জনসাধারনের মধ্যে গল্ফ জনপ্রিয় করা এবং গল্ফ খেলার মান উন্নত করা আমাদের জরুরী কতর্ব্য।কারণ এখন উচ্চ মানের প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ আমরা পেয়েছি।কিন্তু চীনের গল্ফ খেলোয়াড়দের যোগ্যতা যথাযথ মানদন্ডে পৌঁছেনি। তাই জনসাধারনের মধ্যে গল্ফ জনপ্রিয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।আমরা লক্ষ্য করেছি, বর্তমানে এই কিস্তির নবীণ খেলোয়াড়দের সুপ্ত শক্তি ভাল।এই ক্রীড়ায় আরো বেশী কিশোরকিশোরীদের অংশ নিতে উত্সাহ দেওয়ার জন্য আমরা প্রাসংগিক পদক্ষেপ গ্রহণ করছি।

    উপ মহা সচিব লি আরো বলেছেন, ভবিষ্যতে চীনে আরো বেশী উচ্চ মানের গল্ফ প্রতিযোগিতা আয়োজন করা হবে।এ বছর চীনে পঞ্চম পি জি এ এশিয় আর পি জি এ ইউরোপীয় ভ্রাম্যমান প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।এ সব প্রতিযোগিতা সফল হয়েছে। উপরন্তু এ সব প্রতিযোগিতা চীনের খেলোয়াড়দের জন্য বিদেশী খেলোয়াড়দের কাছ থেকে শিক্ষা গ্রহণের সুযোগ যুগিয়ে দিয়েছে। আগামী বছরে চীনে অনুষ্ঠিতব্য গল্ফ প্রতিযোগিতায় আরো বেশী কয়েক জন বিশ্ববিখ্যাত বিদেশী খেলোয়াড় যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।উপ মহা সচিব লি বলেছেন, ২০০৬ সালে বিশ্ব কাপ গল্ফ প্রতিযোগিতা সম্ভবত চীনে আয়োজন করা হবে বলে তিনি বিশ্বাস করেন।