|
|
(GMT+08:00)
2005-03-02 15:30:13
|
|
আপনি জানেন কি
cri
আপনি কি জানেন? পৃথিবীর সর্বোচ্চ মালভুমি হচ্ছে চীনের ছিনহাই তিব্বত মালভুমি, এর গড়পড়তা উচ্চতা চার হাজার মিটারেরও বেশী। দক্ষিণ আমেরিকার ব্রাজিল মালভুমি পৃথিবীর বৃহত্তম মালভুমি, এর আয়তন প্রায় পঞ্চাশ লক্ষ বর্গ কিলোমিটার ।পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হচ্ছে কোদিলাল পর্বতমালা, দক্ষিণ ও উত্তর আমেরিকার পশ্চিমাঞ্চলে বিস্তৃত কোদিলাল পর্বমালা সমন্তরালে এক সংগে অনেকগুলো পর্বত, উচ্চভুমি আর উপত্যকা নিয়ে গঠিত। এর দৈর্ঘ্য পনের হাজার কিলোমিটার। দক্ষিণ আমেরিকার পশ্চিমাঞ্চলে আট হাজার নয় শো কিলো মিটার দীর্ঘ এনডেস পর্বত পৃথিবীর দীর্ঘতম পর্বত। চীনের চুমালাংমা শৃংগ পৃথিবীর উচ্চতম শৃংগ, এর উচ্চতা ৮৮৪৮.১৩ মিটার। দক্ষিণ আমেরিকার আমাযান সমতল ভুমি পৃথিবীর বৃহত্তম সমতল ভুমি, এর আয়তন ৫৬ লক্ষ বর্গকিলোমিটার। চীনের সিন চিয়াংয়ের তুলুফান উপত্যকা পৃথিবীর নিম্নতম উপত্যকা। পৃথিবীর স্থলভাগে জর্দান ও ফিলিস্তিনের মধ্যকার মৃত সাগরের উচ্চতা সবচেয়ে কম। মিশরের নীল নদী পৃতিবীর দীর্ঘতম নদী। উত্তর আমেরিকার সুপেরিয়ার হ্রদ পৃথিবীর বৃহত্তম মিঠাপানির হ্রদ। পশ্চিম এশিয়ার কাস্পিয়ান সাগার পৃথিবীর বৃহত্তম লোনা পানির হ্রদ।
|
|
|