v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-03-02 11:16:51    
পৃথিবীর সবচেয়ে বড় জাতি

cri
    পৃথিবীতে মোট বিশ হাজারের মতো জাতি আছে । এই সব জাতির মধ্যে চীনের হান জাতির লোকসংখ্যা সবচেয়ে বেশী । হান জাতির লোকসংখ্যা অন্যূন ১২০ কোটি , এই সংখ্যা গোটা পৃথিবীর মোট সংখ্যার পাঁচ ভাগের এক ভাগ । তা ছাড়া , দশ কোটির বেশী লোকসংখ্যাবিশিষ্ট জাতি আরো ছয়টি আছে , এগুলো হচ্ছে: রুশ জাতি , বাঙালী জাতি , জাপানী জাতি আর ব্রাজিলীয় জাতি । উপরুল্লেখিত সাতটি জাতির মোট লোকসংখ্যা আড়াই বিলিয়নের বেশী , এটা পৃথিবীর মোট লোকসংখ্যার প্রায় অর্ধেক । পৃথিবীতে এমন জাতিও আছে যার লোকসংখ্যা মাত্র কয়েক ডজন । যেমন ভারত মহাসাগরীয় অঞ্চলের আন্দামান দ্বীপুঞ্জের মিংকোপি জাতি , ব্রাজিলের বোটোকুটো জিতি ও দক্ষিণ আমেরিকার ইয়া মাসি জাতি ইত্যাদি ।

    হান জাতির লোকেরা চীনা ভাষা ব্যবহার করেন । চীনা ভাষা হচ্ছে চীনের তথা পৃথিবীর অন্যতমো প্রধান ভাষা । পৃথিবীতে মোট দু'হাজার সাত শ' পঁচানব্বইটি ভাষা আছে , যাবতীয় ভাষার মধ্যে চীনা ভাষা ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশী , চীনা ভাষা জাতি সংঘের অন্যতমো ভাষা । দক্ষিণ পুর্ব এশিয়ার অনেক দেশে এক কোটিরও বেশী প্রবাসী চীনা ও চীনা-জাত বিদেশীরাও চীনা ভাষা ব্যবহার করেন । চীনা ভাষা পৃথিবীর দীর্ঘতম ইতহাস সম্পন্ন কয়েকটি ভাষার অন্যতম । আজ থেকে ছয় হাজার বছর আগে চীনা ভঅষাতেই ব্যবহৃত হয় , তা নয় , পৃথিবীতে আরো দুটো ভাষায় আর তিনটে দেশে চীনা অক্ষর ব্যবহার করা হয় । দুটো ভাষা হলো : জাপানী ভাষা ও কোরিয় ভঅষা । তিনটে দেশ হলো : জাপান , দক্ষিণ কোরিয়া ও সিংগাপুর । চীনের মূল ভূভাগ ও সিংগাপুর চীনা অক্ষরের নতুন ও সহজ সংস্করণ আর চীনের তাইওয়ান প্রদেশ ও হংকং অঞ্চলে চীনা অক্ষরের পুরানো ও জটিল সংস্করণ ব্যবহার করা হয় । জাপানী ভাষা ও দক্ষিণ কোরিয় ভাষায় চীনা অক্ষর আছে । তা ছাড়া , পৃথিবীর অনেক দেশের প্রবাসী-চীনা অধ্যুষিত অঞ্চলে স্থানীয় ভাষার পাশাপাশি চীনা ভাষাও ব্যবহার করা হয় ।