v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-03-03 11:16:24    
চীনের  গণ রাজনৈতিক  পরামর্শ সম্মেলন

cri
    চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির বার্ষিক অধিবেশন ৩রা মার্চ পেইচিংয়ে শুরু হয়েছে ।

    চীনের কমিউনিষ্ট পার্টির নেতৃত্বাধীন বহুদলীয় সহযোগিতা ও রাজনৈতিক পরামর্শ ব্যবস্থা চীনের মৌলিক রাজনৈতিক ব্যবস্থা, চীনের বৈশিষ্ট্যসম্পন্ন এই রাজনৈতিক ব্যবস্থা চীনের বাস্তব অবস্থার সংগে খাপ খায় । চীনের বিভিন্ন রাজনৈতিক দল , গণ সংগঠন ও বিভিন্ন জাতি ও বিভিন্ন মহলের ব্যক্তিদের রাষ্ট্রীয় ব্যাপারে অংশ নেয়া ও রাষ্ট্রীয় ব্যাপার পর্যালোচনা আর ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতার এক গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটিকে চীনের সর্বোচ্চ রাজনৈতিক পরামর্শ ও পর্যালোচনা সংস্থা বলে অভিহিত করা হয় । চীনের কমিউনিষ্ট পার্টি ও চীন সরকার প্রায়ই দেশের গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্যদের সংগে পরামর্শ করে এবং তাদের মতামত ও প্রস্তাব শোনে । রাজনৈতিক পরামর্শ সম্মেলন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন আর বিভিন্ন জাতি ও বিভিন্ন মহলের ব্যক্তিদের সংগঠন করে রাষ্ট্রীয় ব্যাপার পর্যালোচনা করে , বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা ও তার কর্মীদের কাজকর্ম তত্ত্বাবধান করে এবং সমালোচনা করে ।

    সাংগঠনিক ক্ষেত্রে চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ব্যাপক প্রতিনিধিত্ব আছে । রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটিতে চীনের কমিউনিষ্ট পার্টি , বিভিন্ন গণতান্ত্রিক দল , নির্দলীয় ব্যক্তি , গণ সংগঠন , বিভিন্ন সংখ্যালঘু জাতি ও বিভিন্ন মহলের প্রতিনিধি আর হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রতিনিধি ,তাইওয়ানের স্বদেশীয় , প্রবাসী চীনা ও বিশেষ আমন্ত্রিত ব্যক্তিসহ মোট ৩৪ মহলের প্রতিনিধি আছে । রাজনৈতিক পরামর্শ সম্মেলনে ভিন্ন রাজনৈতিক দল, ভিন্ন জাতি ও ভিন্ন ধর্মাবলম্বীর নাগরিকরা এক সংগে রাষ্ট্রীয় ব্যাপার পর্যালোচনা করেন । রাজনৈতিক পরামর্শ সম্মেলনের অধিবেশনে সব ধরনের মতামত প্রকাশ করা যায় , রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্যদের গণতান্ত্রিক অধিকার পুরোপুরি সংরক্ষিত । তা ছাড়া চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলন বহু দলীয় সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ সংস্থা , ক্ষমতাসীন কমিউনিষ্ট পার্টি ও আটটি গণতান্ত্রিক দল রাজনৈতিক পরামর্শ সম্মেলনের গুরুত্বপূর্ণ অংশ । বিভিন্ন গণতান্ত্রিক দল রাজনৈতিক পরামর্শ সম্মেলনে নিজ দলের পক্ষ থেকে মত প্রকাশ করতে পারে এবং রাষ্ট্রীয় ব্যাপার পর্যালোচনা করতে পারে ।

    পরামর্শ সম্মেলনের সনদ অনুসারে সম্মেলনের সদস্যরা বিভিন্ন উপায়ে সরকারের কাজকর্ম তত্ত্বাবধান করতে পারেন এবং বিভিন্ন জাতি ও বিভিন্ন মহলের নাগরিকদের আকাঙ্ক্ষা ও দাবী প্রকাশ করতে পারেন । এর মধ্যে সবচেয়ে প্রত্যক্ষ ও কার্যকর উপায় হলো দেশের মূলনীতি ও সামাজিক জীবনের বড় বড় সমস্যা সম্বন্ধে প্রস্তাব দাখিল করা । প্রস্তাব দাখিল করা হলো রাজনৈতিক পরামর্শ সম্মেলনের কাছে সম্মেলনের সদস্যদের আর পরামর্শ সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন দল ও সংগঠনের লিখিতভাবে নিজের মতামত ও প্রস্তাব পেশ করা , এটা তাদের নিজের দায়িত্ব পালনের এক গুরুত্বপূর্ণ পদ্ধতি । পরামর্শ সম্মেলনের সদস্যরা ব্যক্তিগতভাবে অথবা কয়েকজন একসংগে প্রস্তাব দাখিল করতে পারেন , পরামর্শ সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দল ও গণ সংগঠন নিজ দল বা সংগঠনের পক্ষ থেকে প্রস্তাব দাখিল করতে পারে ,পরামর্শ সম্মেলনের বিভিন্ন বিশেষ কমিটি বিশেষ কমিটির পক্ষ থেকে প্রস্তাব দাখিল করতে পারে । দাখিল করা প্রস্তাবগুলো সরকারের সংশ্লিষ্ট বিভাগ পর্যালোচনা করবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পর্যালোচনার ফল রাজনৈতিক পরামর্শ সম্মেলনকে জানাবে । দাখিল করা প্রস্তাবগুলোর অনেক বিষয় চীন সরকারের প্রণীত কর্মসূচী ও নীতিমালায় প্রতিফলিত হয় ।

    চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনকে চীনের বিজ্ঞতার গুদাম বলে অভিহিত হয় । চীনের বিভিন্ন মহলের বিশেষজ্ঞ ও পন্ডিতরা পরামর্শ সম্মেলনের সদস্য , তাঁরা বিভিন্ন দিক থেকে চীনের উন্নয়ন ও গঠনকাজের অগ্রগতির জন্য নিজের মতামত ও প্রস্তাব পেশ করেন , তাঁরা চীনের অর্থনীতির প্রসার ও সমাজের অগ্রগতিতে সক্রিয় ভুমিকা নিয়েছেন ।

    চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির মেয়াদ পাঁচ বছর , প্রতি বছর সম্মেলনের একটি পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয় । এ বছর অনুষ্ঠিত দশম রাজনৈতিক পরামর্শ সম্মেলনের তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে মোট দু হাজার দু শ' প্রতিনিধি অংশ নিচ্ছেন । এই পূর্ণাঙ্গ অধিবেশনে সদস্যরা চীনের উন্নয়নের হিট পয়েন্টগুলো সম্বন্ধে আলোচনা করবেন । এই সব হিট পয়েন্ট হলো সরকারের কৃষি , পল্লীগ্রাম ও কৃষক সম্পর্কিত নীতি , রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর সংস্কার , শহরাঞ্চল ও গ্রামাঞ্চলের সমন্বিত উন্নয়ন , দুর্নীতির বিরোধিতা , সামাজিক শৃঙ্খলা ও আইনগত ন্যায়পরায়নতা , কর্মসংস্থান ও সামাজিক নিশ্চয়তা বিধান ইত্যাদি ।