v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-03-03 13:51:15    
রমান্টিক বিয়ের অনুষ্ঠান

cri
    আপনার বিয়ে হয়েছে? যদি আপনার বিয়ে হয়েছে তাহলে আপনার কি ধরনের বিয়ের অনুষ্ঠান হয়েছিল? যদি আগামীকাল আপনার বিয়ে হবে, তাহলে আপনি কি ধরনের বিয়ের অনুষ্ঠান চান?

    এমন এক জোড়া বুড়ো-দম্পতির কথা বলছি, যাদের বিয়ে ষাট বছর পূর্ণ হয়েছে, তারা সবাইয়ের মনে গভীররেখাপাত করেছেন। বুড়ো মানুষটি বলেছেন, আমি ভাবতে পারিনি যে, এমন বয়সে আমি জীবিত আছি এবং স্ত্রীর সংগে আমি এত বেশি বছর ধরে জীবনযাপন করতে পারি। আমরা অব্যাহতভাবে সামনে চলতে থাকবো। তিনি আরও বলেছেন, আমরা শুধু আপনাদের চেয়ে কিছু বেশি পদক্ষেপ নিয়েছি, পরবর্তীকালে আরও বেশি লোক আমাদের মতো সামনে চলতে থাকবেন।

    হ্যাঁ, বিবাহিত জীবন থাকলেই কেবল জীবন সুন্দর হতে পারে।

    চীনের ছুংছিং শহরের এক জেলখানায় এক বিশেষ বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নতুন বৌ একজন বন্দী-আসামী। স্বামী স্ত্রী এক সংগে জীবনযাপন করতে চাইলে তাদের অপেক্ষা করতে হয়। কিন্তু তাদের জানতে হবে যে, প্রেম মহান, প্রেম সব লোককে মুগ্ধ করতে পারে। মনে যদি আশা আর প্রেম থাকে, তাহলে অপেক্ষা করা মানেই সুখ।

    ইরাকের যুদ্ধক্ষেত্রে এমন একটি বিয়ের অনুষ্ঠান হয়েছিল বর হলেন মার্কিনী সৈনিক আর কন্যে হলেন ইরাকী মেয়ে। তাই প্রেম জাতি, রাজনীতি আর যুদ্ধের দ্বারা বিভক্ত হওয়া উচিত্ নয়।

    আমি পেইচিংএয়ার স্পোর্ট বিদ্যালয়ের খেলোয়াড় ও কোচ।

    আমি জাতীয় ক্রীড়া কমিশনে কাজ করি। আগে আমিও একজন প্যারাট্রুপার ছিলাম।

ওয়াং ইয়ুংলি ও সেংজুনের বিয়ের অনুষ্ঠান প্যারাশুট জাস্পের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। কেন এই ধরনের বিয়ের অনুষ্ঠান বেছে নিয়েছেন? এ সম্পর্কে ওয়াং ইয়ুংলি বলেছেন, আমরা দুজনই প্যারাট্রুপার, এ ক্ষেত্রে আমরা বিরাট সাফল্য অর্জন করেছি। আমার স্ত্রী ছয়বার বিশ্ব চ্যাস্পিয়ন হয়েছিলেন, আমি তিনবার বিশ্ব চ্যাস্পিয়ন হয়েছিলাম। বলা যায়, এ ক্ষেত্রে আমরা শীর্ষে আছি। এ ধরনের বিয়ের অনুষ্ঠান আমাদের দুজনেরই ইচ্ছা।

    বিয়ে অনুষ্ঠানের প্রস্ত্ততিমূলক কাজ সম্পর্কে ওয়াং ইয়ুংলি বলেছেন, এই ধারণা হওয়া থেকে তা বাস্তবায়িত হওয়া পর্যন্ত তিন বছর লেগেছে। কনে সেং জুন বলেছেন, আমাদের এই বিয়ে অনুষ্ঠানের বৃহত্তম অসুবিধা হল আর্থিক সমস্যা। এ ধরনের বিয়ে-অনুষ্ঠান বাস্তবায়িত হলে আর্থিক সাহায্য দরকার। প্রথম বছরে যখন আমরা আকাশে আমাদের যে বিয়ে-অনুষ্ঠান করতে চাই তখন আর্থিক সমস্যার কারনে আমরা তা স্থগিত রেখেছি। দ্বিতীয় বছরে আমরা আর্থিক সাহার্য পাওয়ার চেষ্টাও করেছি। তৃত্বীয় বছরে যখন আমরা নিরাশ হই তখন আর্থিক সমস্যা সমাধান হয়েছে, আমরা আকাশে প্যারাশুটের মধ্য দিয়ে আমাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছি।

    লি চিয়েন রেন ও ওয়াংহোং ইয়েন দুজনই হাসপাতালে কাজ করেন। তাদের বিয়ের অনুষ্ঠান বুনগি অর্থাত্ উচুস্থান থেকে রশিলাফ দেয়া নামে এক ধরনের উত্তেজক ক্রীড়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। বর লি চিয়েন রেন বলেছেন, আমরা চাই অন্যান্যদের তুলনায় আমাদের বিয়ের-অনুষ্ঠান ভিন্ন রকম। আমার বন্ধু, সহপাঠি অথবা সহকর্মিরা কেউই এ ধরনের বিয়ে-অনুষ্ঠান বেছে নেননি। আমরা চাই এক বিশেষ বিয়ে-অনুষ্ঠান যাতে এই মুহুর্ত চিরকালই আমাদের স্মৃতি হয়ে থাকবে। তাই আমরা বুনগি নামে উত্তেজক ক্রীড়ার মধ্য দিয়ে আমাদের বিয়ে-অনুষ্ঠান সম্পন্ন করার পদ্ধতি বেছে নিয়েছি।

   

উচু স্থান থেকে নিচে রশি লাফ দেয়ার সেই মুহুর্তে নিজের অনুভব সম্পর্কে কন্যে ওয়াং হোংইয়েন বলেছেন, প্রথমে আমার ভীষণ ভয় হয়, তিনি আমার পাশেই আছেন যখন অনুভব করি তখন আমি নিশ্চিত হয়েছি এবং জোরে তাকে জড়িয়ে ধরি। তিনি আমার একমাত্র নির্ভরযোগ্য লোক। আজীবনের, সেই মুহুর্তের আর পরবর্তীকালের একমাত্র নির্ভরশীল লোক।

    বর লি চিয়েনরেন বলেছেন, আমি চিরকালই তাকে রক্ষা করব।

    ও  , কত রমান্টিক বিয়ের অনুষ্ঠান, তাই না? আশা করি, আগামীতে বিয়ে করবেন এমন বন্ধুর বিয়ের অনুষ্ঠানও রমান্টিক হবে।