v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-03-02 10:30:05    
পৃথিবীর বিভিন্ন দেশের বৈশিষ্ট্যময় বার

cri
    ইরাকের রাজধানী বাগদাদের একটি বারে ক্রিশটিরও বেশী পাখি আছে । অতিথিরা বারে প্রবেশ করলেই পাখির কিচির-মিরির শুনতে পাবেন । অতিথিরা খাবার শেষ করে চলে গেলে পাখিগুলো চেবিলে উচ্ছিষ্টগুলো খেয়ে ফেলে । অনেক এই সব সুন্দর পাখি দেখা এবং তাদের কিচির-মিচির শব্দ শোনার জন্য এই বারে আসেন , কাজেই এই বারে সবসময়ই ভিড় জমে ।

    মার্কিন যুক্ত রাষ্ট্রের ওহাইয়ো অঙ্গ-রাজ্যের একটি ছোট শহরে বিশ-বাইশটি বারের নামকরণ হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের নামকরা লেখকদের নামে । পাঠকরা নিজেদের প্রিয় লেখকের নাম-যুক্ত বারে বসে মদ বা বিয়ার পান করার সংগে সংগে এই লেখকের বই পড়তে পারেন ।

    ব্রাজিলে একটি ফুটবল বার আছে । এই বারের ওয়েটাররা ফুটবল খেলোয়াড়ের পোষাক পরেন , দেওয়অলে বিভিন্ন ফুটবল টিমের পতাকা টাঙ্গানো রয়েছে । অতিথিরা বার থেকে বের হবার সময় বারের নিজস্ব তৈরী ফুটবল আকারের টফি পান ।

    তুরস্কে এমন একটি বার আছে যাতে একটা মাছের জলাধার আছে , অতিথি যদি পুকুরের মাছ খেতে চান , তাহলে আরের মালিকের কাছ থেকে মাছ ধরার ছিপ ধার করতে পারেন এবং বারের বাবুর্চি আপনার বড়শিতে ধরা মাছ রান্না করে আপনার টেবিল পরিবেমন করবেন ।

    যুক্ত রাষ্ট্রে কমিষন বার নামে একটি বৈশিষ্ট্যময় বার আছে । এই বার প্রত্যাএক অতিথির নিজের একাউন্ট আছে , প্রতি বছরের ৩০শে সেপ্টেম্বর বারের মালিক প্রত্যেক অতিথির বিলের মোট মুল্য হিসেব করেন এবং বারের নিট মুনাফার দশ শতাংশ কমিসন হিসেবে অতিথিকে ফেরত দেয় ।

জার্মানীতে একটি পুতুল নাচ বার আছে , অতিথি আসলে নেপথ্যে নিয়ন্ত্রিত পুতুলরা আপনাকে প্রনাম করে মিষ্টি কন্ঠে শুভেচ্ছা জানায় এবং অতিথিদের সংগে আলাপ করে অথবা নাচ পরিবেশন করে ।

    যুক্ত রাষ্ট্রের ওয়াশিংটনে একটি বার অতিথিদের প্রিয় কুকুরের প্রয়োজনীয় সব কিছু সরবরাহ করে । যেমন কুকুরের খাবার , খনিজ পানি , কুকুরের লেপ ও খেলনা ইত্যাদি । যদি সেদিন কোনো অতিথির কুকুরের জন্মদিন , তাহলে বার কুকুরটিকে জন্মদিনের প্রিয়-মাংস ও হাঁসের মাংস দেয় , বারের ওয়েটাররা কুকুরের জন্য জন্মদিনের গানও গান ।

    যুক্ত রাষ্ট্রের একটি বারের মালিক অতিথিদের খাবার টেবিলে পত্রিকা ও বইপত্র পড়তে উত্সাহ দেন , উনি মাঝে মাঝে অতিথিদের বইপত্র উপহারও দেন ।

    জার্মানীর হামবোর্গ শহরে একটি মানুষ বিহীন বার আছে , এই বারের সব কাজ কম্পিউটারের দ্বারা নিয়ন্ত্রিত হয় । অতিথিরা বারের খাবার বিক্রির মেশিনের মধ্যে কাগজের নোট ঢোকানোর মেসিন থেকে এক প্যাকেট ফাস্ট ফুড বের হয় । খাওয়া শেষ করে বাসনগুলো মেসিনের এক জানালায় ঢুকিয়ে অতিথি মুখ মুছার এক পরিস্কার তোয়ালে পান।