প্রশান্ত মহাসাগরের দক্ষিন পশ্চিম দিকে অবস্থিত প্রবাল সাগরের আয়তন ৪৭ লক্ষ ৯১ হাজার বর্গকিলোমিটার। বিশ্বে শুধু প্রবাল সাগরের আয়তন চল্লিশ লক্ষ বর্গকিলোমিটারের বেশি। তাই প্রবাল সাগর বিশ্বে বৃহত্তম সাগর। তার পানির গড়পড়তা গভীরতা ২৩৯৪ মিটার, আর প্রবাল সাগরের যেখানে সবচেয়ে গভীর সেখানকার গভীরতা হল ৯১৬৫ মিটার। তাই প্রবাল সাগর বিশ্বের গভীরতম সাগরও।
ক্ষুদ্র এশিয়া উপদ্বীপ আর বলকান উপদ্বীপের মাঝখানে অবস্থিত ২৭০ কিলোমিটার দীর্ঘ আর ৭০ কিলোমিটার প্রশস্ত মারমালা সাগর বিশ্বে ফুদ্রতম সাগর, এর আয়তন মাত্র ১১ হাজার বর্গকিলোমিটার।
৩৮ হাজার আটশ' চল্লিশ বর্গকিলোমিটার আয়তনের এজো সাগরের সর্বোচ্চ গভীরতা মাত্র ১৪ মিটার, আর সাগরটির গড়পরতা গভীরতা আট মিটার বলে এজো সাগর বিশ্ব অগভীরতম সাগর।
লোহিত সাগরের পানির মধ্যে লবনের অনুপাত হাজারে চল্লিশের উপর, লোহিত সাগরের মধ্যে অঞ্চলের পানির মধ্যে লবনের অনুপাত হাজারে ৭৪ থেকে ৩১০। তাই লোহিত সাগর বিশ্ব লোনাতম সাগর। বাল্টিক সাগর বিশ্বে সবচেয়ে কম লোনা সাগর, তার পানির মধ্যে লবনের অনুপাত মাত্র হাজারে সাত থেকে আট ভাগের মধ্যে, এই অনুপাত বিশ্বের সাগরের পানির মধ্যে লবনের গড়পরতা অনুপাতের চেয়ে অনেক কম। বিশ্বের সাগরের পানির মধ্যে লবনের গড়পরতা অনুপাত হল হাজারে ৩৫ ভাগ।
|