v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-03-04 10:05:40    
সংগীত সাগর--জীবন

cri
    আরো একটি নতুন বছর, এই বছরে আপনাদের নিশ্চিয়ই সুন্দর সুন্দর পরিকল্পনা আছে? আশা করি, আপনাদের সবার স্বপ্ন বাস্তবতার ফুলে বিকশিত হবে। গত সপ্তাহে আমি আপনাদের কাছে নববর্ষের বিশেষ অনুষ্ঠানে আমাদের গ্রুপের একটি বিশেষ সংগীত পরিবশনা উপহার দিয়েছি, আপনারা তা পছন্দ করেছেন তো? আশা করি, আরো বেশী বন্ধু আমাদের কাছে আপনাদের মতামত আর প্রস্তাব দেবেন।

    বন্ধুরা, আমরা অত্যন্ত বেদনাত হৃদয়নিয়ে স্নারক করেছি, গত ২৬শে ডিসেম্বর ভারত মহাসাগরের সংঘটিত সুনামিতে দেড় লক্ষাধিক জীবন হানি এবং সহায় প্রমপত্তির অপরিমেয় ক্ষয়ক্ষতি। যে জীবন হারিয়ে গেছে তা আর কোনদিনই ফিরে আসবে না কিন্তু যে জীবন এখনো অস্তিত্বমান আর যত্ন নেয়া আমাদের সবার দায়িত্ব। তাই আজকের অনুষ্ঠনের বিষয় হচ্ছে জীবন। এবারকার দুর্যোগে দেড় লক্ষাধিক জীবনের অবসান থেকে আমারা দেখেছি যে মানুষ জীবন খুবই দুর্বল। তাই, আমাদের সবাইকে নিজের জীবনের যত্ন নিতে হবে, জোর প্রয়াসে জীবনকে আরো অর্থবহ করে তুলতে হবে।

    এবারকার অতর্কিত দুর্যোগে অনেক মানুষ জীবন হারিয়েছেন, অনেক তাঁদের আত্নীয়স্বজন হারিয়েছেন এবং অসংখ্য মানুষ বাস্তুহারা হয়েছেন। ধনী নির্বিশেষে এই করাল গ্রাসী সুনামির শিকার হয়েছেন। সাধারণ দুর্যোগ সংঘটিত হবার পর, বিভিন্ন দেশের জনগণ দুর্গতদের কাছে সাহায্য দিয়েছেন। চীনের সর্বস্তবের জনগণ স্বেচ্ছায় চাঁদা দেয়ার মাধ্যমে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। আমি মনে করি, এখন যাঁরা বেচে আছেন, তাদের স্বাভাবিক, সুন্দর জীবন পুনরুদ্ধার করা খুবই জরুরী। কথায় আছে, যতক্ষন শ্বাস, ততক্ষণ আশ। তাই আমাদের নতুন করে আশায় বুক বেঁধে এগিয়ে যেতে হবে। কেউ কেউ মনে করেন, জীবনে প্রেম সবচেয়ে গুরুত্বপূর্ণ,হয়তো কিছু লোক মনে করেন, জীবনে ক্যারিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ, হয়তো কিছু কিছু লোক মনে করেন, জীবনে বাড়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা এ অনুষ্ঠান শুনছেন আপনাদের কাছে জীবনে গুরুত্বপূর্ণ সবচেয়ে কি এবং জীবনের অর্থ কি? আপনারা ইমেইলের মাধ্যমে আমাদের কাছে আপনাদের জানাবেন আমাদের ইমেইলের ঠিকানা হলো:

    হ্যাঁ, এবারকার দুর্যোগ সংঘটিত হবার পর, মানুষের দুর্বল জীবনের নির্মম বাস্তবতার সামনে আমি বিজেকে প্রশ্ন করেছি: জীবনের অর্থ কি ? কয়েক দিন চিন্তা-ভাবনার পর, আমি মনে করি, আমার মনে জীবনের বৃহত্তম অর্থ হচ্ছে সঠিত মূল্য অনুধারন । হ্যাঁ, যদি আমরা নিজেদের জীবনের মূল্য উপলব্ধি করি, তবে আমাদের আশে-পাশের সকল জনগণ আর সম্পদের মূল্যত্ত বুঝতে পারবো।জীবন খুবই দুর্বল আর অস্থায়ী,তাই আমাদের বেচেঁ থাকার সময়ে সকল জিনিজকে মূল্যয়ন দেয়া উচিত। এর মধ্যে সফলতা, ব্যর্থতা, আশা-নিরাশা আর হাসি-বেদনা রয়েছে। এসব কিছু নিয়েই আমাদের জীবন বলে আমাদের জীবন বৈচিত্রময়।তাই, আমাদের জীবনের প্রতিতি বিষয়কে গুরুত্ব দেয়া উচিত।

এখন আমাদের সংগে একটি গান শুনুন।

    সাম্প্রতি দুর্যোগ ইতিমধ্যেই শেষ হয়েছে, এতে তা আমাদের জীবনে এনেছে ধ্বংসের প্রলয়-লীলা। কিন্তু আমরা ভয় করবো না। কারণ,এতে আমরা এক সুসংহত সহৃদয় বিশ্বমানবতার মিলিত সহায়তা দেখেছি। দুর্যোগের পর, পৃথিবীর বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আর বিভিন্ন দেশের জনগণ দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। দুর্যোগের সামনে পৃথিবীর মানুষের ঐক্যের শক্তি প্রতিফলিত হয়েছে। স্বজন ও সম্পদ হারানোর শোক শক্তিতে পরিণত হয়েছে। কিন্তু যখন আমাদের প্রত্যেকে শক্তি মিলিত হয়েছে, তখন আমাদের শক্তি খুবই প্রবল। তাই, আমাদের প্রত্যেকে নিজের কিছু কিছু শক্তি পুঞ্জিভূত করলে, আমি বিশ্বাস করি, আমাদের পৃথিবী আরো সুন্দর হবে। তাই না?